ETV Bharat / bharat

Roopa Ganguly on Bagtui : বগটুই নিয়ে বিবৃতির মাঝে সংসদে কান্নায় ভাসলেন রূপা - বগটুই নিয়ে বিবৃতির মাঝে সংসদে কান্নায় ভাসলেন রুপা

রাজ্য সরকার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করলেও শুক্রবার বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷

Roopa Ganguly on Bagtui
বগটুই নিয়ে বিবৃতির মাঝে সংসদে কান্নায় ভাসলেন রুপা
author img

By

Published : Mar 25, 2022, 3:34 PM IST

Updated : Mar 25, 2022, 4:03 PM IST

নয়াদিল্লি, 25 মার্চ : তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলায় সাধারণ মানুষের বেঁচে থাকার মত পরিবেশ নেই ৷ অবিলম্বে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক ৷ এমনই দাবি করে বগটুই গ্রামে গণহত্যার নিন্দা জানাতে গিয়ে শুক্রবার সংসদে কান্নায় ভেঙে পড়লেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly breaks down in RS over Rampurhat Violence) ৷

এদিন সংসদে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, "বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন লাগু হোক ৷ অবাধে গণহত্যার ঘটনা ঘটছে সেখানে ৷ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে ৷" এরপর সোমবার রাতে জতুগৃহ বগটুই গ্রামে সাতজনের অগ্নিদদ্ধ হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় কান্নায় ভেঙে পড়েন বিজেপির অভিনেত্রী সাংসদ ৷

তাঁর অভিযোগ, "বাংলায় মানুষ কথা বলতে ভয় পাচ্ছে ৷ আর রাজ্য সরকার খুনিদের আড়াল করে চলেছে ৷ দেশে অন্য কোনও রাজ্যে এমন ঘটনা ঘটে না, যেখানে নির্বাচনে জিতে সরকার মানুষ খুন করে ৷" উল্লেখ্য, সোমবার বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর অনুগামীরা বগটুই গ্রামে একই পরিবারের 7 জনকে জীবন্ত পুড়িয়ে মারে ৷ পরে হাসপাতালে মত্যু হয় আরও একজনের ৷

আরও পড়ুন : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পরে ফরেনসিক তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ প্রথমে কুপিয়ে খুন করার পর তারপরে দেহগুলিকে জ্বালানো হয় বলে অভিযোগ ৷ রাজ্য সরকার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করলেও শুক্রবার বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রামপুরহাট 1 ব্লকের তৃণমূলের প্রেসিডেন্ট আনারুল হোসেন ৷

নয়াদিল্লি, 25 মার্চ : তৃণমূল কংগ্রেসের রাজত্বে বাংলায় সাধারণ মানুষের বেঁচে থাকার মত পরিবেশ নেই ৷ অবিলম্বে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক ৷ এমনই দাবি করে বগটুই গ্রামে গণহত্যার নিন্দা জানাতে গিয়ে শুক্রবার সংসদে কান্নায় ভেঙে পড়লেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly breaks down in RS over Rampurhat Violence) ৷

এদিন সংসদে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, "বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন লাগু হোক ৷ অবাধে গণহত্যার ঘটনা ঘটছে সেখানে ৷ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে ৷" এরপর সোমবার রাতে জতুগৃহ বগটুই গ্রামে সাতজনের অগ্নিদদ্ধ হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় কান্নায় ভেঙে পড়েন বিজেপির অভিনেত্রী সাংসদ ৷

তাঁর অভিযোগ, "বাংলায় মানুষ কথা বলতে ভয় পাচ্ছে ৷ আর রাজ্য সরকার খুনিদের আড়াল করে চলেছে ৷ দেশে অন্য কোনও রাজ্যে এমন ঘটনা ঘটে না, যেখানে নির্বাচনে জিতে সরকার মানুষ খুন করে ৷" উল্লেখ্য, সোমবার বীরভূমের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনার পর প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর অনুগামীরা বগটুই গ্রামে একই পরিবারের 7 জনকে জীবন্ত পুড়িয়ে মারে ৷ পরে হাসপাতালে মত্যু হয় আরও একজনের ৷

আরও পড়ুন : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

পরে ফরেনসিক তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ প্রথমে কুপিয়ে খুন করার পর তারপরে দেহগুলিকে জ্বালানো হয় বলে অভিযোগ ৷ রাজ্য সরকার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করলেও শুক্রবার বগটুই গণহত্যা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (HC orders CBI probe in Rampurhat Bagtui massacre in Birbhum) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রামপুরহাট 1 ব্লকের তৃণমূলের প্রেসিডেন্ট আনারুল হোসেন ৷

Last Updated : Mar 25, 2022, 4:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.