ETV Bharat / bharat

Sashi Slams Modi : ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর ‘ও মিত্রোঁ’, কটাক্ষ শশীর - Latest News on BJP

টুইটারে নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor Slams PM Narendra Modi) ৷ তিনি লিখেছেন, ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর হল ‘ও মিত্রোঁ’ ৷

sashi tharoor tweets o mitron is dangerous than omicron
Sashi Slams Modi : ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর ‘ও মিত্রোঁ’, কটাক্ষ শশীর
author img

By

Published : Jan 31, 2022, 1:47 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor Slams PM Narendra Modi) ৷ তাঁর কথায়, ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর হল ‘ও মিত্রোঁ’ (Sashi Tharoor Tweets O Mitron is Dangerous than Omicron) ৷

এক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভাষণ চলাকালীন ‘মিত্রোঁ‘ শব্দটি বারবার ব্যবহার করতে দেখা গিয়েছে ৷ 2016-র 8 নভেম্বর নোটবন্দির ঘোষণার পর মোদির ভাষণে ‘মিত্রোঁ’ ব্যবহারের বিষয়টি ভাইরাল হয়ে যায় ৷ এখন অবশ্য মোদির মুখে এই শব্দের ব্যবহার খুব বেশি শোনা যায় না ৷ তবে বিজেপি নেতারা এটির প্রয়োগ করেন বিভিন্ন সভা-সমাবেশে ৷

ফলে শশী থারুরের আক্রমণের নিশানা যে প্রধানমন্ত্রী, তা স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ কারণ, ওই টুইটের পরবর্তী অংশে তাঁর যা বক্তব্য, তা মিলে যাচ্ছে কংগ্রেস বা অন্য বিরোধীদের বিজেপিকে আক্রমণের ভাষার সঙ্গে ৷

sashi tharoor tweets o mitron is dangerous than omicron
শশী থারুরের টুইট

টুইটের পরবর্তী অংশে শশী লিখেছেন, ‘‘চড়া মেরুকরণ, ঘৃণা ও ধর্মান্ধতার প্রচার, সংবিধানের উপর প্রতারণামূলক আক্রমণ এবং আমাদের গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে পরেরটির (ও মিত্রোঁ) পরিণতি আমরা প্রতিদিন পরিমাপ করছি ।’’ এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘এই ভাইরাসের (ও মিত্রোঁ) কোনও ‘মৃদু রূপ’ নেই ।’’

আরও পড়ুন : Sashi Tharoor-Narendra Modi : হকির গোলরক্ষক শ্রীজেশের প্রসঙ্গ টেনে মোদিকে আক্রমণ থারুরের

কলকাতা, 31 জানুয়ারি : নাম না-করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor Slams PM Narendra Modi) ৷ তাঁর কথায়, ওমিক্রনের থেকেও ভয়ঙ্কর হল ‘ও মিত্রোঁ’ (Sashi Tharoor Tweets O Mitron is Dangerous than Omicron) ৷

এক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভাষণ চলাকালীন ‘মিত্রোঁ‘ শব্দটি বারবার ব্যবহার করতে দেখা গিয়েছে ৷ 2016-র 8 নভেম্বর নোটবন্দির ঘোষণার পর মোদির ভাষণে ‘মিত্রোঁ’ ব্যবহারের বিষয়টি ভাইরাল হয়ে যায় ৷ এখন অবশ্য মোদির মুখে এই শব্দের ব্যবহার খুব বেশি শোনা যায় না ৷ তবে বিজেপি নেতারা এটির প্রয়োগ করেন বিভিন্ন সভা-সমাবেশে ৷

ফলে শশী থারুরের আক্রমণের নিশানা যে প্রধানমন্ত্রী, তা স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ কারণ, ওই টুইটের পরবর্তী অংশে তাঁর যা বক্তব্য, তা মিলে যাচ্ছে কংগ্রেস বা অন্য বিরোধীদের বিজেপিকে আক্রমণের ভাষার সঙ্গে ৷

sashi tharoor tweets o mitron is dangerous than omicron
শশী থারুরের টুইট

টুইটের পরবর্তী অংশে শশী লিখেছেন, ‘‘চড়া মেরুকরণ, ঘৃণা ও ধর্মান্ধতার প্রচার, সংবিধানের উপর প্রতারণামূলক আক্রমণ এবং আমাদের গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে পরেরটির (ও মিত্রোঁ) পরিণতি আমরা প্রতিদিন পরিমাপ করছি ।’’ এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘এই ভাইরাসের (ও মিত্রোঁ) কোনও ‘মৃদু রূপ’ নেই ।’’

আরও পড়ুন : Sashi Tharoor-Narendra Modi : হকির গোলরক্ষক শ্রীজেশের প্রসঙ্গ টেনে মোদিকে আক্রমণ থারুরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.