বেনারস, 13 জুলাই : গঙ্গার জলের করোনা ভাইরাস নেই তো ? এই ভয়টাই প্রায় সবার মনে ঘোরাফেরা করছিল বিগত বেশ কিছুদিন ধরে । সম্প্রতি যেভাবে একের পর এক লাশ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে, তাতে ভয়টা আরও গেঁথে গিয়েছে । অনেকেই সন্দেহ করেছিলেন, এই দেহগুলি করোনায় মৃতদের নয় তো ? ভয়টা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে অনেক পূন্যার্থী গঙ্গার জল স্পর্শ করতেও পিছিয়ে আসছেন ।
তবে তাঁদেরকে কিছুটা হলেও স্বস্তি দেবে এই খবর । সম্প্রতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও লখনউয়ের বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেসের তরফে এই বিষয় নিয়ে গবেষণা চালানো হয় । তাতে দেখা গিয়েছে, বেনারসের গঙ্গা সংক্রমণমুক্ত । তবে গোমতী নদীতে মিলেছে করোনা ভাইরাসের হদিশ ।
গবেষণার অংশ হিসেবে বেনারসের বিভিন্ন জায়গা থেকে চার সপ্তাহ ধরে গঙ্গাজলের নমুনা সংগ্রহ করা হয় । সেই জলের নমুনাগুলিকে আরটিপিসিআর পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবরেটরিতে । একমাস ধরে টানা এই গবেষণা চালানোর পর পর্যবেক্ষণ, গঙ্গার জলে করোনার হদিশ নেই । তবে গোমতী নদীর জলে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে ।
বীরবল সাহনি ইনস্টিটিউট অফ প্যালিওসায়েন্সেসের অধ্যাপক চিকিৎসক নীরজ রাইয়ের সঙ্গে এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "গঙ্গার জলে বেশ কয়েক ধরনের ব্যাকটেরিয়ার হদিশ মিলেছে । এই ব্যাকটেরিয়াগুলির ভাইরাসকে করার ক্ষমতা রয়েছে । সেই কারণেই করোনা ভাইরাসের কোনও চিহ্ন পাওয়া যায়নি গঙ্গার জলে ।"
আরও পড়ুন : Delta Variant : ডেল্টা ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কার্যকর হতে পারে স্পুটনিক ভি
একই বিষয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাণবিদ্যা বিভাগের অধ্যাপক জ্ঞানেশ্বর চৌবে বলেন, "যেখানে জলের স্রোত রয়েছে, কিংবা যেখানে জল জমে রয়েছে... দু'রকম জায়গা থেকেই জলের নমুনা সংগ্রহ করা হয়েছে । সম্প্রতি যখন গঙ্গায় একের পর এক দেহ ভেসে আসছিল, তখন গঙ্গা পার্শ্ববর্তী এলাকাগুলিতে যাঁরা বাস করেন, তাঁদের মনে ভয় ধরে গিয়েছিল । সেই কারণেই আমরা এই গবেষণার সিদ্ধান্ত নিই । গোমতীর জলের নমুনায় ভাইরাসের হদিশ পাওয়া গেলেও গঙ্গার জলে কোনও সংক্রমণ পাওয়া যায়নি ।"
তবে গঙ্গার জলে কেন করোনা ভাইরাসের কোনও হদিশ পাওয়া গেল না, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে আসতে চাইছেন না জ্ঞানেশ্বর চৌবে । এতগুলি দেহ ভেসে আসার পরেও কেন করোনা ভাইরাসের কোনও চিহ্ন নেই গঙ্গার জলে, তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার আছে বলে মনে করছেন তিনি ।