ETV Bharat / bharat

Defence Allocation in Budget: প্রতিরক্ষায় বরাদ্দ হওয়া 5.94 লক্ষ কোটির বাজেটকে অপর্যাপ্ত বললেন জেনারেল মালিক - কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য 5.94 লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রতিক্রিয়া দিয়েছেন জেনারেল বেদপ্রকাশ মালিক (General Malik) ৷ ইটিভি ভারত-এর সৌরভ শর্মার সঙ্গে কথা বলার সময় তিনি এই প্রতিক্রিয়া দেন ৷

Defence Budget Allocation
Defence Budget Allocation
author img

By

Published : Feb 1, 2023, 7:16 PM IST

Updated : Feb 1, 2023, 7:55 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: গত বছরের বরাদ্দ 5.25 লক্ষ কোটি থেকে 2023-24 আর্থিক বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট (Defence Ministry in Union Budget) বাড়িয়ে 5.94 লক্ষ কোটি টাকা করা হয়েছে ৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (FM Nirmala Sitharaman) সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটে নতুন অস্ত্র, বিমান, যুদ্ধজাহাজ ও অন্যান্য সামরিক হার্ডওয়্যার কেনার জন্য মূলধন ব্যয় মোট 1.62 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

2022-23 অর্থবর্ষের জন্য মূলধন ব্যয়ে (Capital Expenditure) বাজেটের বরাদ্দ ছিল 1.52 লক্ষ কোটি টাকা৷ কিন্তু সংশোধিত হিসেবে সেই ব্যয় দেখানো হয়েছে 1.50 লক্ষ কোটি টাকা । 2023-24 বাজেটের নথি অনুসারে, রাজস্ব ব্যয়ের জন্য 2 লক্ষ 70 হাজার 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যার মধ্যে বেতন প্রদান ও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে ।

2022-23 সালে রাজস্ব ব্যয়ের (Revenue Expenditure) বাজেট বরাদ্দ ছিল 2 লক্ষ 39 হাজার কোটি টাকা । 2023-24 সালের বাজেটে, প্রতিরক্ষা মন্ত্রকের (অসামরিক) জন্য মূলধন ব্যয় ধরা হয়েছে 8 হাজার 774 কোটি টাকা ও মূলধন ব্যয়ের অধীনে 13 হাজার 837 কোটি টাকা আলাদা করা হয়েছে । প্রতিরক্ষা পেনশনের জন্য আলাদা পরিমাণ 1 লক্ষ 38 হাজার 205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । পেনশনের জন্য ব্যয়-সহ মোট রাজস্ব ব্যয় অনুমান করা হয়েছে 4 লক্ষ 22 হাজার 162 কোটি টাকা । বাজেট অনুযায়ী, মোট প্রতিরক্ষা বাজেট হতে চলেছে 5 লক্ষ 93 হাজার 537.64 কোটি টাকা ।

প্রতিরক্ষা বাজেটের প্রতিক্রিয়ায় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক (General VP Malik) ন্যূনতম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি বলেন, ‘‘এটা আশ্চর্যজনক যে সীমান্তে, বিশেষত উত্তর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়া সত্ত্বেও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2023 সালের বাজেট পেশ করার সময় প্রতিরক্ষা বরাদ্দের কথাও উল্লেখ করেননি ৷ যা আমাদের মোট বাজেটের একটি বড় অংশ ।’’

জেনারেল মালিক 1997 থেকে 2000 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর 19তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কার্গিল যুদ্ধের সময় তিনি সেনাপ্রধান ছিলেন । বুধবার বাজেট ঘোষণার পর ইটিভি ভারতকে তিনি একথা জানান । 2023 সালের বাজেট অনুসারে, ভারতের প্রতিরক্ষা বাজেট এইবার 5.94 লক্ষ কোটি টাকা, যেখানে গতবার এটি ছিল প্রায় 5.25 লক্ষ কোটি টাকা । 69,000 টাকা বৃদ্ধি করা হয়েছে৷ গত বছরের বাজেটের তুলনায় একটি কম বেড়েছে বরাদ্দ ৷

এই বিষয়ে জেনারেল ভিপি মালিক বলেন, "যদিও সামান্য বৃদ্ধিকে স্বাগত জানাই ৷ তবে আমি মনে করি যে বৃদ্ধি খুবই ন্যূনতম এবং আমাদের সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত নয় । এছাড়াও, ঘাটতি কী, তা কেউ জানে না । চাহিদা অনুযায়ী গত বছর ঘাটতি ছিল প্রায় 25 শতাংশ ।" তিনি আরও বলেন, "এখানে একটি অর্থ কমিশন-সহ 'নন-ল্যাপসেবল ফান্ড'-এর কোনও উল্লেখ নেই, যা বারবার সুপারিশ করা হয়েছে ৷’’

প্রসঙ্গত, 5.96 লক্ষ কোটি টাকার মোট বাজেটের মধ্যে 1.62 লক্ষ কোটি টাকা নতুন সামরিক সরঞ্জাম যেমন যুদ্ধবিমান, সাবমেরিন, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা হবে । গত বছরের 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দের তুলনায় এটি 6.7 শতাংশ বৃদ্ধি । এর একটি ভালো অংশ প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতার জন্য ব্যবহার করা হবে ।

জেনারেল ভিপি মালিক আরও বলেন, "যদিও আমরা দেখতে পাচ্ছি যে বরাদ্দ কিছু বৃদ্ধি হয়েছে ৷ কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকিয়ে, আমি মনে করি এই বৃদ্ধি খুবই কম এবং আমাদের নিরাপত্তা সংস্থাকে কোনও উৎসাহ দিতে পারবে না ।"

