শিবামোগ্গা (কর্নাটক), 16 অগস্ট: স্বাধীনতা দিবসে বীর সাভারকরের ব্যানার ঘিরে তুলকালাম কাণ্ড কর্নাটকের শিবামোগ্গায় ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ৷ এক যুবককে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন (Section 144 enforced in Shivamogga of Karnataka over Veer Savarkar Flex) ৷ পুলিশের এক উচ্চাধিকারিক বলেন, "আমরা 144 ধারা জারি করেছি ৷ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ৷ আমরা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছি ৷ ভিড় সরানোর চেষ্টা করেছি ৷ কী কারণে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"
সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে সাভারকরের অনুগামীরা আমীর আহমেদ সার্কেল এলাকায় বীর সাভারকরের ফ্লেক্স টাঙায় ৷ গেরুয়া শিবির এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কাছে বীর সাভারকর আদর্শ ব্যক্তিত্ব ৷ অন্য একটি দল সেই ফ্লেক্স সরিয়ে আঠেরোশো শতকের শাসক টিপু সুলতানের ফ্লেক্স টাঙায় ৷ তাঁদের যুক্তি টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে করেছিলেন এবং চতুর্থ অ্যাংলো-মাইসুরু যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৷ তাই স্বাধীনতার বিশেষ মুহূর্তে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ ৷ কিন্তু এর আগে টিপু সুলতানের জন্ম বার্ষিকী উদযাপন নিয়ে বিরোধী শিবিরের তোপের মুখে পড়েছিল কংগ্রেস সরকার ৷
আরও পড়ুন: নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার সময় হয়েছে, স্বাধীনতা দিবসে দাবি কন্যার
এ নিয়ে সংঘর্ষ বাধে বীর সাভারকর এবং টিপু সুলতানের অনুগামীদের মধ্যে ৷ ধুন্ধুমার কাণ্ড নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে ৷ আধিকারিকরা ওই জায়গায় ভারতের জাতীয় পতাকা গেঁথে দিয়ে আসে ৷ এলাকায় 144 ধারা জারি হয় ৷