আমেদাবাদ, 9 ডিসেম্বর: গণতন্ত্র এখন ধ্বংসের মুখে (Democracy remains to be in shambles)৷ জামিনে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাতে ফের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেলের (Saket Gokhale) গ্রেফতারির ঘটনায় এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তিনি একহাত নিয়েছেন গুজরাতের নির্বাচন কমিশনকেও ৷
শুক্রবার টুইটে অভিষেক লিখেছেন, "গত তিন দিনের মধ্যে গুজরাত পুলিশ সাকেত গোখেলকে দু বার গ্রেফতার করেছে, তাও এখনও আদর্শ আচরণবিধি বহাল রয়েছে ! নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে ৷ ক্রমাগত তারা বিজেপির অনুগত হিসাবে কাজ করে চলেছে ৷ গণতন্ত্র ধ্বংসের মুখে রয়েছে !"
-
Gujarat Police arrests @SaketGokhale twice in a span of three days, that too with the Model Code of Conduct still being in place!
— Abhishek Banerjee (@abhishekaitc) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Election Commission remains completely surrendered, continuously acting as a subservient to @BJP4India.
Democracy remains to be in shambles!
">Gujarat Police arrests @SaketGokhale twice in a span of three days, that too with the Model Code of Conduct still being in place!
— Abhishek Banerjee (@abhishekaitc) December 9, 2022
Election Commission remains completely surrendered, continuously acting as a subservient to @BJP4India.
Democracy remains to be in shambles!Gujarat Police arrests @SaketGokhale twice in a span of three days, that too with the Model Code of Conduct still being in place!
— Abhishek Banerjee (@abhishekaitc) December 9, 2022
Election Commission remains completely surrendered, continuously acting as a subservient to @BJP4India.
Democracy remains to be in shambles!
এ দিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, এর বিরুদ্ধে তীব্র লড়াই চলবে ৷ তৃণমূলের প্রতিনিধি দল (AITC delegation goes to Gujarat) মোরবির পথে রওনা দিয়েছে ৷ আজই আমেদাবাদ হাইকোর্টে সাকেত গোখেলের (Saket Gokhale Arrested) জামিনের দাবিতে আবেদন জানানো হবে ৷
আরও পড়ুন: জামিন পাওয়ার পরে ফের গ্রেফতার সাকেত, প্রতিবাদে মোদি-রাজ্যে যাচ্ছেন তৃণমূল সাংসদরা
শুক্রবার আমেদাবাদে তৃণমূল প্রতিনিধি দলের পৌঁছনোর ছবি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ৷ সেখানেই দলের তরফে লেখা হয়েছে, "সব স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আমাদের নির্ভীক যুদ্ধ অব্যাহত আছে...আমাদের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে সত্যি কথা বলার মূল্য দিতে হচ্ছে ৷ কিন্তু আমরা লড়াই করব । তৃণমূলের প্রতিনিধি দল মরবির পথে রওনা দিয়েছে । আমেদাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করা হবে ৷"
-
Our FEARLESS BATTLE against all autocratic forces continue...
— All India Trinamool Congress (@AITCofficial) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our National Spokesperson @SaketGokhale is paying the price for speaking the truth but we will FIGHT.
AITC delegation is on the way to Morbi.
Bail petition to be submitted to Ahmedabad High Court pic.twitter.com/xqc0Uj8Xw3
">Our FEARLESS BATTLE against all autocratic forces continue...
— All India Trinamool Congress (@AITCofficial) December 9, 2022
Our National Spokesperson @SaketGokhale is paying the price for speaking the truth but we will FIGHT.
AITC delegation is on the way to Morbi.
Bail petition to be submitted to Ahmedabad High Court pic.twitter.com/xqc0Uj8Xw3Our FEARLESS BATTLE against all autocratic forces continue...
— All India Trinamool Congress (@AITCofficial) December 9, 2022
Our National Spokesperson @SaketGokhale is paying the price for speaking the truth but we will FIGHT.
AITC delegation is on the way to Morbi.
Bail petition to be submitted to Ahmedabad High Court pic.twitter.com/xqc0Uj8Xw3
বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে । তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করা হয় । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ টুইটে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন লেখেন, আমেদাবাদের সাইবার পিএস থেকে বের হয়ে যাওয়ার সময়, নোটিশ/ওয়ারেন্ট ছাড়াই পুলিশ সাকেতকে ফের গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যায় । এর আগে সোমবার মধ্যরাতে সাকেতকে প্রথমে আটক ও পরে তাঁকে গ্রেফতার করেছিল আমেদাবাদ পুলিশ (Saket Gokhale arrested) ৷
উল্লেখ্য, সাকেতের বিরুদ্ধে অভিযোগ, মোরবি সেতুর বিপর্যয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে আমেদাবাদে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ এরপরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