হায়দরাবাদ : ছিল বিড়াল ! হয়ে গেল ব্ল্যাক প্যান্থার ৷ কোনও জাদুবলে নয়, বাস্তবিকই ঘটেছে এমনটা ৷ নিশ্চয় ভাবছেন, এটা কি করে সম্ভব ৷ তবে আসুন খোলসা করে বলা যাক পুরো বিষয়টা ৷ আশ্চর্য এই ঘটনা ঘটেছে এক রুশ মহিলার সঙ্গে ৷ বিড়াল ভেবে রাস্তা থেকে এক ব্ল্যাক প্যান্থারের বাচ্চাকে ঘরে নিয়ে এসেছিলেন ওই তরুণী ৷ সেই প্রাণীটিকে যত্ন করে বড় করছিলেন ৷ কয়েকমাস যেতেই ভুল ভাঙল পশুপ্রেমী ওই মহিলার ৷ বুঝতে পারলেন এতদিন বিড়াল ছানা ভেবে যে পোষ্য়টিকে বড় করেছেন সেটি আসলে একটি ব্ল্যাক প্যান্থারের শাবক ৷
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি তাঁর প্রিয় পোষ্য় কুকুরের সঙ্গে ব্ল্যাক প্যান্থার ছানাটির খেলার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ রাশিয়া নিবাসী পশুপ্রেমী ওই মহিলা উল্লেখ করেন, একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই দেখেন রাস্তার উপর অচেতন অবস্থায় বিড়ালের মতো দেখতে একটি প্রাণী পড়ে রয়েছে ৷ দেখামাত্রই ওই প্রাণীটিকে উদ্ধার করে তিনি তাঁর বাড়িতে নিয়ে যান ৷ তাঁর পোষা কুকুরের সঙ্গেই সেটিকে যত্নে লালন-পালন করতে শুরু করেন ৷ বিড়ালের মতোই সেটির যত্ন করেন ৷ তবে কয়েকমাস পরেই ভুল ভাঙে ৷ মহিলা বুঝতে পারেন যাকে এতদিন বিড়াল ভেবে পালন করেছেন সেটি আসলে একটি ব্ল্যাক প্য়ান্থার ৷
যদিও বিষয়টি বুঝতে পেরে এক পা-ও পিছিয়ে যাননি তিনি ৷ বরং প্রাণীটিকে নিজের কাছে রেখে স্নেহের সঙ্গেই বড় করছেন ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বাড়ির আনাচে-কানাচে মহানন্দে পোষ্য় কুকুরের সঙ্গে খেলে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থারের ছানাটি ৷ কুকুরের সঙ্গে খেলার সময় কখনও ঝোপের আড়ালে লুকিয়ে পড়ছে প্যান্থার ছানাটি ৷
আরও পড়ুন: রাস্তা পার হচ্ছে ব্ল্যাক প্যান্থার, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
এই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর প্রাশংসা কুড়িয়েছে নেটিজেনদের । ভিডিয়োটি দেখে ফেলেছেন লক্ষাধিক মানুষ। রাশিয়ান মহিলার সঙ্গে তার পোষা কুকুর এবং ব্ল্যাক প্যান্থারের বন্ধুত্বের সম্পর্ক ঈর্ষার কারণ অনেকের কাছেই ৷ বর্তমানে রুশ মহিলার অ্যাকাউন্টটি 35 লক্ষ মানুষ ফলো করছেন ।