ETV Bharat / bharat

Covishield and Covaxin Market Approval : এবার কি ওষুধের দোকানেই কোভিশিল্ড, কোভ্যাক্সিন ? ছাড়পত্র বিশেষেজ্ঞ কমিটির - ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া

কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন চান ? কেন্দ্রের কোভিড-19 বিশেষজ্ঞ কমিটি তাদের ছাড়পত্র দিয়েছে ৷ বাকি আরেকটি ধাপ ৷ তারপর হাতের কাছে পাবেন ভারতে চালু প্রথম দু'টি কোভিড-19 ভ্য়াকসিন (Covishield and Covaxin Market Approval) ৷

Covishield and Covaxin
কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন
author img

By

Published : Jan 20, 2022, 9:58 AM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি : বাড়ির পাশে ওষুধ দোকানেই পাওয়া যেতে পারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ৷ বুধবার এ বিষয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ সংস্থার বিশেষজ্ঞ কমিটি (SEC of CDSCO grants regular market approval of Covishield and Covaxin) ৷ বাকি চূড়ান্ত ছাড়পত্র ৷

সরকারি সূত্র অনুযায়ী, সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র (Central Drugs Standard Control Organisation, CDSCO) সাবজেক্ট এক্সপার্ট কমিটি, এসইসি (Subject Expert Committee, SEC) কোভিড-19 ভ্যাকসিনের দায়িত্বে রয়েছে ৷ তারা দ্বিতীয়বার এসআইআই এবং ভারত বায়োটেকের আবেদন পর্যালোচনা করেছে ৷ বুধবার এই সংস্থা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে বাজারে বিক্রি বিষয়ে ছাড়পত্র দিয়েছে ৷ এবার চূড়ান্ত অনুমোদনের জন্য দুই সংস্থার আবেদন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে পাঠানো হবে ৷

আরও পড়ুন : Covishield vaccine as booster dose: ওমিক্রনকে ঠেকাতে কোভিশিল্ডের বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট

পরে সিডিএসসিও একটি টুইটে জানায়, "কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের ব্যবহার নিয়ন্ত্রিত ছিল ৷ এবার সিডিএসসিও-র এসইসি বা বিশেষজ্ঞ কমিটি এই দু'টি ভ্যাকসিনকে প্রাপ্তবয়স্কদের জন্য এবং নতুন শর্তে আরও বেশি ব্যবহারের অনুমোদন দিচ্ছে ৷ ডিসিজিআই এই অনুমোদন খতিয়ে দেখবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ৷"

  • SEC of CDSCO has recommended for upgrade of covishield and covaxin status from restricted use in emergency situations to grant of new drug permission with conditions In adult population ,DCGI will evaluate the recommendations and give its decision.

    — CDSCO_INDIA_INFO (@CDSCO_INDIA_INF) January 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এসআইআই এবং ভারত বায়োটেক ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (Drugs Controller General of India, DCGI) কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন তাদের কোভিড-19 ভ্যাকসিন খোলা বাজারে আনার জন্য অনুমোদন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে ৷ 3 জানুয়ারি, 2021 কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভারতে ইমারজেন্সি ইউজ় অথোরাইজেশন বা ইইউএ-র ছাড়পত্র (Emergency Use Authorisation, EUA) পায় ৷ এই দু'টি ভ্যাকসিন এখনও অবধি শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারযোগ্য ৷

গত বছর 25 অক্টোবর এসআইআই আধিকারক প্রকাশ কুমার সিং ডিসিজিআইয়ের কাছে আবেদন জমা দেয় ৷ ডিসিজিআই পুনের এই সংস্থার কাছ থেকে আরও তথ্য ও নথি চায় ৷ সম্প্রতি সে সবও পাঠিয়েছেন আধিকারিক ৷ কয়েক সপ্তাহ আগে হায়দরাবাদে অবস্থিত ভারত বায়োটেক-এর আধিকারিক ভি কৃষ্ণ মোহন তাদের ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠায় ডিসিজিআই-এর কাছে ৷

