ETV Bharat / bharat

Supreme Court : সবকিছুতেই সাম্প্রদায়িকতার সুর কেন, সংবাদমাধ্যমের একাংশকে তুলোধনা শীর্ষ আদালতের

সবকিছুর মধ্যেই একটা সাম্প্রদায়িক সূত্র খুঁজে বের করার চেষ্টা করে সংবাদমাধ্যমের একাংশ ৷ এটা খুব খারাপ অভ্যেস ৷ এতে আখেরে দেশের ভাবমূর্তি নষ্ট হয় ৷ বৃহস্পতিবার একটি মামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷ সংবাদ মাধ্যমের একাংশের কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি ৷

SC chastises media, says communal tone will get bad name to country
Supreme Court : সবকিছুতেই সাম্প্রদায়িকতার সুর কেন, সংবাদমাধ্যমের একাংশকে তুলোধনা শীর্ষ আদালতের
author img

By

Published : Sep 2, 2021, 3:02 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : সবকিছুর মধ্যেই সাম্প্রদায়িক সম্পর্ক খুঁজতে যাওয়াটা অত্যন্ত খারাপ ৷ এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয় ৷ অথচ দেশের সংবাদমাধ্যমের একাংশে ঠিক সেটাই করছে ৷ বৃহস্পতিবার ঠিক এভাবেই সংবাদমাধ্যমের ভূমিকাকে কঠোর ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ গত বছর দিল্লিতে তবলিঘি জামাতের (Tablighi Jamaat) একটা বিরাট জমায়েত হয়েছিল ৷ পরবর্তীতে অভিযোগ ওঠে, এই জমায়েত থেকেই নাকি গোটা দেশে করোনা ছড়িয়ে পড়েছে ৷ এ নিয়ে সেই সময় বিতর্কও কম হয়নি ৷ এদিন সেই ঘটনার প্রেক্ষিতেই একটি মামলা শুনানির জন্য উঠেছিল শীর্ষ আদালতে ৷ সেখানেই সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice NV Ramana) ৷

আরও পড়ুন : Farmer Agitation : রাস্তা আটকে আন্দোলন নয়, কৃষক আন্দোলনে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘‘সমস্যা হল, সবকিছুর মধ্যেই একটা সাম্প্রদায়িক সূত্র খুঁজে বের করা হচ্ছে ৷ সংবাদমাধ্যমের একাংশই এটা করছে ৷ এটা খুব খারাপ ৷ এতে আখেরে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷’’ গত বছর যেভাবে করোনার মতো একটা অতিমারির সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা হয়েছিল, তাতে ক্ষোভ প্রকাশ করেন সমাজের নানা স্তরের মানুষ ৷ সুপ্রিম কোর্টে রুজু হওয়া সংশ্লিষ্ট মামলাটিতে এর জন্য সংবাদমাধ্যমের একাংশকেই কাঠগড়ায় তোলা হয় ৷ মামলাকারীর দাবি, এমন খবর পেশের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷

আরও পড়ুন : COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টের

এই প্রসঙ্গে খবর পরিবেশনকারী পোর্টালগুলিকে কড়া ভাষায় তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট ৷ আদালতের কথায়, ‘‘ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের কথাই শোনে ৷ কোনও ভিত্তি ছাড়াই বিচারকদের বিরুদ্ধে, সংস্থাগুলির বিরুদ্ধে যা খুশি লিখতে পারে তারা ৷ ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের নিয়েই চিন্তিত থাকে ৷ বিচারক, সংস্থা বা সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনও ভাবনা নেই ৷ এটাই আমাদের অভিজ্ঞতা ৷’’

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর : সবকিছুর মধ্যেই সাম্প্রদায়িক সম্পর্ক খুঁজতে যাওয়াটা অত্যন্ত খারাপ ৷ এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয় ৷ অথচ দেশের সংবাদমাধ্যমের একাংশে ঠিক সেটাই করছে ৷ বৃহস্পতিবার ঠিক এভাবেই সংবাদমাধ্যমের ভূমিকাকে কঠোর ভাষায় সমালোচনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ গত বছর দিল্লিতে তবলিঘি জামাতের (Tablighi Jamaat) একটা বিরাট জমায়েত হয়েছিল ৷ পরবর্তীতে অভিযোগ ওঠে, এই জমায়েত থেকেই নাকি গোটা দেশে করোনা ছড়িয়ে পড়েছে ৷ এ নিয়ে সেই সময় বিতর্কও কম হয়নি ৷ এদিন সেই ঘটনার প্রেক্ষিতেই একটি মামলা শুনানির জন্য উঠেছিল শীর্ষ আদালতে ৷ সেখানেই সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি এন ভি রামানা (Chief Justice NV Ramana) ৷

আরও পড়ুন : Farmer Agitation : রাস্তা আটকে আন্দোলন নয়, কৃষক আন্দোলনে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘‘সমস্যা হল, সবকিছুর মধ্যেই একটা সাম্প্রদায়িক সূত্র খুঁজে বের করা হচ্ছে ৷ সংবাদমাধ্যমের একাংশই এটা করছে ৷ এটা খুব খারাপ ৷ এতে আখেরে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷’’ গত বছর যেভাবে করোনার মতো একটা অতিমারির সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা হয়েছিল, তাতে ক্ষোভ প্রকাশ করেন সমাজের নানা স্তরের মানুষ ৷ সুপ্রিম কোর্টে রুজু হওয়া সংশ্লিষ্ট মামলাটিতে এর জন্য সংবাদমাধ্যমের একাংশকেই কাঠগড়ায় তোলা হয় ৷ মামলাকারীর দাবি, এমন খবর পেশের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷

আরও পড়ুন : COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টের

এই প্রসঙ্গে খবর পরিবেশনকারী পোর্টালগুলিকে কড়া ভাষায় তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট ৷ আদালতের কথায়, ‘‘ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের কথাই শোনে ৷ কোনও ভিত্তি ছাড়াই বিচারকদের বিরুদ্ধে, সংস্থাগুলির বিরুদ্ধে যা খুশি লিখতে পারে তারা ৷ ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের নিয়েই চিন্তিত থাকে ৷ বিচারক, সংস্থা বা সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনও ভাবনা নেই ৷ এটাই আমাদের অভিজ্ঞতা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.