ETV Bharat / bharat

পডুয়াকে বম্বে আইআইটিতে ভরতি নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের - জ়য়েন্ট এন্ট্রান্স এক্সাম

প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 270 স্থান অর্জন করেছিলেন সিদ্ধার্থ বাত্রা ৷ তিনি বম্বে আইআইটিতে ভরতির জন্য় অনলাইন আবেদন জানান ৷ সেই আবেদন জানানোর কয়েকদিন পর তিনি আবারও, আইআইটির ওয়েবসাইট খোলেন ৷ সেখানে তিনি ভুলবশত আবেদন প্রত্য়াহারের অপশনে টিক করেন ৷ ফলে তাঁর আবেদন বাতিল হয়ে যায় ৷ পরে বম্বে আইআইটিতে ভরতি হতে গেলে জানতে পারেন তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে ৷

sc-allows-student-to-join-iit-for-his-course
পডুয়াকে বোম্বে আইআইটিতে ভর্তি নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Dec 9, 2020, 10:11 PM IST

দিল্লি, 9 ডিসেম্বর : ভুলবশত আইআইটি বম্বেতে করা ভরতির আবেদন প্রত্য়াহার করে নিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্সে 270 নম্বর স্থানাধিকারী মেধাবী পড়ুয়া সিদ্ধার্থ বাত্রা ৷ সেই ঘটনায় এবার বম্বে আইআইটিকে ওই পড়ুয়াকে ভরতি নিতে অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন ৷ সঙ্গে বম্বে আইআইটিকে তাদের তরফে হলফনামা জমা দিতে বলেছে ৷

প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 270 স্থান অর্জন করেছিলেন সিদ্ধার্থ বাত্রা ৷ তিনি বম্বে আইআইটিতে ভরতির জন্য় অনলাইন আবেদন জানান ৷ সেই আবেদন জানানোর কয়েকদিন পর তিনি আবারও, আইআইটির ওয়েবসাইট খোলেন ৷ সেখানে তিনি ভুলবশত আবেদন প্রত্য়াহারের অপশনে টিক করেন ৷ ফলে তাঁর আবেদন বাতিল হয়ে যায় ৷ পরে বম্বে আইআইটিতে ভরতি হতে গেলে জানতে পারেন তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে ৷ তবে, তা তিনি নিজেই করেছেন ৷ এরপর কলেজ কর্তৃপক্ষের কাছে ভরতির জন্য় আবেদন করতে চাইলে, তা সম্ভব নয় বলে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীকালে আইআইটি বম্বেতে ভরতির দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলে, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয় ৷

এরপরই তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ এদিন মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ বাত্রার আইনজীবীর বক্তব্য় শোনেন ৷ তবে, আইআইটি বম্বের আইনজীবী সিদ্ধার্থ বাত্রার বয়ানের বিরোধিতা করেন ৷ তাঁদের তরফে বলা হয়, মোট আটটি ধাপ পেরিয়ে আবেদন প্রত্য়াহার করতে হয় ৷ আর সিদ্ধর্থ বাত্রা একে একে সেই সব ধাপ পেরিয়ে আবেদন প্রত্য়াহার করেন ৷ তারপরই আইআইটি বম্বে তাঁর ভরতির আবেদন খারিজ করে দেন ৷ আইআইটির তরফে এও জানানো হয়, বাত্রা তাঁর আবেদন প্রত্য়াহারের কারণ হিসেবে জানিয়েছিলেন, অন্য় প্রতিষ্ঠানে তিনি আসন পেয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন : দেশের সব থানা, জেরা রুমে CCTV বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে, বিচারপতি সঞ্জয় কিষাণ মেধাবী সিদ্ধার্থ বাত্রাকে আরও একটি সুযোগ দেওয়ার কথা বলেন ৷ নির্দেশে বিচারপতি বলেন, আবেদন প্রত্য়াহার করার বিষয়টি সম্পূর্ণ ভুলবশত ৷ তিনি একজন মেধাবী ছাত্র এবং এন্ট্রান্সে ভালো স্থান অর্জন করেছেন ৷ তাই তাঁকে আরেকটা সুযোগ দেওয়া প্রয়োজন ৷ তবে, আজকের এই নির্দেশ অন্তর্বর্তীকালীন ছিল ৷ বম্বে আইআইটিকে এনিয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত ৷

দিল্লি, 9 ডিসেম্বর : ভুলবশত আইআইটি বম্বেতে করা ভরতির আবেদন প্রত্য়াহার করে নিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্সে 270 নম্বর স্থানাধিকারী মেধাবী পড়ুয়া সিদ্ধার্থ বাত্রা ৷ সেই ঘটনায় এবার বম্বে আইআইটিকে ওই পড়ুয়াকে ভরতি নিতে অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন ৷ সঙ্গে বম্বে আইআইটিকে তাদের তরফে হলফনামা জমা দিতে বলেছে ৷

প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় 270 স্থান অর্জন করেছিলেন সিদ্ধার্থ বাত্রা ৷ তিনি বম্বে আইআইটিতে ভরতির জন্য় অনলাইন আবেদন জানান ৷ সেই আবেদন জানানোর কয়েকদিন পর তিনি আবারও, আইআইটির ওয়েবসাইট খোলেন ৷ সেখানে তিনি ভুলবশত আবেদন প্রত্য়াহারের অপশনে টিক করেন ৷ ফলে তাঁর আবেদন বাতিল হয়ে যায় ৷ পরে বম্বে আইআইটিতে ভরতি হতে গেলে জানতে পারেন তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে ৷ তবে, তা তিনি নিজেই করেছেন ৷ এরপর কলেজ কর্তৃপক্ষের কাছে ভরতির জন্য় আবেদন করতে চাইলে, তা সম্ভব নয় বলে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীকালে আইআইটি বম্বেতে ভরতির দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলে, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয় ৷

এরপরই তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ এদিন মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ বাত্রার আইনজীবীর বক্তব্য় শোনেন ৷ তবে, আইআইটি বম্বের আইনজীবী সিদ্ধার্থ বাত্রার বয়ানের বিরোধিতা করেন ৷ তাঁদের তরফে বলা হয়, মোট আটটি ধাপ পেরিয়ে আবেদন প্রত্য়াহার করতে হয় ৷ আর সিদ্ধর্থ বাত্রা একে একে সেই সব ধাপ পেরিয়ে আবেদন প্রত্য়াহার করেন ৷ তারপরই আইআইটি বম্বে তাঁর ভরতির আবেদন খারিজ করে দেন ৷ আইআইটির তরফে এও জানানো হয়, বাত্রা তাঁর আবেদন প্রত্য়াহারের কারণ হিসেবে জানিয়েছিলেন, অন্য় প্রতিষ্ঠানে তিনি আসন পেয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন : দেশের সব থানা, জেরা রুমে CCTV বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে, বিচারপতি সঞ্জয় কিষাণ মেধাবী সিদ্ধার্থ বাত্রাকে আরও একটি সুযোগ দেওয়ার কথা বলেন ৷ নির্দেশে বিচারপতি বলেন, আবেদন প্রত্য়াহার করার বিষয়টি সম্পূর্ণ ভুলবশত ৷ তিনি একজন মেধাবী ছাত্র এবং এন্ট্রান্সে ভালো স্থান অর্জন করেছেন ৷ তাই তাঁকে আরেকটা সুযোগ দেওয়া প্রয়োজন ৷ তবে, আজকের এই নির্দেশ অন্তর্বর্তীকালীন ছিল ৷ বম্বে আইআইটিকে এনিয়ে হলফনামা জমা দিতে বলেছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.