হায়দরাবাদ, 17 নভেম্বর: স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় একাধিক শূন্যপদে শুরু হবে কর্মী নিয়োগ ৷ প্রায় 8 হাজার 283টি পদে কর্মী নিয়োগ হবে বলে ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে ৷ এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট 2023-এর ভ্যাকেন্সি অনুযায়ী নেওয়া হবে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট ও সেলস) ৷ শুক্রবার থেকেই শুরু হয়েছে আবেদন জমা দেওয়ার কর্মসূচী ৷
যে সকল কর্মপ্রার্থীরা এই চাকরির জন্য যোগ্য তাঁরা এসবিআই.কো.ইন সাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারেন ৷ 7 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন পত্র জমা দেওয়া যাবে বলে জানা গিয়েছে ৷ এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট 2023-এর প্রিলি-এক্সাম হবে 2024'র জানুয়ারিতে ৷ সেই পরীক্ষা পাশ করার পরেই বসা যাবে ফাইনাল পরীক্ষায়, যা হবে 2024 সালের ফেব্রুয়ারিতে ৷
যে কোনও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক পাশ করলেই চাকরির এই পরীক্ষায় বসা যাবে বলে জানা গিয়েছে ৷ চাকরিপ্রার্থীর বয়স হতে হবে 20 বছরের উর্ধ্বে এবং 28 বছরের কম ৷
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
- প্রথমেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অফিসিয়াল ওয়েবসাইট এসবিআই.কো.ইন লগইন করুন ৷
- রেজিস্ট্রেশন লিঙ্ক-এ ক্লিক করুন ৷ এবার শূন্যস্থানে নিজের তথ্য পূরণ করে নিজের নাম রেজিস্টার করুন ৷
- তারপর নিজের আইডি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আসার পর বিস্তারিত পড়ে দেখুন ৷ ডাউনলোড করার অপশন থাকলে ডাউনলোড করুন ৷
- এরপর নিজেদের ব্যক্তিগত তথ্য, পড়াশোনার তথ্য-সহ বাকি কিছু ফিলআপ করুন ৷
- এরপর নিজের ছবি, সব ডকুমেন্টস, সিগনেচার স্ক্যান করে আপলোড করুন ৷
- এরপর জমা করুন অ্যাপ্লিকেশন ফি ৷
- আবেদন করা হয়ে গেলে পেজটি সেভ করে রেখে দিন ও একটা হার্ড কপি বের করে নিন ৷
মূলত এই পরীক্ষার আবেদন ফি হিসাবে জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জমা দিতে হবে 750 টাকা ৷ কিন্তু এসসি, এসটি, ইএসএম, ডিইএসএম, পিডব্লুউবিডি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না ৷
আরও পড়ুন:
1. বিয়েতে লাখ টাকা, মহিলাদের 10 গ্রাম সোনার প্রতিশ্রুতি ; তেলেঙ্গানার ভোটে কংগ্রেস যেন কল্পতরু
2. বঙ্গে বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক্স মাস্ট, প্রশংসিত সরকারের সিদ্ধান্ত
3. প্রি-ম্যাচিয়োর শিশুর সংখ্যা বৃদ্ধিতে অনেকাংশে দায়ী হবু মায়ের জীবনধারা, পড়ুন বিশেষজ্ঞের সাক্ষাৎকার