ETV Bharat / bharat

Second Highest GST Collection : নভেম্বরে ভাঁড়ারে এল 1.31 লক্ষ কোটি, দ্বিতীয় সর্বাধিক জিএসটি আদায় সরকারের - পণ্য ও পরিষেবা কর

নভেম্বর মাসে জিএসটি (GST) বাবদ সরকারের ভাঁড়ারে এল 1.31 লক্ষ কোটি ৷ 2017 সালের 1 জুলাই জিএসটি কার্যকর হওয়ার পর থেকে এই পরিমাণ দ্বিতীয় সর্বাধিক ৷ গত বছরের তুলনায় আদায় বেড়েছে 25 শতাংশ ৷

rs 1.31 lakh crore gst collection in november, second highest since implementation
Second Highest GST Collection : নভেম্বরে ভাঁড়াতে এল 1.31 লক্ষ কোটি, দ্বিতীয় সর্বাধিক জিএসটি আদায় সরকারের
author img

By

Published : Dec 1, 2021, 8:46 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর : নভেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) বা জিএসটি (GST) সংগ্রহের পরিমাণ বাড়ল 25 শতাংশ (গত বছরের তুলনায়) ৷ 2021 সালের শেষ লগ্নে এসে নভেম্বরে জিএসটি হিসাবে আদায় হল 1.31 লক্ষ কোটি টাকা ৷ ভারতে জিএসটি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই পরিমাণ দ্বিতীয় সর্বাধিক (Second Highest) ৷ দেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, এই তথ্যই তার প্রমাণ ৷ বুধবার এমনই দাবি করেছে অর্থ মন্ত্রক ৷ তারা জানিয়েছে, এই নিয়ে পরপর পাঁচ মাসে 1 লক্ষ কোটি টাকার উপর জিএসটি আদায় করা হল ৷

আরও পড়ুন : GST compensation cess : জিএসটি ক্ষতিপূরণে সেসের মেয়াদ বাড়ানোর দাবিতে সরব অবিজেপি রাজ্যগুলি

এদিন এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে অর্থ মন্ত্রক ৷ তাতে বলা হয়েছে, ‘‘2021 সালের নভেম্বর মাসে সামগ্রিকভাবে 1 লক্ষ 31 হাজার 526 কোটি টাকা জিএসটি হিসাবে আদায় করা হয়েছে ৷ এর মধ্যে কেন্দ্রের (CGST) সংগ্রহের পরিমাণ 23 হাজার 978 কোটি টাকা ৷ রাজ্য (SGST) আদায় করেছে 31 হাজার 127 কোটি টাকা ৷ এছাড়াও 66 হাজার 815 কোটি টাকার আইজিএসটি (Integrated Goods and Services Tax) এবং 9 হাজার 606 কোটি টাকার সেস আদায় করা হয়েছে ৷

তথ্য বলছে, গত বছরের নভেম্বর মাসের তুলনায় এবছরের নভেম্বর মাসে আদায় হওয়া জিএসটি-র পরিমাণ 25 শতাংশ বেশি ৷ গত বছর নভেম্বর মাসে 1.05 লক্ষ কোটি জিএসটি আদায় হয়েছিল ৷ আর 2019 সালের নভেম্বর মাসের নিরিখে বিচার করলে গত মাসে আদায় হওয়া জিএসটি-র পরিমাণ 27 শতাংশ বেশি ৷

আরও পড়ুন : GST Council : ঘুরপথে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাদের জিএসটির আওতায় আনার সুপারিশ

এর আগে চলতি বছরেরই অক্টোবর মাসে আদায় হওয়া জিএসটি-র পরিমাণ ছিল 1 লক্ষ 30 হাজার 127 কোটি টাকা ৷ আর এপ্রিল মাসে এই পরিমাণটাই ছিল সর্বাধিক ৷ আদায় করা হয়েছিল 1 লক্ষ 39 হাজার 708 কোটি টাকার জিএসটি ৷ ওয়াকিবহাল মহলের দাবি, কর কাঠামোয় পরিবর্তন হওয়াতেই জিএসটি আদায়ের পরিমাণ বেড়েছে ৷ প্রসঙ্গত, বিভিন্ন রকমের করদানের প্রক্রিয়াকে একত্রিত করে এক ছাতার তলায় আনতেই 2017 সালের 1 জুলাই থেকে জিএসটি কার্যকর করে কেন্দ্রীয় সরকার ৷ এই বিষয়ে বিরোধীদের নানা আপত্তি থাকলেও সরকারের দাবি, দেশের অর্থনীতির হাল ফেরাতেই এই পদক্ষেপ করেছে তারা ৷

