ETV Bharat / bharat

অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হল রবিবার - বলরাম ভার্গব

দেশজুড়ে অক্সিজেনের হাহাকার মেটাতে একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে সুপ্রিম কোর্ট ৷ 12 সদস্যের উচ্চস্তরীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি এই দলের প্রথম বৈঠক হল রবিবার ৷

অক্সিজেন সিলিন্ডার
অক্সিজেন সিলিন্ডার
author img

By

Published : May 10, 2021, 10:44 AM IST

নিউ দিল্লি, 10 মে: দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করতে 12 সদস্যের একটি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছে সুপ্রিম কোর্ট ৷ উচ্চস্তরের স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই দলের প্রথম বৈঠক হল রবিবার ৷

বৈঠকে উপস্থিত টাস্ক ফোর্সের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ-

ভবতোষ বিশ্বাস, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, কলকাতা

দেবেন্দ্র সিং রানা, বোর্ড অফ ম্যানেজমেন্ট, শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন, দিল্লি

দেবীপ্রসাদ শেট্টি, চেয়ারপার্সন এবং এগজিকিউটিভ ডায়রেক্টর, নারায়ণ হেলথকেয়ার, বেঙ্গালুরু

গঙ্গাদীপ কাং, অধ্যাপক, ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি), ভেলোর, তামিলনাড়ু

এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ আর কেন্দ্রীয় সচিব (এমওআরটিএইচ) গিরিধার আরামারে ৷

আরো পড়ুন: বিগ বি-র মানবিকতায় খুশি দিল্লী শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি

বিশেষ অতিথিবর্গ-

ভি কে পাল, নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য

রণদীপ গুলেরিয়া, ডায়রেক্টর, এইমস

বলরাম ভার্গব, ডিজি, আইসিএমআর, সচিব (ডিএইচআর)

সুনীল কুমার, ডিজিএইচএস, স্বাস্থ্যমন্ত্রক

সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের সহযোগিতায় দেশজুড়ে অক্সিজেন পাঠানো বিষয়ে সরকারের প্রশংসা করেন অংশগ্রহণকারী সদস্যরা ৷ পাশাপাশি, অক্সিজেনের উৎপাদন আর সরবরাহ কী ভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া, মেডিক্যাল অক্সিজেনের চাহিদা পূরণ করার বন্দোবস্ত, রোগীর মেডিক্যাল অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে কোনও স্বাস্থ্য সংস্থান কী ভাবে বিল করবে, এই সব নিয়ে আলোচনা হয় ৷

নিউ দিল্লি, 10 মে: দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করতে 12 সদস্যের একটি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছে সুপ্রিম কোর্ট ৷ উচ্চস্তরের স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই দলের প্রথম বৈঠক হল রবিবার ৷

বৈঠকে উপস্থিত টাস্ক ফোর্সের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ-

ভবতোষ বিশ্বাস, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, কলকাতা

দেবেন্দ্র সিং রানা, বোর্ড অফ ম্যানেজমেন্ট, শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন, দিল্লি

দেবীপ্রসাদ শেট্টি, চেয়ারপার্সন এবং এগজিকিউটিভ ডায়রেক্টর, নারায়ণ হেলথকেয়ার, বেঙ্গালুরু

গঙ্গাদীপ কাং, অধ্যাপক, ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (সিএমসি), ভেলোর, তামিলনাড়ু

এঁরা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ আর কেন্দ্রীয় সচিব (এমওআরটিএইচ) গিরিধার আরামারে ৷

আরো পড়ুন: বিগ বি-র মানবিকতায় খুশি দিল্লী শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি

বিশেষ অতিথিবর্গ-

ভি কে পাল, নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য

রণদীপ গুলেরিয়া, ডায়রেক্টর, এইমস

বলরাম ভার্গব, ডিজি, আইসিএমআর, সচিব (ডিএইচআর)

সুনীল কুমার, ডিজিএইচএস, স্বাস্থ্যমন্ত্রক

সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের সহযোগিতায় দেশজুড়ে অক্সিজেন পাঠানো বিষয়ে সরকারের প্রশংসা করেন অংশগ্রহণকারী সদস্যরা ৷ পাশাপাশি, অক্সিজেনের উৎপাদন আর সরবরাহ কী ভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া, মেডিক্যাল অক্সিজেনের চাহিদা পূরণ করার বন্দোবস্ত, রোগীর মেডিক্যাল অক্সিজেন ব্যবহারের ক্ষেত্রে কোনও স্বাস্থ্য সংস্থান কী ভাবে বিল করবে, এই সব নিয়ে আলোচনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.