ETV Bharat / bharat

Kharge Remarks Row: ক্ষমা চাইবেন না, 'কুকুর' ও 'বিড়াল' বিতর্কে নিজের অবস্থানেই অনড় খাড়গে - মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্য

সোমবার রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে (Kharge Remarks Row)৷ বলেছিলেন, দেশের জন্য বিজেপির কোনও কুকুরের প্রাণ যায়নি ৷ তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

ETV Bharat
mallika arjun kharge in LS
author img

By

Published : Dec 20, 2022, 8:46 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (congress president Mallikarjun Kharge) 'কুকুর' ও 'বিড়াল' মন্তব্যের জেরে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা (Row in Parliament over Kharge remarks) ৷ রাজস্থানের আলওয়ারে তাঁর করা মন্তব্যের আঁচ এদিন পৌঁছয় নয়াদিল্লিতে সংসদের অন্দরে ৷ যদিও শাসক শিবির বিজেপি সাংসদদের দাবির মধ্যেও ক্ষমা চাইতে রাজি হননি কংগ্রেস সভাপতি (Kharge Remarks Row) ৷

খাড়গে এদিন নিজের পক্ষে যুক্তি দিয়ে জানান, তাঁর যে মন্তব্যগুলি নিয়ে কেন্দ্রের শাসক দলের এত আপত্তি তিনি তা সংসদের ভিতরে বলেননি, বলেছেন সংসদের বাইরে ৷ তাই এই বিষয়টি সংসদে আলোচনার প্রয়োজন পড়ে না ৷ মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও রাজি হননি তিনি ৷ তাঁর কথায়, "আমি রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে যা বলেছি তা সংসদের বাইরে বলেছি ৷ সেটা আমার রাজনৈতিক বক্তব্য ৷ বিষয়টি এখানে আলোচিত হওয়ার প্রয়োজন নেই ৷

দ্বিতীয়ত, আমি এখনও বলছি স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনও ভূমিকা ছিল না ৷ দেশের জন্য যাঁরা নিজেদের প্রাণ দিয়েছেন আপনারা তাঁদের থেকে ক্ষমা চাইছেন ! বিজেপি অভিযোগ করছে আমরা ভারত তোড়ো যাত্রা করছি, কিন্তু ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধি দেশের জন্য প্রাণ দিয়েছেন ৷ আপনাদের দিক থেকে কে দেশের জন্য বলিদান দিয়েছেন ?"

আরও পড়ুন: 'সকাল 11টায় মদ্যপান করে সংসদে আসতেন', লোকসভায় বেনজির আক্রমণের মুখে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান

উল্লেখ্য, সোমবার রাজস্থানে খাড়গে (Mallikarjun Kharge) বলেছিলেন, দেশের জন্য সর্বদা সামনে থেকে লড়াই করেছে কংগ্রেস, অংশ নিয়েছে স্বাধীনতা সংগ্রামে ৷ কিন্তু বিজেপির একটি কুকুরেরও প্রাণ যায়নি দেশের হয়ে সংগ্রামে ৷ একই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি সরকার সিংহের মতো কথা বলে আর কাজ করে বিড়ালের মতো ৷" তাঁর এই দুই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (congress president Mallikarjun Kharge) 'কুকুর' ও 'বিড়াল' মন্তব্যের জেরে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা (Row in Parliament over Kharge remarks) ৷ রাজস্থানের আলওয়ারে তাঁর করা মন্তব্যের আঁচ এদিন পৌঁছয় নয়াদিল্লিতে সংসদের অন্দরে ৷ যদিও শাসক শিবির বিজেপি সাংসদদের দাবির মধ্যেও ক্ষমা চাইতে রাজি হননি কংগ্রেস সভাপতি (Kharge Remarks Row) ৷

খাড়গে এদিন নিজের পক্ষে যুক্তি দিয়ে জানান, তাঁর যে মন্তব্যগুলি নিয়ে কেন্দ্রের শাসক দলের এত আপত্তি তিনি তা সংসদের ভিতরে বলেননি, বলেছেন সংসদের বাইরে ৷ তাই এই বিষয়টি সংসদে আলোচনার প্রয়োজন পড়ে না ৷ মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও রাজি হননি তিনি ৷ তাঁর কথায়, "আমি রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে যা বলেছি তা সংসদের বাইরে বলেছি ৷ সেটা আমার রাজনৈতিক বক্তব্য ৷ বিষয়টি এখানে আলোচিত হওয়ার প্রয়োজন নেই ৷

দ্বিতীয়ত, আমি এখনও বলছি স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনও ভূমিকা ছিল না ৷ দেশের জন্য যাঁরা নিজেদের প্রাণ দিয়েছেন আপনারা তাঁদের থেকে ক্ষমা চাইছেন ! বিজেপি অভিযোগ করছে আমরা ভারত তোড়ো যাত্রা করছি, কিন্তু ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধি দেশের জন্য প্রাণ দিয়েছেন ৷ আপনাদের দিক থেকে কে দেশের জন্য বলিদান দিয়েছেন ?"

আরও পড়ুন: 'সকাল 11টায় মদ্যপান করে সংসদে আসতেন', লোকসভায় বেনজির আক্রমণের মুখে পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান

উল্লেখ্য, সোমবার রাজস্থানে খাড়গে (Mallikarjun Kharge) বলেছিলেন, দেশের জন্য সর্বদা সামনে থেকে লড়াই করেছে কংগ্রেস, অংশ নিয়েছে স্বাধীনতা সংগ্রামে ৷ কিন্তু বিজেপির একটি কুকুরেরও প্রাণ যায়নি দেশের হয়ে সংগ্রামে ৷ একই সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, "বিজেপি সরকার সিংহের মতো কথা বলে আর কাজ করে বিড়ালের মতো ৷" তাঁর এই দুই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.