নয়াদিল্লি, 1 ডিসেম্বর : নভেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) বা জিএসটি (GST) সংগ্রহের পরিমাণ বাড়ল 25 শতাংশ (গত বছরের তুলনায়) ৷ 2021 সালের শেষ লগ্নে এসে নভেম্বরে জিএসটি হিসাবে আদায় হল 1.31 লক্ষ কোটি টাকা ৷ ভারতে জিএসটি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই পরিমাণ দ্বিতীয় সর্বাধিক (Second Highest) ৷ দেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, এই তথ্যই তার প্রমাণ ৷ বুধবার এমনই দাবি করেছে অর্থ মন্ত্রক ৷ তারা জানিয়েছে, এই নিয়ে পরপর পাঁচ মাসে 1 লক্ষ কোটি টাকার উপর জিএসটি আদায় করা হল ৷

আরও পড়ুন : GST compensation cess : জিএসটি ক্ষতিপূরণে সেসের মেয়াদ বাড়ানোর দাবিতে সরব অবিজেপি রাজ্যগুলি

এদিন এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে অর্থ মন্ত্রক ৷ তাতে বলা হয়েছে, ‘‘2021 সালের নভেম্বর মাসে সামগ্রিকভাবে 1 লক্ষ 31 হাজার 526 কোটি টাকা জিএসটি হিসাবে আদায় করা হয়েছে ৷ এর মধ্যে কেন্দ্রের (CGST) সংগ্রহের পরিমাণ 23 হাজার 978 কোটি টাকা ৷ রাজ্য (SGST) আদায় করেছে 31 হাজার 127 কোটি টাকা ৷ এছাড়াও 66 হাজার 815 কোটি টাকার আইজিএসটি (Integrated Goods and Services Tax) এবং 9 হাজার 606 কোটি টাকার সেস আদায় করা হয়েছে ৷

তথ্য বলছে, গত বছরের নভেম্বর মাসের তুলনায় এবছরের নভেম্বর মাসে আদায় হওয়া জিএসটি-র পরিমাণ 25 শতাংশ বেশি ৷ গত বছর নভেম্বর মাসে 1.05 লক্ষ কোটি জিএসটি আদায় হয়েছিল ৷ আর 2019 সালের নভেম্বর মাসের নিরিখে বিচার করলে গত মাসে আদায় হওয়া জিএসটি-র পরিমাণ 27 শতাংশ বেশি ৷

আরও পড়ুন : GST Council : ঘুরপথে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাদের জিএসটির আওতায় আনার সুপারিশ

এর আগে চলতি বছরেরই অক্টোবর মাসে আদায় হওয়া জিএসটি-র পরিমাণ ছিল 1 লক্ষ 30 হাজার 127 কোটি টাকা ৷ আর এপ্রিল মাসে এই পরিমাণটাই ছিল সর্বাধিক ৷ আদায় করা হয়েছিল 1 লক্ষ 39 হাজার 708 কোটি টাকার জিএসটি ৷ ওয়াকিবহাল মহলের দাবি, কর কাঠামোয় পরিবর্তন হওয়াতেই জিএসটি আদায়ের পরিমাণ বেড়েছে ৷ প্রসঙ্গত, বিভিন্ন রকমের করদানের প্রক্রিয়াকে একত্রিত করে এক ছাতার তলায় আনতেই 2017 সালের 1 জুলাই থেকে জিএসটি কার্যকর করে কেন্দ্রীয় সরকার ৷ এই বিষয়ে বিরোধীদের নানা আপত্তি থাকলেও সরকারের দাবি, দেশের অর্থনীতির হাল ফেরাতেই এই পদক্ষেপ করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.