ETV Bharat / bharat

জমি কিনে বিতর্কে রাম জন্মভূমি ট্রাস্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি কংগ্রেসের

author img

By

Published : Jun 14, 2021, 9:46 PM IST

কংগ্রেসের দাবি, কোটি কোটি রামভক্তের বিশ্বাসকে অবজ্ঞা করা হয়েছে ৷ যদিও রাম জন্মভূমি ট্রাস্টের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

sc-should-take-cognisance-of-ram-temple-land-purchase-deal-congress
জমি কিনে বিতর্কে রাম জন্মভূমি ট্রাস্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, 14 জুন : রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণ কাজের জন্য যে ট্রাস্ট তৈরি করা হয়েছে, সেই ট্রাস্টের বিরুদ্ধে জমি কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হতেই আসরে নেমেছে কংগ্রেস (Congress) ৷ তাদের দাবি, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের ব্যবস্থা নেওয়া উচিত ৷ কারণ, কংগ্রেস মনে করে এর জন্য কোটি কোটি ভক্তদের বিশ্বাসকে অবজ্ঞা করা হল ৷ সোমবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) ৷ ভার্চুয়াল ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ঘটনা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ৷

তাঁর দাবি, আদালতের সব অ্যাকাউন্টের অডিট করানো উচিত ৷ আর জমি কেনার তথ্য প্রকাশ্যে আনা উচিত ৷ যেহেতু এই বিষয়টির সঙ্গে কোটি কোটি রামভক্তের বিশ্বাস জড়িয়ে রয়েছে, তাই গোটা বিষয়টি খতিয়ে দেখা উচিত ৷ কিন্তু এর জন্য মন্দির নির্মাণের কাজ আটকে যাক, তা কংগ্রেস চায় না বলেও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷

আরও পড়ুন : 5 মিনিটে 2 কোটির জমি 18.5 কোটি ! দুর্নীতির অভিযোগ রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে

এই ইস্যুতে কংগ্রেস শুধু ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেও থেমে থাকেনি ৷ বরং এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছে কংগ্রেস ৷ এই নিয়ে টুইট করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তিনি লিখেছেন, ‘‘কোটি কোটি ভক্তের বিশ্বাসের দানের অপব্যবহার করা হয়েছে ৷’’

অভিযোগ, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (ram janmabhoomi teerth kshetra trust) মন্দিরের জন্য 18.5 কোটি টাকায় যে জমি কিনেছে, তার জন্য খরচ করা হয়েছে মাত্র 2 কোটি টাকা ৷ আম আদমি পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, জমি কেনার জন্য প্রথম স্ট্যাম্প পেপার কেনা হয় সন্ধে 5টা 11 মিনিটে ৷ দ্বিতীয় স্ট্যাপ পেপার কেনা সন্ধে 5টা 22 মিনিটে ৷ এর মধ্যে দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এই নিয়ে সিবিআই অথবা ইডি তদন্তের দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন : আবারও ফোনে আড়ি পাতার অভিযোগ, ফাটল রাজস্থান কংগ্রেসে

কংগ্রেসের আগে এই নিয়ে সমাজবাদী পার্টি (Samajwadi Party) সরব হয়েছিল ৷ তাদের দাবি, প্রথমে 2 কোটি টাকায় জমি বিক্রি হল ৷ কয়েক মিনিটের মধ্যে সেই জমির দাম 18.5 কোটি হয়ে গেল ৷ সেই জমি থেকে কি সোনা পাওয়া যাবে যে এত দাম বেড়ে গেল, প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির বিধায়ক পবন পান্ডে ৷

যদিও ওই ট্রাস্টের পক্ষ থেকে বিরোধীদের তোলা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ রবিবার মধ্যরাতে ট্রাস্টের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে লেখা হয়েছে যে বহু বছর আগে নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিটি বিক্রির রেজিস্ট্রি হয়েছিল ৷ গত 18 মার্চ ‘বায়না’ (সেল ডিড) হওয়ার পর তারা জমিটি ট্রাস্টকে বিক্রি করেছে ৷ ওই বিবৃতি ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় জমির চাহিদা বেড়েছে ৷ তাই দাম বেড়েছে ৷ কিন্তু ট্রাস্ট বাজার দরের চেয়ে অনেক কম দামে জমিটি কিনেছে ৷

আরও পড়ুন : গোটা বিশ্ব থেকে সাহায্য, 16 কোটির ওষুধে প্রাণ বাঁচল শিশুর

উল্লেখ্য, অযোধ্যায় রামমন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট তৈরি করতে বলা হয় ৷ সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি করে ৷ তার পর মন্দিরের নির্মাণ কাজ করছে এই ট্রাস্ট ৷ সারা দেশ থেকে তারা এই ট্রাস্টের জন্য অর্থও সংগ্রহ করছে ৷ ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে তারা গত 31 মার্চ পর্যন্ত ব্যাঙ্কে 3200 কোটি টাকা জমা দিয়েছেন ৷ 80 কোটি টাকা সরাসরি ব্যাঙ্কে জমা পড়েছে ৷ এছাড়াও 60 লক্ষ টাকা জোগাড় হয়েছে ৷ সেই টাকা লকডাউন না থাকাকালীন অযোধ্যায় রাম জন্মভূমিতে আসা ভক্তদের টাকা থেকে জোগাড় হয়েছে ৷