এবার অপেক্ষা ডিসিজিআই-এর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা ৷ তারপরেই খোলা বাজারে বিক্রি হবে দেশের প্রথম দু'টি কোভিড-19 ভ্যাকসিন ৷

আরও পড়ুন : COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক

নয়াদিল্লি, 20 জানুয়ারি : বাড়ির পাশে ওষুধ দোকানেই পাওয়া যেতে পারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ৷ বুধবার এ বিষয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ড্রাগ সংস্থার বিশেষজ্ঞ কমিটি (SEC of CDSCO grants regular market approval of Covishield and Covaxin) ৷ বাকি চূড়ান্ত ছাড়পত্র ৷

সরকারি সূত্র অনুযায়ী, সেন্ট্রাল ড্রাগস স্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র (Central Drugs Standard Control Organisation, CDSCO) সাবজেক্ট এক্সপার্ট কমিটি, এসইসি (Subject Expert Committee, SEC) কোভিড-19 ভ্যাকসিনের দায়িত্বে রয়েছে ৷ তারা দ্বিতীয়বার এসআইআই এবং ভারত বায়োটেকের আবেদন পর্যালোচনা করেছে ৷ বুধবার এই সংস্থা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে বাজারে বিক্রি বিষয়ে ছাড়পত্র দিয়েছে ৷ এবার চূড়ান্ত অনুমোদনের জন্য দুই সংস্থার আবেদন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে পাঠানো হবে ৷

আরও পড়ুন : Covishield vaccine as booster dose: ওমিক্রনকে ঠেকাতে কোভিশিল্ডের বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট

পরে সিডিএসসিও একটি টুইটে জানায়, "কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের ব্যবহার নিয়ন্ত্রিত ছিল ৷ এবার সিডিএসসিও-র এসইসি বা বিশেষজ্ঞ কমিটি এই দু'টি ভ্যাকসিনকে প্রাপ্তবয়স্কদের জন্য এবং নতুন শর্তে আরও বেশি ব্যবহারের অনুমোদন দিচ্ছে ৷ ডিসিজিআই এই অনুমোদন খতিয়ে দেখবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ৷"

  • SEC of CDSCO has recommended for upgrade of covishield and covaxin status from restricted use in emergency situations to grant of new drug permission with conditions In adult population ,DCGI will evaluate the recommendations and give its decision.

    — CDSCO_INDIA_INFO (@CDSCO_INDIA_INF) January 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এসআইআই এবং ভারত বায়োটেক ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (Drugs Controller General of India, DCGI) কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন তাদের কোভিড-19 ভ্যাকসিন খোলা বাজারে আনার জন্য অনুমোদন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে ৷ 3 জানুয়ারি, 2021 কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভারতে ইমারজেন্সি ইউজ় অথোরাইজেশন বা ইইউএ-র ছাড়পত্র (Emergency Use Authorisation, EUA) পায় ৷ এই দু'টি ভ্যাকসিন এখনও অবধি শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারযোগ্য ৷

গত বছর 25 অক্টোবর এসআইআই আধিকারক প্রকাশ কুমার সিং ডিসিজিআইয়ের কাছে আবেদন জমা দেয় ৷ ডিসিজিআই পুনের এই সংস্থার কাছ থেকে আরও তথ্য ও নথি চায় ৷ সম্প্রতি সে সবও পাঠিয়েছেন আধিকারিক ৷ কয়েক সপ্তাহ আগে হায়দরাবাদে অবস্থিত ভারত বায়োটেক-এর আধিকারিক ভি কৃষ্ণ মোহন তাদের ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠায় ডিসিজিআই-এর কাছে ৷

এবার অপেক্ষা ডিসিজিআই-এর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা ৷ তারপরেই খোলা বাজারে বিক্রি হবে দেশের প্রথম দু'টি কোভিড-19 ভ্যাকসিন ৷

আরও পড়ুন : COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.