ETV Bharat / bharat

Kapil Sibal: সাত-তারা সংসদ ভবনে ঘৃণার নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, কটাক্ষ কপিল সিবালের - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Kapil Sibal slams BJP Government: রাজ্যসভার সাংসদ কপিল সিবাল শনিবার বিজেপির লোকসভা সদস্য রমেশ বিধুরির লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন ৷ তাঁর কথায়, সাত-তারা সংসদ ভবনে ‘ঘৃণার’ নতুন সংস্কৃতির উদ্বোধন হতে দেখলেন ।

Kapil Sibal
Kapil Sibal
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 12:54 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: অধিবেশন চলাকালীন লোকসভায় এক বিজেপি সাংসদের বিরুদ্ধে অন্য এক সংখ্যালঘু সাংসদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে শনিবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবাল ৷ তাঁর কটাক্ষ, সংসদের সাত-তারা ভবনের উদ্বোধনে ঘৃণার নতুন সংস্কৃতি তৈরি হল ৷

বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনার সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি) সদস্য দানিশ আলিকে লক্ষ্য করে বিজেপি সাংসদ রমেশ বিধুরি কিছু অবমাননাকর মন্তব্য করেন ৷ সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনীতিতে ৷ বিরোধীরা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ৷ ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেছে ৷ বিজেপির তরফেও ওই সাংসদের কাছ থেকে এই নিয়ে জবাব তলব করা হয়েছে ৷

কিন্তু কপিল সিবাল এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন নীরব সেই প্রশ্ন তুলেছেন ৷ এ দিন এই নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, "সাত তারা বিশিষ্ট সংসদ ভবনে 'ঘৃণা'র নতুন সংস্কৃতির উদ্বোধন হতে দেখলাম ৷"

  • Ramesh Bidhuri (BJP) MP in Parliament called :

    Danish Ali (BSP) MP :

    Bhadwa (pimp)
    Katwa (circumcised one)
    Mullah Ugrwadi (Muslim terrorist)
    Atankwadi (Terrorist)

    PM : silent
    HM : silent

    The 7 star edifice saw the new culture of “hate” being inaugurated in Parliament !

    — Kapil Sibal (@KapilSibal) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশন হয় ৷ এই অধিবেশনের প্রথম দিন অনুষ্ঠিত হয় সংসদের পুরনো ভবনে ৷ তার পরদিন সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের পরই সাংসদরা নতুন ভবনে যান ৷ তার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সেখানে বসে ৷ পরের তিনদিনও নতুন ভবনে বসেছে অধিবেশন ৷ এবার থেকে নতুন ভবন থেকেই সংসদের সব কাজ হবে ৷ পুরনো ভবনের নাম হবে সংবিধান সদন ৷

মঙ্গলবার লোকসভায় নারীশক্তি বন্ধন অধিনিয়ম 2023 পেশ করা হয় ৷ এই বিলের মাধ্যমে আইনসভায় মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণ করা হবে ৷ বৃহস্পতিবার এই বিল নিয়ে আলোচনা হয় ও তা পাশ করানো হয় ৷ বৃহস্পতিবার চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনা করা হয় ৷ সেই আলোচনায় অংশ নিয়েই বিজেপি সাংসদ রমেশ বিধুরি এই বিতর্কিত মন্তব্য করে বসেন ৷

ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন ওই বিজেপি সাংসদকে ৷ ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ অন্যদিকে দানিশ আলি দাবি করেছেন, তাঁকে উদ্দেশ্য করে করা এই মন্তব্যের জন্য ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করবেন ৷

দানিশ আলির দল বহুজন সমাজ পার্টি বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটে নেই ৷ তার পরও তাঁর পাশে দাঁড়িয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা ৷ তাঁদের দাবি, বিদ্বেষমূলক কথা বলেছেন রমেশ বিধুরি ৷ তাই এই বিষয়টিকে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে হবে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: অধিবেশন চলাকালীন লোকসভায় এক বিজেপি সাংসদের বিরুদ্ধে অন্য এক সংখ্যালঘু সাংসদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে শনিবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ কপিল সিবাল ৷ তাঁর কটাক্ষ, সংসদের সাত-তারা ভবনের উদ্বোধনে ঘৃণার নতুন সংস্কৃতি তৈরি হল ৷

বৃহস্পতিবার লোকসভায় চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনার সময় বহুজন সমাজ পার্টি (বিএসপি) সদস্য দানিশ আলিকে লক্ষ্য করে বিজেপি সাংসদ রমেশ বিধুরি কিছু অবমাননাকর মন্তব্য করেন ৷ সেই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে দেশের রাজনীতিতে ৷ বিরোধীরা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ৷ ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেছে ৷ বিজেপির তরফেও ওই সাংসদের কাছ থেকে এই নিয়ে জবাব তলব করা হয়েছে ৷

কিন্তু কপিল সিবাল এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন নীরব সেই প্রশ্ন তুলেছেন ৷ এ দিন এই নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, "সাত তারা বিশিষ্ট সংসদ ভবনে 'ঘৃণা'র নতুন সংস্কৃতির উদ্বোধন হতে দেখলাম ৷"

  • Ramesh Bidhuri (BJP) MP in Parliament called :

    Danish Ali (BSP) MP :

    Bhadwa (pimp)
    Katwa (circumcised one)
    Mullah Ugrwadi (Muslim terrorist)
    Atankwadi (Terrorist)

    PM : silent
    HM : silent

    The 7 star edifice saw the new culture of “hate” being inaugurated in Parliament !

    — Kapil Sibal (@KapilSibal) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশন হয় ৷ এই অধিবেশনের প্রথম দিন অনুষ্ঠিত হয় সংসদের পুরনো ভবনে ৷ তার পরদিন সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের পরই সাংসদরা নতুন ভবনে যান ৷ তার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সেখানে বসে ৷ পরের তিনদিনও নতুন ভবনে বসেছে অধিবেশন ৷ এবার থেকে নতুন ভবন থেকেই সংসদের সব কাজ হবে ৷ পুরনো ভবনের নাম হবে সংবিধান সদন ৷

মঙ্গলবার লোকসভায় নারীশক্তি বন্ধন অধিনিয়ম 2023 পেশ করা হয় ৷ এই বিলের মাধ্যমে আইনসভায় মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণ করা হবে ৷ বৃহস্পতিবার এই বিল নিয়ে আলোচনা হয় ও তা পাশ করানো হয় ৷ বৃহস্পতিবার চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আলোচনা করা হয় ৷ সেই আলোচনায় অংশ নিয়েই বিজেপি সাংসদ রমেশ বিধুরি এই বিতর্কিত মন্তব্য করে বসেন ৷

ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন ওই বিজেপি সাংসদকে ৷ ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ অন্যদিকে দানিশ আলি দাবি করেছেন, তাঁকে উদ্দেশ্য করে করা এই মন্তব্যের জন্য ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করবেন ৷

দানিশ আলির দল বহুজন সমাজ পার্টি বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটে নেই ৷ তার পরও তাঁর পাশে দাঁড়িয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা ৷ তাঁদের দাবি, বিদ্বেষমূলক কথা বলেছেন রমেশ বিধুরি ৷ তাই এই বিষয়টিকে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে হবে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.