নয়াদিল্লি, 25 মার্চ : তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলায় সাধারণ মানুষের বেঁচে থাকার মত পরিবেশ নেই ৷ অবিলম্বে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক ৷ এমনই দাবি করে বগটুই গ্রামে গণহত্যার নিন্দা জানাতে গিয়ে শুক্রবার সংসদে কান্নায় ভেঙে পড়লেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly breaks down in RS over Rampurhat Violence) ৷
এদিন সংসদে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, "বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন লাগু হোক ৷ অবাধে গণহত্যার ঘটনা ঘটছে সেখানে ৷ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে ৷" এরপর সোমবার রাতে জতুগৃহ বগটুই গ্রামে সাতজনের অগ্নিদদ্ধ হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় কান্নায় ভেঙে পড়েন বিজেপির অভিনেত্রী সাংসদ ৷
তাঁর অভিযোগ, "বাংলায় মানুষ কথা বলতে ভয় পাচ্ছে ৷ আর রাজ্য সরকার খুনিদের আড়াল করে চলেছে ৷ দেশে অন্য কোনও রাজ্যে এমন ঘটনা ঘটে না, যেখানে নির্বাচনে জিতে সরকার মানুষ খুন করে ৷" উল্লেখ্য, সোমবার বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর অনুগামীরা বগটুই গ্রামে একই পরিবারের 7 জনকে জীবন্ত পুড়িয়ে মারে ৷ পরে হাসপাতালে মত্যু হয় আরও একজনের ৷
আরও পড়ুন : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
পরে ফরেনসিক তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ প্রথমে কুপিয়ে খুন করার পর তারপরে দেহগুলিকে জ্বালানো হয় বলে অভিযোগ ৷ রাজ্য সরকার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করলেও শুক্রবার বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রামপুরহাট 1 ব্লকের তৃণমূলের প্রেসিডেন্ট আনারুল হোসেন ৷