ETV Bharat / bharat

Robot Motor Boat: বারাণসীতে গঙ্গাকে স্বচ্ছ রাখবে রোবট নৌকা ! - যান্ত্রিক রোবট নৌকা

বারাণসীতে (Varanasi) গঙ্গা (Ganga) পরিষ্কারের কাজে ব্যবহার করা হবে যান্ত্রিক রোবট নৌকা (Robot Motor Boat) ৷ গত বৃহস্পতিবারই সফলভাবে শেষ হয়েছে ট্রায়াল ৷

Robot Motor Boat trial is successful to clean Ganga in Varanasi
Robot Motor Boat: বারাণসীতে গঙ্গাকে স্বচ্ছ রাখবে যান্ত্রিক রোবট নৌকা !
author img

By

Published : Dec 10, 2022, 9:22 PM IST

বারাণসী, 10 ডিসেম্বর: বারাণসীতে (Varanasi) গঙ্গা (Ganga) পরিষ্কার রাখা বরাবরই বড় চ্যালেঞ্জ ৷ কিন্তু, 2014 সাল থেকে এই বারাণসী লোকসভাকেন্দ্রেরই সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ আর তারপর থেকে এখানে গঙ্গাকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ অথচ, তারপরও গঙ্গায় চিতাভস্ম, ফুল, মালা, প্লাস্টিক ইত্যাদি ফেলা বন্ধ করা যায়নি ৷ যা ব্যাপকভাবে গঙ্গার স্বাস্থ্যহানি ঘটাচ্ছে ৷ এরই মধ্য়ে বারাণসীর গঙ্গাবঙ্গে একটি বিশেষ ধরনের অত্যাধুনিক ছোট নৌকা বা বোট চালানো হল ৷ যা সহজেই নদী থেকে আবর্জন সংগ্রহ করবে ৷ চালকবিহীন এই নৌকাকে বলা হচ্ছে যান্ত্রিক রোবট নৌকা (Robot Motor Boat) ৷

বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন স্থানীয় পৌর আধিকারিক ড. এনপি সিং ৷ ড. সিং এলাকার পৌর স্বাস্থ্য আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবেই এই নৌকা চালানো হয়েছে ৷ তবে, প্রাথমিক সেই পরীক্ষা সফল ৷ আগামী দিনে, অতি দ্রুত গঙ্গাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে এই যান্ত্রিক রোবট নৌকা ব্যবহার করা হবে ৷

আরও পড়ুন: 2017-21 আত্মঘাতী হয়েছেন 23 হাজারেরও বেশি কৃষক, রাজ্যসভায় জানালেন কৃষিমন্ত্রী

ড. সিং জানান, এর আগেও এই ধরনের একটি নৌকার সাহায্যে গঙ্গাবক্ষ পরিষ্কার করা হত ৷ কিন্তু, সেই নৌকা চালাতে চালকের প্রয়োজন ছিল ৷ নৌকাটি ব্যবহার করতে হলে সর্বক্ষণ ন্যূনতম একজনকে ওই নৌকায় থাকতেই হবে ৷ কিন্তু, যান্ত্রিক রোবট নৌকার ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই ৷ প্রসঙ্গত, আগে যে নৌকা গঙ্গা পরিষ্কারের কাজে ব্যবহার করা হত, সেটি আনা হয়েছিল গুজরাতের একটি সংস্থার কাছ থেকে ৷ সংশ্লিষ্ট নৌকটি আশিঘাট থেকে রাজঘাট পর্যন্ত চালানো হত ৷ এবং পথে যত আবর্জনা পড়ে থাকত, সেগুলি ওই নৌকায় সংগ্রহ করে রাখা হত ৷

নতুন নৌকাটির ক্ষেত্রে অত্য়াধুনিক স্বয়ংক্রিয় ক্য়ামেরা ব্যবহার করা হচ্ছে ৷ এই ক্যামেরাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দ্বারা নিয়ন্ত্রিত হবে ৷ এছাড়াও থাকছে ট্র্যাকিং ব্যবস্থা ৷ আগামী দিনে শুধুমাত্র গঙ্গা নয়, রাজ্যের অন্য়ান্য জলাশয়, পুকুর পরিষ্কার করতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পৌর স্বাস্থ্য আধিকারিক ৷

বারাণসী, 10 ডিসেম্বর: বারাণসীতে (Varanasi) গঙ্গা (Ganga) পরিষ্কার রাখা বরাবরই বড় চ্যালেঞ্জ ৷ কিন্তু, 2014 সাল থেকে এই বারাণসী লোকসভাকেন্দ্রেরই সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ আর তারপর থেকে এখানে গঙ্গাকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে ৷ অথচ, তারপরও গঙ্গায় চিতাভস্ম, ফুল, মালা, প্লাস্টিক ইত্যাদি ফেলা বন্ধ করা যায়নি ৷ যা ব্যাপকভাবে গঙ্গার স্বাস্থ্যহানি ঘটাচ্ছে ৷ এরই মধ্য়ে বারাণসীর গঙ্গাবঙ্গে একটি বিশেষ ধরনের অত্যাধুনিক ছোট নৌকা বা বোট চালানো হল ৷ যা সহজেই নদী থেকে আবর্জন সংগ্রহ করবে ৷ চালকবিহীন এই নৌকাকে বলা হচ্ছে যান্ত্রিক রোবট নৌকা (Robot Motor Boat) ৷

বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন স্থানীয় পৌর আধিকারিক ড. এনপি সিং ৷ ড. সিং এলাকার পৌর স্বাস্থ্য আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবেই এই নৌকা চালানো হয়েছে ৷ তবে, প্রাথমিক সেই পরীক্ষা সফল ৷ আগামী দিনে, অতি দ্রুত গঙ্গাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে এই যান্ত্রিক রোবট নৌকা ব্যবহার করা হবে ৷

আরও পড়ুন: 2017-21 আত্মঘাতী হয়েছেন 23 হাজারেরও বেশি কৃষক, রাজ্যসভায় জানালেন কৃষিমন্ত্রী

ড. সিং জানান, এর আগেও এই ধরনের একটি নৌকার সাহায্যে গঙ্গাবক্ষ পরিষ্কার করা হত ৷ কিন্তু, সেই নৌকা চালাতে চালকের প্রয়োজন ছিল ৷ নৌকাটি ব্যবহার করতে হলে সর্বক্ষণ ন্যূনতম একজনকে ওই নৌকায় থাকতেই হবে ৷ কিন্তু, যান্ত্রিক রোবট নৌকার ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নেই ৷ প্রসঙ্গত, আগে যে নৌকা গঙ্গা পরিষ্কারের কাজে ব্যবহার করা হত, সেটি আনা হয়েছিল গুজরাতের একটি সংস্থার কাছ থেকে ৷ সংশ্লিষ্ট নৌকটি আশিঘাট থেকে রাজঘাট পর্যন্ত চালানো হত ৷ এবং পথে যত আবর্জনা পড়ে থাকত, সেগুলি ওই নৌকায় সংগ্রহ করে রাখা হত ৷

নতুন নৌকাটির ক্ষেত্রে অত্য়াধুনিক স্বয়ংক্রিয় ক্য়ামেরা ব্যবহার করা হচ্ছে ৷ এই ক্যামেরাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দ্বারা নিয়ন্ত্রিত হবে ৷ এছাড়াও থাকছে ট্র্যাকিং ব্যবস্থা ৷ আগামী দিনে শুধুমাত্র গঙ্গা নয়, রাজ্যের অন্য়ান্য জলাশয়, পুকুর পরিষ্কার করতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পৌর স্বাস্থ্য আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.