ETV Bharat / bharat

Punjab Principals go to Singapore: প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুর পাড়ি আরও একদল অধ্যক্ষের - পঞ্জাব

আবারও একদল অধ্যক্ষকে প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুরে পাঠাল পঞ্জাব সরকার (Punjab Principals go to Singapore) ৷ তাঁদের বাসের 'ফ্ল্যাগ অফ' করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann flags off the Bus) ৷

Second Batch of Principals from Punjab schools go for Training in Singapore
যাত্রা শুরু
author img

By

Published : Mar 3, 2023, 12:46 PM IST

চণ্ডীগড়, 3 মার্চ: রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে বিবাদের (Conflict with Governor Banwarilal Purohit) মধ্য়েই স্কুলের অধ্যক্ষদের আরও একটি দলকে সিঙ্গাপুরে প্রশিক্ষণে পাঠাল পঞ্জাব সরকার (Punjab Principals go to Singapore) ৷ শুক্রবার অধ্যক্ষদের বাসের 'ফ্ল্যাগ অফ' করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann flags off the Bus) ৷ ক্ষমতায় আসার পর থেকেই পঞ্জাবের সরকারি স্কুলগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আপ সরকার ৷ উন্নত দেশের স্কুলগুলিতে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, অধ্যক্ষদের তা হাতেকলমে শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই কারণেই পঞ্জাবের অধ্যক্ষদের দফায় দফায় সিঙ্গাপুরে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে ৷

এই নিয়ে মোটা দু'দফায় সরকারি স্কুলের অধ্যক্ষরা সেই সুযোগ পেলেন ৷ যদিও আম আদমি পার্টি পরিচালিত সরকারের এই উদ্যোগ নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের ৷ সেই আপত্তি উপেক্ষা করেই এদিন সকালে চণ্ডীগড়ের 26 নম্বর সেক্টরে অবস্থিত মহাত্মা গান্ধি ইনস্টিটিউট অফ পাবলিক অ্য়াডমিনিস্ট্রেশনের কার্যালয় থেকে অধ্যক্ষদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বাস ৷

  • ਟਰੇਨਿੰਗ ਲੈਣ ਲਈ ਸਿੰਗਾਪੁਰ ਜਾ ਰਹੇ ਪ੍ਰਿੰਸੀਪਲਜ਼ ਦੇ ਦੂਜੇ ਬੈਚ ਨੂੰ ਰਵਾਨਾ ਕੀਤਾ, ਚੰਡੀਗੜ੍ਹ ਤੋਂ Live... https://t.co/w1CltlIAy4

    — Bhagwant Mann (@BhagwantMann) March 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন পঞ্জাবের 36জন অধ্যক্ষ

এদিনের 'ফ্ল্যাগ অফ'-এর পর সাংবাদিকদের মুখোমুখি হন ভগবন্ত ৷ তিনি বলেন, "রাজ্যবাসীকে একটি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি ৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, আপ ক্ষমতায় এলে পঞ্জাবের বাচ্চারা সেরা মানের শিক্ষা পাবে ৷ সেই প্রতিশ্রুতি পালনের জন্যই এদিন অধ্যক্ষদের দ্বিতীয় দলকে প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর পাঠানো হল ৷ শনিবার অর্থাৎ 4 মার্চ থেকেই এই অধ্যক্ষদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে ৷ তাঁরা পঞ্জাবে ফিরবেন আগামী 11 মার্চ ৷"

এই প্রসঙ্গে ভগবন্ত আরও বলেন, "আমি বিদেশ থেকে অনেক প্রস্তাব পাচ্ছি ৷ অনেকেই পঞ্জাবের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা দিতে প্রস্তুত রয়েছেন ৷ দ্বাদশ শ্রেণির পাঠ শেষ করার পর পঞ্জাবের কোনও বাচ্চাকেই উচ্চশিক্ষার জন্য দৌড়তে হবে না ৷ পঞ্জাবের ছাত্রছাত্রীরা যেখানেই কিছু শেখার সুযোগ পাবে, আমরা সেই সুযোগ ব্যবহার করব ৷ কোনও পরিস্থিতিতেই তা হাতছাড়া করব না ৷"

