ETV Bharat / bharat

ED Raid on Lalu Prasad Yadav family: লালুর পরিবারে ইডি'র অভিযান, উদ্ধার 1 কোটি নগদ ও বিপুল সোনা - সোনা উদ্ধার

দুর্নীতির তদন্তে নেমে লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যদের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালাল ইডি (ED Raid on Lalu Prasad Yadav family) ৷ উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা ও হিসাব বহির্ভূত নগদ 1 কোটি টাকা (Rs 1 Crore Cash Seized) ৷

Rs 1 Crore Cash and huge amount of Gold Seized during ED Raid on Lalu Prasad Yadav family
বিপাকে লালু প্রসাদ যাদবের পরিবার
author img

By

Published : Mar 11, 2023, 8:35 PM IST

Updated : Mar 11, 2023, 11:09 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ: লালু প্রসাদ যাদবের পরিবারে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল এনফোর্সট ডিরেক্টোরেট (ED Raid on Lalu Prasad Yadav family)! ইডি-র তরফে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে ৷ এই অভিযানে নগদ প্রায় 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে (Rs 1 Crore Cash Seized) ৷ যা হিসাব বহির্ভূত বলে জানিয়েছে ইডি সূত্র ৷ সেইসঙ্গে, 600 কোটি টাকার দুর্নীতিরও হদিশ পাওয়া গিয়েছে ! নিয়োগ দুর্নীতি এবং রেলের জমি কেলেঙ্কারির তদন্তে নেমে লালুর পরিবারে অভিযান চালিয়েছে ইডি ৷ তাদের তদন্তপ্রক্রিয়া এখনও জারি আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেক্ষেত্রে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের ব়্যাডারে রয়েছেন সেইসব মানুষ, যাঁরা লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আত্মীয় বা তাঁদের বিশেষ পরিচিত ৷ শুক্রবার এই আত্মীয়দেরই বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালায় ইডি ৷ একসঙ্গে অসংখ্য় জায়গায় চলে তল্লাশি অভিযান ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ উদ্ধার হয় প্রচুর গয়না ও নগদ টাকা ৷

শুক্রবারের এই অভিযানের পর ইডি-র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই তল্লাশি অভিযানে হিসাব বহির্ভূত নগদ 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে ৷ একইসঙ্গে বেশ কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে ৷ যার মধ্য়ে রয়েছে 1 হাজার 900 মার্কিন ডলার ৷ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে 540 গ্রাম ৷ দেড় কিলোগ্রামের বেশি সোনায় গয়না পাওয়া গিয়েছে ৷ উদ্ধার হওয়া এই গয়নার বাজারদর প্রায় 1 কোটি 25 লক্ষ টাকা ৷ এছাড়াও, পাওয়া গিয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ৷ যার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় অবস্থিত বহু জমির দলিল এবং জমি কেনাবেচার নথি ৷ এই নথিপত্র দেখে বেআইনি লেনদেনের আশঙ্কা করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে, প্রায় 600 কোটি টাকার আর্থিক দুর্নীতি করা হয়েছে ৷" একইসঙ্গে, বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকার লেনদেনের মধ্যেও বহু কারচুপি খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি ৷

আরও পড়ুন: তেজস্বীকে সিবিআই তলব নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

ইডি-র দাবি, লালু যখন রেলমন্ত্রী ছিলেন, তখন থেকে এই দুর্নীতির সূত্রপাত হয় ৷ বিহারের রাজধানী পটনা-সহ বহু জায়গায় রেলের জমি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে ৷ এইসব দখল করেছেন লালুর পরিবারের সদস্যরা ৷ এমনকী, বহু ক্ষেত্রে জমির বিনিময়ে রেলে বেআইনি নিয়োগ করা হয়েছে ! ইডি-র আরও দাবি, লালুর পরিবারের বিভিন্ন সদস্যের দখলে থাকা এইসব জমির বর্তমান বাজারদর 200 কোটি টাকারও বেশি ৷

নয়াদিল্লি, 11 মার্চ: লালু প্রসাদ যাদবের পরিবারে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল এনফোর্সট ডিরেক্টোরেট (ED Raid on Lalu Prasad Yadav family)! ইডি-র তরফে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে ৷ এই অভিযানে নগদ প্রায় 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে (Rs 1 Crore Cash Seized) ৷ যা হিসাব বহির্ভূত বলে জানিয়েছে ইডি সূত্র ৷ সেইসঙ্গে, 600 কোটি টাকার দুর্নীতিরও হদিশ পাওয়া গিয়েছে ! নিয়োগ দুর্নীতি এবং রেলের জমি কেলেঙ্কারির তদন্তে নেমে লালুর পরিবারে অভিযান চালিয়েছে ইডি ৷ তাদের তদন্তপ্রক্রিয়া এখনও জারি আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেক্ষেত্রে আরও অনেক তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের ব়্যাডারে রয়েছেন সেইসব মানুষ, যাঁরা লালু প্রসাদ যাদব এবং তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আত্মীয় বা তাঁদের বিশেষ পরিচিত ৷ শুক্রবার এই আত্মীয়দেরই বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালায় ইডি ৷ একসঙ্গে অসংখ্য় জায়গায় চলে তল্লাশি অভিযান ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ উদ্ধার হয় প্রচুর গয়না ও নগদ টাকা ৷

শুক্রবারের এই অভিযানের পর ইডি-র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই তল্লাশি অভিযানে হিসাব বহির্ভূত নগদ 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে ৷ একইসঙ্গে বেশ কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গিয়েছে ৷ যার মধ্য়ে রয়েছে 1 হাজার 900 মার্কিন ডলার ৷ সোনার বিস্কুট উদ্ধার হয়েছে 540 গ্রাম ৷ দেড় কিলোগ্রামের বেশি সোনায় গয়না পাওয়া গিয়েছে ৷ উদ্ধার হওয়া এই গয়নার বাজারদর প্রায় 1 কোটি 25 লক্ষ টাকা ৷ এছাড়াও, পাওয়া গিয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ৷ যার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গায় অবস্থিত বহু জমির দলিল এবং জমি কেনাবেচার নথি ৷ এই নথিপত্র দেখে বেআইনি লেনদেনের আশঙ্কা করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে, প্রায় 600 কোটি টাকার আর্থিক দুর্নীতি করা হয়েছে ৷" একইসঙ্গে, বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের টাকার লেনদেনের মধ্যেও বহু কারচুপি খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি ৷

আরও পড়ুন: তেজস্বীকে সিবিআই তলব নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

ইডি-র দাবি, লালু যখন রেলমন্ত্রী ছিলেন, তখন থেকে এই দুর্নীতির সূত্রপাত হয় ৷ বিহারের রাজধানী পটনা-সহ বহু জায়গায় রেলের জমি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে ৷ এইসব দখল করেছেন লালুর পরিবারের সদস্যরা ৷ এমনকী, বহু ক্ষেত্রে জমির বিনিময়ে রেলে বেআইনি নিয়োগ করা হয়েছে ! ইডি-র আরও দাবি, লালুর পরিবারের বিভিন্ন সদস্যের দখলে থাকা এইসব জমির বর্তমান বাজারদর 200 কোটি টাকারও বেশি ৷

Last Updated : Mar 11, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.