নয়াদিল্লি, 14 জুন : রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণ কাজের জন্য যে ট্রাস্ট তৈরি করা হয়েছে, সেই ট্রাস্টের বিরুদ্ধে জমি কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হতেই আসরে নেমেছে কংগ্রেস (Congress) ৷ তাদের দাবি, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের ব্যবস্থা নেওয়া উচিত ৷ কারণ, কংগ্রেস মনে করে এর জন্য কোটি কোটি ভক্তদের বিশ্বাসকে অবজ্ঞা করা হল ৷ সোমবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) ৷ ভার্চুয়াল ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ঘটনা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ৷

তাঁর দাবি, আদালতের সব অ্যাকাউন্টের অডিট করানো উচিত ৷ আর জমি কেনার তথ্য প্রকাশ্যে আনা উচিত ৷ যেহেতু এই বিষয়টির সঙ্গে কোটি কোটি রামভক্তের বিশ্বাস জড়িয়ে রয়েছে, তাই গোটা বিষয়টি খতিয়ে দেখা উচিত ৷ কিন্তু এর জন্য মন্দির নির্মাণের কাজ আটকে যাক, তা কংগ্রেস চায় না বলেও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷

আরও পড়ুন : 5 মিনিটে 2 কোটির জমি 18.5 কোটি ! দুর্নীতির অভিযোগ রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে

এই ইস্যুতে কংগ্রেস শুধু ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেও থেমে থাকেনি ৷ বরং এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছে কংগ্রেস ৷ এই নিয়ে টুইট করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তিনি লিখেছেন, ‘‘কোটি কোটি ভক্তের বিশ্বাসের দানের অপব্যবহার করা হয়েছে ৷’’

অভিযোগ, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (ram janmabhoomi teerth kshetra trust) মন্দিরের জন্য 18.5 কোটি টাকায় যে জমি কিনেছে, তার জন্য খরচ করা হয়েছে মাত্র 2 কোটি টাকা ৷ আম আদমি পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, জমি কেনার জন্য প্রথম স্ট্যাম্প পেপার কেনা হয় সন্ধে 5টা 11 মিনিটে ৷ দ্বিতীয় স্ট্যাপ পেপার কেনা সন্ধে 5টা 22 মিনিটে ৷ এর মধ্যে দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এই নিয়ে সিবিআই অথবা ইডি তদন্তের দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন : আবারও ফোনে আড়ি পাতার অভিযোগ, ফাটল রাজস্থান কংগ্রেসে

কংগ্রেসের আগে এই নিয়ে সমাজবাদী পার্টি (Samajwadi Party) সরব হয়েছিল ৷ তাদের দাবি, প্রথমে 2 কোটি টাকায় জমি বিক্রি হল ৷ কয়েক মিনিটের মধ্যে সেই জমির দাম 18.5 কোটি হয়ে গেল ৷ সেই জমি থেকে কি সোনা পাওয়া যাবে যে এত দাম বেড়ে গেল, প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির বিধায়ক পবন পান্ডে ৷

যদিও ওই ট্রাস্টের পক্ষ থেকে বিরোধীদের তোলা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ রবিবার মধ্যরাতে ট্রাস্টের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে লেখা হয়েছে যে বহু বছর আগে নির্দিষ্ট অর্থের বিনিময়ে জমিটি বিক্রির রেজিস্ট্রি হয়েছিল ৷ গত 18 মার্চ ‘বায়না’ (সেল ডিড) হওয়ার পর তারা জমিটি ট্রাস্টকে বিক্রি করেছে ৷ ওই বিবৃতি ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় জমির চাহিদা বেড়েছে ৷ তাই দাম বেড়েছে ৷ কিন্তু ট্রাস্ট বাজার দরের চেয়ে অনেক কম দামে জমিটি কিনেছে ৷

আরও পড়ুন : গোটা বিশ্ব থেকে সাহায্য, 16 কোটির ওষুধে প্রাণ বাঁচল শিশুর

উল্লেখ্য, অযোধ্যায় রামমন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট তৈরি করতে বলা হয় ৷ সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি করে ৷ তার পর মন্দিরের নির্মাণ কাজ করছে এই ট্রাস্ট ৷ সারা দেশ থেকে তারা এই ট্রাস্টের জন্য অর্থও সংগ্রহ করছে ৷ ট্রাস্টের তরফে জানানো হয়েছে যে তারা গত 31 মার্চ পর্যন্ত ব্যাঙ্কে 3200 কোটি টাকা জমা দিয়েছেন ৷ 80 কোটি টাকা সরাসরি ব্যাঙ্কে জমা পড়েছে ৷ এছাড়াও 60 লক্ষ টাকা জোগাড় হয়েছে ৷ সেই টাকা লকডাউন না থাকাকালীন অযোধ্যায় রাম জন্মভূমিতে আসা ভক্তদের টাকা থেকে জোগাড় হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.