দিল্লি, 12 ফেব্রুয়ারি : তুষার ধসের কারণে ‘ভয়ঙ্কর’ এক হ্রদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডে৷ উচ্চমাত্রার উপগ্রহ চিত্র থেকে এই বিষয়টি সামনে এসেছে৷ তুষার ধসের ফলে তৈরি হওয়া ধ্বংসস্তূপের জন্যই এই হ্রদ তৈরি হয়েছে৷ এতে আটকে পড়ছে ঋষিগঙ্গা নদী৷ এর ফলে আরও একটি বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ যদিও ডিআরডিও, এনডিআরএফ ও উদ্ধার কাজে জড়িত পরবর্তী বিপর্যয় এড়ানোর পরিকল্পনা করতে শুরু করেছে৷
এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানান, ওই হ্রদ এলাকায় দল পাঠানো হয়েছে৷ পাশাপাশি চপারে আকাশপথে ও ড্রোনের মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ করছে৷ উপর থেকে ভিডিও তোলা হয়েছে৷ ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে কৃত্রিম যে হ্রদ তৈরি হয়েছে, তার আকার একটি ফুটবল মাঠের তিনগুন৷ এদিকে যে হ্রদ তৈরি হয়েছে, তাতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের দেওয়াল বরাবর জলস্তর বাড়ছে৷ এতে আবার বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
আরও পড়ুন : ধসে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কেন্দ্র-উত্তরাখণ্ড সরকারের, চলছে উদ্ধারকাজ
গত রবিবার, 7 ফেব্রুয়ারি হিমবাহ ভেঙে ঘটনাটি ঘটে৷ এতে বহু মানুষের মৃত্যু হয়৷ প্রায় 200 জন নিখোঁজ৷ ঋষিগঙ্গা নদী যে পথে গিয়েছে সেই পথেই রয়েছে তপোবন সুড়ঙ্গ৷ সেখানেই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত৷ সেখানে কর্মরত অনেকের খবর নেই৷ তাঁরা তপোবন সুড়ঙ্গে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে৷ সুড়ঙ্গ পরিষ্কার করে তাদের উদ্ধার করার কাজ চলছিল৷ কিন্তু বৃহস্পতিবার থেকে তা বন্ধ হয়ে রয়েছে৷ কারণ, নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নতুন দুর্ঘটনার আশঙ্কা করে উদ্ধার কাজ বন্ধ করা হয়৷