ETV Bharat / bharat

জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্ট

Gyanvapi Mosque Tank Cleaning: মঙ্গলবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপী মসজিদের ভিতরে সিল করা 'ওয়াজুখানা ট্যাংক' পরিষ্কার করার অনুমতি দিয়েছে ৷ যেখানে মৃত মাছ এবং ময়লার মধ্যে 'শিবলিঙ্গ' পাওয়া গিয়েছে বলে অভিযোগ রয়েছে । 16 মে 2022 সালে দেওয়ানি বিচারকের নির্দেশে জলের ট্যাংক এবং আশেপাশের এলাকাটি সিল করে দেওয়া হয়েছিল ।

Gyanvapi mosque
জ্ঞানবাপী মসজিদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 8:11 PM IST

Updated : Jan 16, 2024, 8:51 PM IST

নয়াদিল্লি, 16 জানুয়ারি: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ বারাণসী জেলাশাসককে এই জলের ট্যাংক পরিষ্কার করার নির্দেশ দিক আদালত ৷ এই মর্মে চারজন হিন্দু মহিলা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের সেই আবেদন মঞ্জুর করে মঙ্গলবার জ্ঞানবাপী মসজিদের ভিতরে থাকা সিল করা জায়গায় ট্যাংক পরিষ্কারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 16মে 2022 সালে বারাণসীর একটি দেওয়ানি বিচারকের নির্দেশে জলের ট্যাংক এবং আশেপাশের এলাকাটি সিল করে দেওয়া হয়েছিল ৷

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এদিন নির্দেশে জানিয়েছে, বারাণসী জেলাশাসকের তত্ত্বাবধানে পরিষ্কারের কাজ করতে হবে। মুসলিম পক্ষের প্রবীণ আইনজীবী হুজেফা আহমাদি জানিয়েছেন, তাঁর মক্কেলদের এতে কোনও আপত্তি নেই। গত বছরের ডিসেম্বরে জ্ঞানবাপী মসজিদ নিয়ে হিন্দু পক্ষ সুপ্রিম কোর্টে একটি আপিল করেছিল ৷ সেখানে শিবলিঙ্গের আশেপাশের এলাকা পরিষ্কার করার জন্য বারাণসীর জেলাশাসককে আদালতের নির্দেশিকা চাওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশে শিবলিঙ্গের আশেপাশের এলাকা সিল করা রয়েছে ৷

আবেদনকারীরা শিবলিঙ্গের তাৎপর্যের উপর জোর দিয়েছিলেন এবং এটিকে হিন্দুদের কাছে পবিত্র বলে দাবি করেছিলেন । তাঁরা এটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং শিবলিঙ্গটিকে ময়লা ও মৃত প্রাণীদের থেকে দূরে রাখার আবেদন জানান। শিবলিঙ্গটি মরা মাছের মধ্যে পড়েছিল, যা ভগবান শিবের ভক্তদের অনুভূতিতে আঘাত করেছিল বলে দাবি ছিল আবেদনকারীদের।

দেওয়ানি বিচারক কর্তৃক নিযুক্ত অ্যাডভোকেট কমিশনাররা জরিপ চলাকালীন প্রকৃতপক্ষে শিবলিঙ্গমটি একটি জলের ট্যাংকে পড়ে থাকতে দেখেন ৷ যেখানে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা 'ওজু' (নামাজ পড়ার আগে ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ) করছিল ৷ হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, "যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল তাই কেবল শীর্ষ আদালত এই বিষয়ে নির্দেশ দিতে পারত ।"

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির মামলা খারিজ এলাহাবাদ হাইকোর্টের
  2. জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাড়তি সময় মঞ্জুর আদালতের
  3. আদালতের বাইরে আলোচনার নিষ্পত্তি সম্ভব নয়, জ্ঞানবাপী মামলায় স্পষ্ট হিন্দু পক্ষ

নয়াদিল্লি, 16 জানুয়ারি: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সিল করা জায়গায় জলের ট্যাংক পরিষ্কারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ বারাণসী জেলাশাসককে এই জলের ট্যাংক পরিষ্কার করার নির্দেশ দিক আদালত ৷ এই মর্মে চারজন হিন্দু মহিলা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের সেই আবেদন মঞ্জুর করে মঙ্গলবার জ্ঞানবাপী মসজিদের ভিতরে থাকা সিল করা জায়গায় ট্যাংক পরিষ্কারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 16মে 2022 সালে বারাণসীর একটি দেওয়ানি বিচারকের নির্দেশে জলের ট্যাংক এবং আশেপাশের এলাকাটি সিল করে দেওয়া হয়েছিল ৷

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এদিন নির্দেশে জানিয়েছে, বারাণসী জেলাশাসকের তত্ত্বাবধানে পরিষ্কারের কাজ করতে হবে। মুসলিম পক্ষের প্রবীণ আইনজীবী হুজেফা আহমাদি জানিয়েছেন, তাঁর মক্কেলদের এতে কোনও আপত্তি নেই। গত বছরের ডিসেম্বরে জ্ঞানবাপী মসজিদ নিয়ে হিন্দু পক্ষ সুপ্রিম কোর্টে একটি আপিল করেছিল ৷ সেখানে শিবলিঙ্গের আশেপাশের এলাকা পরিষ্কার করার জন্য বারাণসীর জেলাশাসককে আদালতের নির্দেশিকা চাওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের নির্দেশে শিবলিঙ্গের আশেপাশের এলাকা সিল করা রয়েছে ৷

আবেদনকারীরা শিবলিঙ্গের তাৎপর্যের উপর জোর দিয়েছিলেন এবং এটিকে হিন্দুদের কাছে পবিত্র বলে দাবি করেছিলেন । তাঁরা এটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং শিবলিঙ্গটিকে ময়লা ও মৃত প্রাণীদের থেকে দূরে রাখার আবেদন জানান। শিবলিঙ্গটি মরা মাছের মধ্যে পড়েছিল, যা ভগবান শিবের ভক্তদের অনুভূতিতে আঘাত করেছিল বলে দাবি ছিল আবেদনকারীদের।

দেওয়ানি বিচারক কর্তৃক নিযুক্ত অ্যাডভোকেট কমিশনাররা জরিপ চলাকালীন প্রকৃতপক্ষে শিবলিঙ্গমটি একটি জলের ট্যাংকে পড়ে থাকতে দেখেন ৷ যেখানে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা 'ওজু' (নামাজ পড়ার আগে ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ) করছিল ৷ হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, "যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল তাই কেবল শীর্ষ আদালত এই বিষয়ে নির্দেশ দিতে পারত ।"

আরও পড়ুন:

  1. জ্ঞানবাপী নিয়ে মসজিদ কমিটির মামলা খারিজ এলাহাবাদ হাইকোর্টের
  2. জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক সমীক্ষায় বাড়তি সময় মঞ্জুর আদালতের
  3. আদালতের বাইরে আলোচনার নিষ্পত্তি সম্ভব নয়, জ্ঞানবাপী মামলায় স্পষ্ট হিন্দু পক্ষ
Last Updated : Jan 16, 2024, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.