ETV Bharat / bharat

Same Sex Marriage Legalisation: বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট - সমকামী সম্পর্ক

বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) সমলিঙ্গে বিয়েতে স্বীকৃতির দাবি জানিয়ে আবেদন করেছেন সমপ্রেমী পুরুষ যুগল (Same Sex Marriage Legalisation)৷ সেই মামলায় কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks response from center)৷

Same sex marriage legalization: Supreme Court seeks response from center on PILs by gay couples
বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানাতে চাইল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Nov 25, 2022, 3:49 PM IST

Updated : Nov 25, 2022, 4:07 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) সমলিঙ্গে বিবাহকে (Same Sex Marriage Legalisation) স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সমপ্রেমী পুরুষ যুগল ৷ সেই মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks response from center)৷ অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ৷

হায়দরাবাদে বসবাসকারী দুই সমপ্রেমী সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং তাঁদের পিটিশনে বলেছেন যে, বিশেষ বিবাহ আইনের আওতায় নিজের পছন্দের কারওকে বিয়ে করার অধিকার এলজিবিটিকিউ প্লাস নাগরিকদেরও থাকা উচিত ৷ সুপ্রিয় এবং অভয়ের সম্পর্ক প্রায় 10 বছরের । তাঁরা দুজনেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং যখন তাঁরা সুস্থ হয়ে ওঠেন, তখন তাঁরা তাঁদের সম্পর্ক উদযাপনের জন্য তাঁদের নবম বার্ষিকীতে একটি 'বিবাহ-তথা-প্রতিশ্রুতি' অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন । 2021 সালের ডিসেম্বরে তাঁদের একটি প্রতিশ্রুতি অনুষ্ঠান ছিল যেখানে তাঁদের বাবা-মা, পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন । তবে এত কিছু সত্ত্বেও তাঁরা বিবাহিত দম্পতির অধিকার ভোগ করতে পারছেন না বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে । আবেদনকারীদের যুক্তি, দেশের সুপ্রিম কোর্ট সর্বদা ভিন্ন জাতে পছন্দমতো বিয়ের অধিকার রক্ষা করেছে ৷ এই সাংবিধানিক সফরের ধারাবাহিকতা রক্ষা করা উচিত সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে ৷

আরও পড়ুন: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

পিটিশনগুলি নভতেজ সিং জোহর মামলায় শীর্ষ আদালতের রায়ের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে ৷ সেই রায়ে 377 ধারা, যা সমকামিতাকে অপরাধী হিসেবে গণ্য করে, তাকে অসাংবিধানিক হিসাবে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট । এটাও দাবি করা হয়েছে যে পুট্টস্বামী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে, এলজিবিটিকিউ প্লাস ব্যক্তিরা অন্যান্য সকল নাগরিকের মতো সংবিধান দ্বারা রক্ষিত সমতা, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার উপভোগ করবেন ।

এ ছাড়াও সমপ্রেমী দম্পতি পার্থ ফিরোজ মেহরোত্রা এবং উদয় রাজও সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি চেয়ে পিটিশন দাখিল করেছেন ৷

নয়াদিল্লি, 25 নভেম্বর: স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনে (Special Marriage Act) সমলিঙ্গে বিবাহকে (Same Sex Marriage Legalisation) স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সমপ্রেমী পুরুষ যুগল ৷ সেই মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়ে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks response from center)৷ অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানিকে চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ৷

হায়দরাবাদে বসবাসকারী দুই সমপ্রেমী সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় ডাং তাঁদের পিটিশনে বলেছেন যে, বিশেষ বিবাহ আইনের আওতায় নিজের পছন্দের কারওকে বিয়ে করার অধিকার এলজিবিটিকিউ প্লাস নাগরিকদেরও থাকা উচিত ৷ সুপ্রিয় এবং অভয়ের সম্পর্ক প্রায় 10 বছরের । তাঁরা দুজনেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং যখন তাঁরা সুস্থ হয়ে ওঠেন, তখন তাঁরা তাঁদের সম্পর্ক উদযাপনের জন্য তাঁদের নবম বার্ষিকীতে একটি 'বিবাহ-তথা-প্রতিশ্রুতি' অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন । 2021 সালের ডিসেম্বরে তাঁদের একটি প্রতিশ্রুতি অনুষ্ঠান ছিল যেখানে তাঁদের বাবা-মা, পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন । তবে এত কিছু সত্ত্বেও তাঁরা বিবাহিত দম্পতির অধিকার ভোগ করতে পারছেন না বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে । আবেদনকারীদের যুক্তি, দেশের সুপ্রিম কোর্ট সর্বদা ভিন্ন জাতে পছন্দমতো বিয়ের অধিকার রক্ষা করেছে ৷ এই সাংবিধানিক সফরের ধারাবাহিকতা রক্ষা করা উচিত সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে ৷

আরও পড়ুন: সমকামী হিসেবে নিজের পরিচয় দিলেন রুশ টেনিস তারকা দারিয়া কাসাতকিনা, সোচ্চার হলেন সমকামিতা বিরোধী আইন নিয়ে

পিটিশনগুলি নভতেজ সিং জোহর মামলায় শীর্ষ আদালতের রায়ের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে ৷ সেই রায়ে 377 ধারা, যা সমকামিতাকে অপরাধী হিসেবে গণ্য করে, তাকে অসাংবিধানিক হিসাবে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট । এটাও দাবি করা হয়েছে যে পুট্টস্বামী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে, এলজিবিটিকিউ প্লাস ব্যক্তিরা অন্যান্য সকল নাগরিকের মতো সংবিধান দ্বারা রক্ষিত সমতা, মর্যাদা এবং গোপনীয়তার অধিকার উপভোগ করবেন ।

এ ছাড়াও সমপ্রেমী দম্পতি পার্থ ফিরোজ মেহরোত্রা এবং উদয় রাজও সমলিঙ্গে বিবাহের স্বীকৃতি চেয়ে পিটিশন দাখিল করেছেন ৷

Last Updated : Nov 25, 2022, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.