নিউ দিল্লি, 12 এপ্রিল: দেশজুড়ে বাচ্চাদের হোমে কোভিড-19 সংক্রমণ সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ আজ বিচারপতি এল নাগেশ্বরা রাও, বিচারপতি বিনীত সরন আগামী সোমবার অবধি শুনানি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ৷ বিচারপতি সরনের কাছে এই মামলার জন্য প্রয়োজনীয় তথ্য নেই, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ এই মামলার সহযোগী অ্যাডভোকেট গৌরব আগরওয়াল অবশ্য নিশ্চিত করেছেন যে, এর মধ্যে তিনি সমস্ত তথ্য বিচারপতি বেঞ্চের কাছে পাঠিয়ে দেবেন ৷
আরও পড়ুন: 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার
এর আগে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সুপারিশ অনুযায়ী এই বিচারপতির বেঞ্চ প্রতিটি রাজ্য সরকারকে 30 দিনের মধ্যে হোমে বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে, তাদের বই, খাতা, পেন-সহ অন্যান্য জরুরি সামগ্রী পাঠিয়ে দিতে নির্দেশ দিয়েছিল ৷
এমনকি চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে বাচ্চাদের পড়ানোর জন্য যথেষ্ট সংখ্যক শিক্ষক-শিক্ষিকার নিয়োগের বিষয়টি নিশ্চিত করতেও বলেছিলেন তাঁরা ৷ কোভিড পরিস্থিতিতে চাইল্ড কেয়ার সংস্থাগুলিতে আবাসিক পড়ুয়াদের পড়াশোনার প্রয়োজনগুলি মেটাতেই এই নির্দেশ জারি ৷ এমনকি এই হোম থেকে যারা বাড়ি ফিরে গেছে, তাদের ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে বিচারপতিরা তাদেরও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার আদেশ দিয়েছিলেন রাজ্য সরকারগুলিকে ৷