ETV Bharat / bharat

Same Sex Marriage Legalisation: বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট

বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) সমলিঙ্গে বিয়েতে স্বীকৃতির দাবি জানিয়ে আবেদন করেছেন সমপ্রেমী পুরুষ যুগল (Same Sex Marriage Legalisation)৷ সেই মামলায় কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks response from center)৷

Same sex marriage legalization: Supreme Court seeks response from center on PILs by gay couples
বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানাতে চাইল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Nov 25, 2022, 3:49 PM IST

Updated : Nov 25, 2022, 4:07 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) সমলিঙ্গে বিবাহকে (Same Sex Marriage Legalisation) স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সমপ্রেমী পুরুষ যুগল ৷ সেই মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks response from center)৷ অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ৷

হায়দরাবাদে বসবাসকারী দুই সমপ্রেমী সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং তাঁদের পিটিশনে বলেছেন যে, বিশেষ বিবাহ আইনের আওতায় নিজের পছন্দের কারওকে বিয়ে করার অধিকার এলজিবিটিকিউ প্লাস নাগরিকদেরও থাকা উচিত ৷ সুপ্রিয় এবং অভয়ের সম্পর্ক প্রায় 10 বছরের । তাঁরা দুজনেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং যখন তাঁরা সুস্থ হয়ে ওঠেন, তখন তাঁরা তাঁদের সম্পর্ক উদযাপনের জন্য তাঁদের নবম বার্ষিকীতে একটি 'বিবাহ-তথা-প্রতিশ্রুতি' অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন । 2021 সালের ডিসেম্বরে তাঁদের একটি প্রতিশ্রুতি অনুষ্ঠান ছিল যেখানে তাঁদের বাবা-মা, পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন । তবে এত কিছু সত্ত্বেও তাঁরা বিবাহিত দম্পতির অধিকার ভোগ করতে পারছেন না বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে । আবেদনকারীদের যুক্তি, দেশের সুপ্রিম কোর্ট সর্বদা ভিন্ন জাতে পছন্দমতো বিয়ের অধিকার রক্ষা করেছে ৷ এই সাংবিধানিক সফরের ধারাবাহিকতা রক্ষা করা উচিত সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে ৷

আরও পড়ুন: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

পিটিশনগুলি নভতেজ সিং জোহর মামলায় শীর্ষ আদালতের রায়ের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে ৷ সেই রায়ে 377 ধারা, যা সমকামিতাকে অপরাধী হিসেবে গণ্য করে, তাকে অসাংবিধানিক হিসাবে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট । এটাও দাবি করা হয়েছে যে পুট্টস্বামী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে, এলজিবিটিকিউ প্লাস ব্যক্তিরা অন্যান্য সকল নাগরিকের মতো সংবিধান দ্বারা রক্ষিত সমতা, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার উপভোগ করবেন ।

এ ছাড়াও সমপ্রেমী দম্পতি পার্থ ফিরোজ মেহরোত্রা এবং উদয় রাজও সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি চেয়ে পিটিশন দাখিল করেছেন ৷

নয়াদিল্লি, 25 নভেম্বর: স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) সমলিঙ্গে বিবাহকে (Same Sex Marriage Legalisation) স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সমপ্রেমী পুরুষ যুগল ৷ সেই মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks response from center)৷ অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ৷

হায়দরাবাদে বসবাসকারী দুই সমপ্রেমী সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং তাঁদের পিটিশনে বলেছেন যে, বিশেষ বিবাহ আইনের আওতায় নিজের পছন্দের কারওকে বিয়ে করার অধিকার এলজিবিটিকিউ প্লাস নাগরিকদেরও থাকা উচিত ৷ সুপ্রিয় এবং অভয়ের সম্পর্ক প্রায় 10 বছরের । তাঁরা দুজনেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং যখন তাঁরা সুস্থ হয়ে ওঠেন, তখন তাঁরা তাঁদের সম্পর্ক উদযাপনের জন্য তাঁদের নবম বার্ষিকীতে একটি 'বিবাহ-তথা-প্রতিশ্রুতি' অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন । 2021 সালের ডিসেম্বরে তাঁদের একটি প্রতিশ্রুতি অনুষ্ঠান ছিল যেখানে তাঁদের বাবা-মা, পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন । তবে এত কিছু সত্ত্বেও তাঁরা বিবাহিত দম্পতির অধিকার ভোগ করতে পারছেন না বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে । আবেদনকারীদের যুক্তি, দেশের সুপ্রিম কোর্ট সর্বদা ভিন্ন জাতে পছন্দমতো বিয়ের অধিকার রক্ষা করেছে ৷ এই সাংবিধানিক সফরের ধারাবাহিকতা রক্ষা করা উচিত সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে ৷

আরও পড়ুন: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

পিটিশনগুলি নভতেজ সিং জোহর মামলায় শীর্ষ আদালতের রায়ের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে ৷ সেই রায়ে 377 ধারা, যা সমকামিতাকে অপরাধী হিসেবে গণ্য করে, তাকে অসাংবিধানিক হিসাবে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট । এটাও দাবি করা হয়েছে যে পুট্টস্বামী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে, এলজিবিটিকিউ প্লাস ব্যক্তিরা অন্যান্য সকল নাগরিকের মতো সংবিধান দ্বারা রক্ষিত সমতা, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার উপভোগ করবেন ।

এ ছাড়াও সমপ্রেমী দম্পতি পার্থ ফিরোজ মেহরোত্রা এবং উদয় রাজও সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি চেয়ে পিটিশন দাখিল করেছেন ৷

Last Updated : Nov 25, 2022, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.