চণ্ডীগড়, 3 মার্চ: রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে বিবাদের (Conflict with Governor Banwarilal Purohit) মধ্য়েই স্কুলের অধ্যক্ষদের আরও একটি দলকে সিঙ্গাপুরে প্রশিক্ষণে পাঠাল পঞ্জাব সরকার (Punjab Principals go to Singapore) ৷ শুক্রবার অধ্যক্ষদের বাসের 'ফ্ল্যাগ অফ' করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann flags off the Bus) ৷ ক্ষমতায় আসার পর থেকেই পঞ্জাবের সরকারি স্কুলগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আপ সরকার ৷ উন্নত দেশের স্কুলগুলিতে কীভাবে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, অধ্যক্ষদের তা হাতেকলমে শেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই কারণেই পঞ্জাবের অধ্যক্ষদের দফায় দফায় সিঙ্গাপুরে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে ৷

এই নিয়ে মোটা দু'দফায় সরকারি স্কুলের অধ্যক্ষরা সেই সুযোগ পেলেন ৷ যদিও আম আদমি পার্টি পরিচালিত সরকারের এই উদ্যোগ নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের ৷ সেই আপত্তি উপেক্ষা করেই এদিন সকালে চণ্ডীগড়ের 26 নম্বর সেক্টরে অবস্থিত মহাত্মা গান্ধি ইনস্টিটিউট অফ পাবলিক অ্য়াডমিনিস্ট্রেশনের কার্যালয় থেকে অধ্যক্ষদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বাস ৷

  • ਟਰੇਨਿੰਗ ਲੈਣ ਲਈ ਸਿੰਗਾਪੁਰ ਜਾ ਰਹੇ ਪ੍ਰਿੰਸੀਪਲਜ਼ ਦੇ ਦੂਜੇ ਬੈਚ ਨੂੰ ਰਵਾਨਾ ਕੀਤਾ, ਚੰਡੀਗੜ੍ਹ ਤੋਂ Live... https://t.co/w1CltlIAy4

    — Bhagwant Mann (@BhagwantMann) March 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুর যাচ্ছেন পঞ্জাবের 36জন অধ্যক্ষ

এদিনের 'ফ্ল্যাগ অফ'-এর পর সাংবাদিকদের মুখোমুখি হন ভগবন্ত ৷ তিনি বলেন, "রাজ্যবাসীকে একটি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি ৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, আপ ক্ষমতায় এলে পঞ্জাবের বাচ্চারা সেরা মানের শিক্ষা পাবে ৷ সেই প্রতিশ্রুতি পালনের জন্যই এদিন অধ্যক্ষদের দ্বিতীয় দলকে প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর পাঠানো হল ৷ শনিবার অর্থাৎ 4 মার্চ থেকেই এই অধ্যক্ষদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে ৷ তাঁরা পঞ্জাবে ফিরবেন আগামী 11 মার্চ ৷"

এই প্রসঙ্গে ভগবন্ত আরও বলেন, "আমি বিদেশ থেকে অনেক প্রস্তাব পাচ্ছি ৷ অনেকেই পঞ্জাবের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা দিতে প্রস্তুত রয়েছেন ৷ দ্বাদশ শ্রেণির পাঠ শেষ করার পর পঞ্জাবের কোনও বাচ্চাকেই উচ্চশিক্ষার জন্য দৌড়তে হবে না ৷ পঞ্জাবের ছাত্রছাত্রীরা যেখানেই কিছু শেখার সুযোগ পাবে, আমরা সেই সুযোগ ব্যবহার করব ৷ কোনও পরিস্থিতিতেই তা হাতছাড়া করব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.