নয়াদিল্লি, 11 ডিসেম্বর: অনুচ্ছেদ 370 বিলোপ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য আশা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অনুচ্ছেদ 370 বাতিলের সংক্রান্ত আইনসভার সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেছে ৷ এই রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
সোমবার প্রধানমন্ত্রী তাঁর সোশাল মিডিয়া সাইটে লেখেন, ‘‘অনুচ্ছেদ 370 বাতিলের বিষয়ে আজকের সুপ্রিম কোর্টের রায়টি ঐতিহাসিক ৷ সেই সঙ্গে 5 অগস্ট 2019 তারিখে ভারতের সংসদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে সাংবিধানিক বলে ঘোষণা করেছে ৷ এটি জম্মু, কাশ্মীর এবং লাদাখের আমাদের বোন এবং ভাইদের জন্য আশা, অগ্রগতি এবং ঐক্যের সূচনা ৷ আদালত, তার গভীর প্রজ্ঞায়, ঐক্যের সারমর্মকে স্পষ্ট করেছে ৷ তা হল, আমাদের কাছে ভারতীয় হিসাবে, ঐক্য সব কিছুর থেকে প্রিয় এবং তাকে আমরা লালন করি ৷’’
মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ঐতিহাসিক পদক্ষেপ ছিল ৷ স্বাধীনতার পর ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পরেও, ভারতীয় সংবিধান জম্মু ও কাশ্মীরে লাগু হত না এই 370 ও 35এ অনুচ্ছেদের জন্য ৷ লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সেই বাধাই উপড়ে ফেলেছিল মোদি সরকার ৷ কিন্তু, তার বিরুদ্ধে একাধিক মামলাও হয় সুপ্রিম কোর্টে ৷ যার শুনানির জন্য পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি ৷ 5 সেপ্টেম্বর 16 দিনের শুনানি শেষে, আজ মামলার রায় বেরিয়েছে ৷ সেখানেও নরেন্দ্র মোদির সরকারের সিদ্ধান্তকে বৈধ বলে ঘোষণা করেছে শীর্ষ আদালত ৷
-
Today's Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today's Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023Today's Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023
এ দিন জম্মু ও কাশ্মীরের মানুষের উদ্দেশ্যেও একটি বার্তা দিয়েছেন মোদি ৷ তিনি বলেন, ‘‘আমি জম্মু, কাশ্মীর এবং লাদাখের সহনশীল জনগণকে আশ্বস্ত করতে চাই যে, আপনাদের স্বপ্নপূরণে অঙ্গীকারে আমরা এখন অটুট রয়েছি ৷ আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে, এই অগ্রগতির সুফল শুধু আপনার কাছেই পৌঁছাবে না ৷ আমাদের সমাজের সবচেয়ে দুর্বল ও প্রান্তিক শ্রেণির মানুষের কাছেও সব সুবিধা পৌঁছে দেওয়া হবে, যা এতদিন অনুচ্ছেদ 370 এর কারণে ব্যাহত হচ্ছিল ৷’’
আর সবশেষে আজকের রায়কে সোনালি ভবিষ্যতের আশার আলো হিসেবে উল্লেখ করেছেন মোদি ৷ তিনি বলেন, ‘‘আজকের এই রায় শুধুমাত্র আইনের বিচার নয় ৷ এটি জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য আশা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি ৷ একটি শক্তিশালী এবং আরও অখণ্ড ও মজবুত ভারত গড়ে তোলার জন্য আমাদের সম্মিলিত সংকল্পের প্রমাণ ৷’’
আরও পড়ুন: