ETV Bharat / bharat

SC on Manipur Viral Video: সিবিআইকে বয়ান রেকর্ডে নিষেধ, আজ মণিপুরের দুই নির্যাতিতার কথা শুনবে সুপ্রিম কোর্ট - দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

Supreme Court on Manipur Viral Video: মণিপুরের ভাইরাল ভিডিয়োর ঘটনায় দেশের শীর্ষ আদালত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ৷ আজ ওই দুই নির্যাতিতার কথা শুনবে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷ তাই আপাতত সিবিআই ওই দুই তরুণীর বয়ান রেকর্ড করতে পারবে না, নির্দেশ আদালতের ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 1, 2023, 12:09 PM IST

Updated : Aug 1, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: দুই নির্যাতিতার ভিডিয়ো ভাইরালের ঘটনায় নয়া মোড় ৷ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সিবিআই যেন মণিপুরে ভাইরাল হওয়া ভিডিয়োর দুই নির্যাতিতার বয়ান রেকর্ড না-করে ৷ আজ দুুপুর 2টোয় এই মামলাটির শুনানি করবে সর্বোচ্চ আদালত ৷ 4 মে মণিপুরে কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে নগ্ন করে হাঁটানো হয় বলে অভিযোগ ৷ 19 জুলাই এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই উত্তাল হয়ে ওঠে দেশ, রাজনীতি ৷

মণিপুরের হিংসার ঘটনা এবং ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে একগুচ্ছ মামলা জমা পড়েছে সুপ্রিম কোর্টে ৷ কাল থেকেই তার শুনানি শুরু করেছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷ ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর করেছে সিবিআই ৷

আরও পড়ুন: অন্য ঘটনার তুলনা টেনে মণিপুরের ঘটনার বিচার করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির

এ দিনই ভাইরাল হওয়া ভিডিয়োর দুই নির্যাতিতা আবেদন জানিয়েছিলেন, তাঁরা সিবিআই তদন্ত চান না ৷ আজ শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেয়, সিবিআই যেন ওই দুুই মহিলার বয়ান রেকর্ড না-করে ৷ আদালত নিজেই বিষয়টি খতিয়ে দেখবে ৷

  • Supreme Court asks CBI to put on hold the recording of the statement of the two women victims in the Manipur viral video case till it hears the main case today at 2 pm.

    Supreme Court asks Solicitor General Tushar Mehta to convey to the CBI to await the outcome of today's… pic.twitter.com/71LlsX96fH

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুকি সম্প্রদায়ের দুই নির্যাতিতার আইনজীবী নিজাম পাশা আদালতে জানান, সিবিআই তাঁদের ডেকে পাঠিয়েছে ৷ তখন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ বিষয়টি পর্যালোচনা করে ৷ তখন সলিসিটর জেনারেল জানান, তিনি বিষয়টি জানেন না ৷

এই অবস্থায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলে, "সিবিআই আধিকারিকদের অপেক্ষা করতে বলুন ৷ আমরা আজ দুপুর 2টোয় বিষয়টি শুনব ৷"

আরও পড়ুন: না-পারলে আমাদের দায়িত্ব দিন, আমরা মণিপুরে শান্তি ফেরাব: মমতা

সোমবার মণিপুরের এই ভাইরাল ভিডিয়ো ও অন্য হিংসার ঘটনাগুলিতে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ আদালত ৷ দুই তরুণীকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়োকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তাঁর নেতৃত্বে গঠিত বেঞ্চ প্রশ্ন তোলে, 18 মে কেন এফআইআর দায়ের হল ? তার আগে পুলিশ কী করছিল ? পুলিশ ও প্রশাসন এফআইআর করতে কেন এত দেরি করল, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি অথবা বিশেষ তদন্তকারী দলকে দিয়ে এই ঘটনার তদন্তের দিকটি খতিয়ে দেখছে আদালত ৷

নয়াদিল্লি, 1 অগস্ট: দুই নির্যাতিতার ভিডিয়ো ভাইরালের ঘটনায় নয়া মোড় ৷ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সিবিআই যেন মণিপুরে ভাইরাল হওয়া ভিডিয়োর দুই নির্যাতিতার বয়ান রেকর্ড না-করে ৷ আজ দুুপুর 2টোয় এই মামলাটির শুনানি করবে সর্বোচ্চ আদালত ৷ 4 মে মণিপুরে কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে নগ্ন করে হাঁটানো হয় বলে অভিযোগ ৷ 19 জুলাই এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই উত্তাল হয়ে ওঠে দেশ, রাজনীতি ৷

মণিপুরের হিংসার ঘটনা এবং ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে একগুচ্ছ মামলা জমা পড়েছে সুপ্রিম কোর্টে ৷ কাল থেকেই তার শুনানি শুরু করেছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ ৷ ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর করেছে সিবিআই ৷

আরও পড়ুন: অন্য ঘটনার তুলনা টেনে মণিপুরের ঘটনার বিচার করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির

এ দিনই ভাইরাল হওয়া ভিডিয়োর দুই নির্যাতিতা আবেদন জানিয়েছিলেন, তাঁরা সিবিআই তদন্ত চান না ৷ আজ শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেয়, সিবিআই যেন ওই দুুই মহিলার বয়ান রেকর্ড না-করে ৷ আদালত নিজেই বিষয়টি খতিয়ে দেখবে ৷

  • Supreme Court asks CBI to put on hold the recording of the statement of the two women victims in the Manipur viral video case till it hears the main case today at 2 pm.

    Supreme Court asks Solicitor General Tushar Mehta to convey to the CBI to await the outcome of today's… pic.twitter.com/71LlsX96fH

    — ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কুকি সম্প্রদায়ের দুই নির্যাতিতার আইনজীবী নিজাম পাশা আদালতে জানান, সিবিআই তাঁদের ডেকে পাঠিয়েছে ৷ তখন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ বিষয়টি পর্যালোচনা করে ৷ তখন সলিসিটর জেনারেল জানান, তিনি বিষয়টি জানেন না ৷

এই অবস্থায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলে, "সিবিআই আধিকারিকদের অপেক্ষা করতে বলুন ৷ আমরা আজ দুপুর 2টোয় বিষয়টি শুনব ৷"

আরও পড়ুন: না-পারলে আমাদের দায়িত্ব দিন, আমরা মণিপুরে শান্তি ফেরাব: মমতা

সোমবার মণিপুরের এই ভাইরাল ভিডিয়ো ও অন্য হিংসার ঘটনাগুলিতে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ আদালত ৷ দুই তরুণীকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়োকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তাঁর নেতৃত্বে গঠিত বেঞ্চ প্রশ্ন তোলে, 18 মে কেন এফআইআর দায়ের হল ? তার আগে পুলিশ কী করছিল ? পুলিশ ও প্রশাসন এফআইআর করতে কেন এত দেরি করল, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি অথবা বিশেষ তদন্তকারী দলকে দিয়ে এই ঘটনার তদন্তের দিকটি খতিয়ে দেখছে আদালত ৷

Last Updated : Aug 1, 2023, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.