আরও পড়ুন: ঘরোয়া উড়ানের ভোল বদলাতে নির্মলার দাওয়াই 50 বিমানবন্দর, হেলিপ্যাড ও এয়ারোড্রোম

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: গত বছরের বরাদ্দ 5.25 লক্ষ কোটি থেকে 2023-24 আর্থিক বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট (Defence Ministry in Union Budget) বাড়িয়ে 5.94 লক্ষ কোটি টাকা করা হয়েছে ৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (FM Nirmala Sitharaman) সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেটে নতুন অস্ত্র, বিমান, যুদ্ধজাহাজ ও অন্যান্য সামরিক হার্ডওয়্যার কেনার জন্য মূলধন ব্যয় মোট 1.62 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।

2022-23 অর্থবর্ষের জন্য মূলধন ব্যয়ে (Capital Expenditure) বাজেটের বরাদ্দ ছিল 1.52 লক্ষ কোটি টাকা৷ কিন্তু সংশোধিত হিসেবে সেই ব্যয় দেখানো হয়েছে 1.50 লক্ষ কোটি টাকা । 2023-24 বাজেটের নথি অনুসারে, রাজস্ব ব্যয়ের জন্য 2 লক্ষ 70 হাজার 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যার মধ্যে বেতন প্রদান ও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে ।

2022-23 সালে রাজস্ব ব্যয়ের (Revenue Expenditure) বাজেট বরাদ্দ ছিল 2 লক্ষ 39 হাজার কোটি টাকা । 2023-24 সালের বাজেটে, প্রতিরক্ষা মন্ত্রকের (অসামরিক) জন্য মূলধন ব্যয় ধরা হয়েছে 8 হাজার 774 কোটি টাকা ও মূলধন ব্যয়ের অধীনে 13 হাজার 837 কোটি টাকা আলাদা করা হয়েছে । প্রতিরক্ষা পেনশনের জন্য আলাদা পরিমাণ 1 লক্ষ 38 হাজার 205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । পেনশনের জন্য ব্যয়-সহ মোট রাজস্ব ব্যয় অনুমান করা হয়েছে 4 লক্ষ 22 হাজার 162 কোটি টাকা । বাজেট অনুযায়ী, মোট প্রতিরক্ষা বাজেট হতে চলেছে 5 লক্ষ 93 হাজার 537.64 কোটি টাকা ।

প্রতিরক্ষা বাজেটের প্রতিক্রিয়ায় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক (General VP Malik) ন্যূনতম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । তিনি বলেন, ‘‘এটা আশ্চর্যজনক যে সীমান্তে, বিশেষত উত্তর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়া সত্ত্বেও, কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2023 সালের বাজেট পেশ করার সময় প্রতিরক্ষা বরাদ্দের কথাও উল্লেখ করেননি ৷ যা আমাদের মোট বাজেটের একটি বড় অংশ ।’’

জেনারেল মালিক 1997 থেকে 2000 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর 19তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কার্গিল যুদ্ধের সময় তিনি সেনাপ্রধান ছিলেন । বুধবার বাজেট ঘোষণার পর ইটিভি ভারতকে তিনি একথা জানান । 2023 সালের বাজেট অনুসারে, ভারতের প্রতিরক্ষা বাজেট এইবার 5.94 লক্ষ কোটি টাকা, যেখানে গতবার এটি ছিল প্রায় 5.25 লক্ষ কোটি টাকা । 69,000 টাকা বৃদ্ধি করা হয়েছে৷ গত বছরের বাজেটের তুলনায় একটি কম বেড়েছে বরাদ্দ ৷

এই বিষয়ে জেনারেল ভিপি মালিক বলেন, "যদিও সামান্য বৃদ্ধিকে স্বাগত জানাই ৷ তবে আমি মনে করি যে বৃদ্ধি খুবই ন্যূনতম এবং আমাদের সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত নয় । এছাড়াও, ঘাটতি কী, তা কেউ জানে না । চাহিদা অনুযায়ী গত বছর ঘাটতি ছিল প্রায় 25 শতাংশ ।" তিনি আরও বলেন, "এখানে একটি অর্থ কমিশন-সহ 'নন-ল্যাপসেবল ফান্ড'-এর কোনও উল্লেখ নেই, যা বারবার সুপারিশ করা হয়েছে ৷’’

প্রসঙ্গত, 5.96 লক্ষ কোটি টাকার মোট বাজেটের মধ্যে 1.62 লক্ষ কোটি টাকা নতুন সামরিক সরঞ্জাম যেমন যুদ্ধবিমান, সাবমেরিন, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা হবে । গত বছরের 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দের তুলনায় এটি 6.7 শতাংশ বৃদ্ধি । এর একটি ভালো অংশ প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতার জন্য ব্যবহার করা হবে ।

জেনারেল ভিপি মালিক আরও বলেন, "যদিও আমরা দেখতে পাচ্ছি যে বরাদ্দ কিছু বৃদ্ধি হয়েছে ৷ কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকিয়ে, আমি মনে করি এই বৃদ্ধি খুবই কম এবং আমাদের নিরাপত্তা সংস্থাকে কোনও উৎসাহ দিতে পারবে না ।"

আরও পড়ুন: ঘরোয়া উড়ানের ভোল বদলাতে নির্মলার দাওয়াই 50 বিমানবন্দর, হেলিপ্যাড ও এয়ারোড্রোম

Last Updated : Feb 1, 2023, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.