ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়বে না দেশের কৃষিক্ষেত্রে : নীতি আয়োগ - কোভিডের দ্বিতীয় ঢেউ

ভর্তুকি, দাম, প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা জুড়ে রয়েছে চাল, গম ও আঁখ ৷ তবে কোভিড পরিস্থিতি দেশের কৃষিক্ষেত্রে প্রভাব ফেলবে না ৷ দাবি নীতি আয়োগ সদস্য (কৃষি) রমেশ চন্দের ৷

second-covid-19-wave-not-to-impact-indias-agri-sector-in-any-way-niti-aayog
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়বে না দেশের কৃষিক্ষেত্রে : নীতি আয়োগ
author img

By

Published : Jun 6, 2021, 6:09 PM IST

নয়াদিল্লি, 6 জুন : দেশের কৃষিক্ষেত্রের উপর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়বে না ৷ এমনই দাবি করলেন নীতি আয়োগ সদস্য (কৃষি) রমেশ চন্দ ৷ তাঁর যুক্তি, মে মাসে গ্রামাঞ্চলে ছড়ায় ভাইরাসের সংক্রমণ, তবে সেই সময়টায় কৃষিকাজ প্রায় হয় না বললেই চলে ৷

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, "মে মাসের শুরুর দিক থেকে গ্রামাঞ্চলে কোভিড 19 ছড়িয়ে পড়তে শুরু করে ৷ এই সময়ে কৃষিকাজ খুবই কম হয় ৷ এটা প্রবল গ্রীষ্মের মাস ৷ কিছু সবজি ও অফ-সিজন ফসল ছাড়া কোনও বীজ বপন করা হয় না, কোনও শস্য তোলা হয় না ৷ কাজেই মে মাস থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত চাষির সংখ্যা কম থাকলেও তাতে কৃষিক্ষেত্রের উপর কোনও প্রভাব পড়বে বলে আমার মনে হয় না ৷"

আরও পড়ুন: আঙ্কেলজি, আপনি গেলেই 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতি হবে; রাজ্যপালকে কটাক্ষ মহুয়ার

2021-22 সালে কৃষিক্ষেত্রে 3 শতাংশের বেশি বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন নীতি আয়োগের সদস্য ৷ গত আর্থিক বছরে কৃষিক্ষেত্রে 3.6 শতাংশ বৃদ্ধি হয়েছিল ৷

নয়াদিল্লি, 6 জুন : দেশের কৃষিক্ষেত্রের উপর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়বে না ৷ এমনই দাবি করলেন নীতি আয়োগ সদস্য (কৃষি) রমেশ চন্দ ৷ তাঁর যুক্তি, মে মাসে গ্রামাঞ্চলে ছড়ায় ভাইরাসের সংক্রমণ, তবে সেই সময়টায় কৃষিকাজ প্রায় হয় না বললেই চলে ৷

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, "মে মাসের শুরুর দিক থেকে গ্রামাঞ্চলে কোভিড 19 ছড়িয়ে পড়তে শুরু করে ৷ এই সময়ে কৃষিকাজ খুবই কম হয় ৷ এটা প্রবল গ্রীষ্মের মাস ৷ কিছু সবজি ও অফ-সিজন ফসল ছাড়া কোনও বীজ বপন করা হয় না, কোনও শস্য তোলা হয় না ৷ কাজেই মে মাস থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত চাষির সংখ্যা কম থাকলেও তাতে কৃষিক্ষেত্রের উপর কোনও প্রভাব পড়বে বলে আমার মনে হয় না ৷"

আরও পড়ুন: আঙ্কেলজি, আপনি গেলেই 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতি হবে; রাজ্যপালকে কটাক্ষ মহুয়ার

2021-22 সালে কৃষিক্ষেত্রে 3 শতাংশের বেশি বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন নীতি আয়োগের সদস্য ৷ গত আর্থিক বছরে কৃষিক্ষেত্রে 3.6 শতাংশ বৃদ্ধি হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.