ETV Bharat / bharat

Robert Vadra: ভোটে জিতে লোকসভার প্রতিনিধি হওয়া উচিত প্রিয়াঙ্কা গান্ধির, সওয়াল স্বামী রবার্টের - Lok Sabha Elections 2024

Robert Vadra says Priyanka Gandhi should go to Parliament: ভোটে জিতে লোকসভার প্রতিনিধি হওয়া উচিত প্রিয়াঙ্কা গান্ধির ৷ এমনটাই মনে করেন তাঁর স্বামী রবার্ট বঢরা ৷ উত্তরপ্রদেশের আমেঠি বা সুলতানপুর থেকে কংগ্রেসের এই নেত্রীর ভোটে লড়া উচিত বলে মনে করেন রবার্ট ৷

Robert Vadra
Robert Vadra
author img

By

Published : Aug 14, 2023, 5:08 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: 2019 সালের লোকসভা নির্বাচনের কিছু আগে সক্রিয় রাজনীতিতে নামেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু এখনও তিনি নির্বাচনী ময়দানে নামেননি ৷ তাঁর স্বামী রবার্ট বঢরা মনে করেন যে 2024 সালের লোকসভা নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত প্রিয়াঙ্কার ৷ সোনিয়া-তনয়া লোকসভার সদস্য হলে মানুষেরও ভালো লাগবে বলে মনে করেন রবার্ট ৷

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট বঢরা বলেন, ‘‘আমার মনে হয় প্রথমে প্রিয়াঙ্কার আসা উচিত ৷ লোকসভায় প্রতিনিধি দলে ওঁরও ভালো লাগবে ৷...আমি অবশ্যই চাইব যে উনি লোকসভায় লড়াই করুক ৷ আর দল চাইবে সেই অনুষায়ী উনি পদক্ষেপ করুন ৷ সংসদই ওঁর সঠিক জায়গা ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সোমবারই প্রিয়াঙ্কার ভোটে লড়া নিয়ে মন্তব্য করেছেন ৷ তাঁর মতে, প্রিয়াঙ্কা যদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেরে যাবেন ৷ 2014 ও 2019 সালে ওই কেন্দ্র থেকেই জিতেছেন নরেন্দ্র মোদি ৷ সঞ্জয়ের পাশাপাশি এবার রবার্ট বঢরাও একই কথা বললেন ৷

আরও পড়ুন: বারাণসী থেকে লড়লে মোদিকে হারিয়ে দেবেন প্রিয়াঙ্কা, মত সঞ্জয় রাউতের

একই সঙ্গে তাঁর মতে, উত্তরপ্রদেশের আমেঠি বা সুলতানপুর থেকে ভোটে লড়া উচিত প্রিয়াঙ্কার ৷ তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী পুরো বিষয়টি হওয়া উচিত বলেও তিনি মনে করেন ৷ উল্লেখ্য, আমেঠির সাংসদ ছিলেন রাহুল গান্ধি ৷ 2019 সালে ওই কেন্দ্রে তিনি হেরে যান ৷ সেখানে এখন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ ফলে ওই আসনে রাহুল কি আবার ফিরবেন, নাকি 2024-এও তিনি কেরালার ওয়েনাড় থেকে ভোটে লড়বেন, সেটা অবশ্য স্পষ্ট নয় ৷ তিনি আমেঠিতে না লড়লে, প্রিয়াঙ্কা গান্ধির আমেঠি থেকে প্রার্থী হওয়ায় কোনও বাধা থাকবে না ৷

  • #WATCH | When asked if Priyanka Gandhi Vadra should opt for Lok Sabha (elections) to reach the Parliament, Robert Vadra says, "...I feel Priyanka should reach the Parliament first and people will feel good if she comes to Lok Sabha. Be it Amethi or Sultanpur, wherever the party… pic.twitter.com/BQ80JXY3Qi

    — ANI (@ANI) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ধোঁয়াশা রয়েছে সুলতানপুর আসনটিকে নিয়ে ৷ কারণ, 2014 সালে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন প্রিয়াঙ্কার খুড়তুতো ভাই বরুণ গান্ধি ৷ বরুণের মা মানেকা গান্ধি সেবার পিলভিট থেকে জেতেন ৷ 2019 সালে মা-ছেলের কেন্দ্র অদলবদল করে দেয় বিজেপি ৷ ফলে এখন প্রয়াত সঞ্জয় গান্ধির ছেলে বরুণ পিলভিটের সাংসদ ৷ আর সঞ্জয়-জায়া মানেকা সুলতানপুরের সাংসদ ৷ ফলে 2024-এও যদি তিনি সেখানে বিজেপির প্রার্থী হন, তাহলে প্রিয়াঙ্কা কি রাজি হবেন ভোটের ময়দানে কাকিমার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে !

শেষ পর্যন্ত কী হবে, তা তো সময়ই বলবে ৷ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে পরবর্তী লোকসভা ভোটে রবার্টকেও প্রতিন্দ্বন্দ্বিতা করতে দেখা যাবে ৷ এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সোনিয়ার জামাই ৷ তবে এর আগে 2022 সালের মার্চে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ তিনি জানিয়েছিলেন যে উত্তরপ্রদেশের মোরাদাবাদ বা অন্য কোনও আসন থেকে ভোটে লড়তে চান ৷ সেই মত এখন কেন বদলে গেল, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন: 'বনবাসী' তকমা দিয়ে 'আদিবাসী'দের জঙ্গলে বেঁধে রাখতে চাইছে বিজেপি, তোপ রাহুলের

নয়াদিল্লি, 14 অগস্ট: 2019 সালের লোকসভা নির্বাচনের কিছু আগে সক্রিয় রাজনীতিতে নামেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ কিন্তু এখনও তিনি নির্বাচনী ময়দানে নামেননি ৷ তাঁর স্বামী রবার্ট বঢরা মনে করেন যে 2024 সালের লোকসভা নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করা উচিত প্রিয়াঙ্কার ৷ সোনিয়া-তনয়া লোকসভার সদস্য হলে মানুষেরও ভালো লাগবে বলে মনে করেন রবার্ট ৷

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট বঢরা বলেন, ‘‘আমার মনে হয় প্রথমে প্রিয়াঙ্কার আসা উচিত ৷ লোকসভায় প্রতিনিধি দলে ওঁরও ভালো লাগবে ৷...আমি অবশ্যই চাইব যে উনি লোকসভায় লড়াই করুক ৷ আর দল চাইবে সেই অনুষায়ী উনি পদক্ষেপ করুন ৷ সংসদই ওঁর সঠিক জায়গা ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সোমবারই প্রিয়াঙ্কার ভোটে লড়া নিয়ে মন্তব্য করেছেন ৷ তাঁর মতে, প্রিয়াঙ্কা যদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেরে যাবেন ৷ 2014 ও 2019 সালে ওই কেন্দ্র থেকেই জিতেছেন নরেন্দ্র মোদি ৷ সঞ্জয়ের পাশাপাশি এবার রবার্ট বঢরাও একই কথা বললেন ৷

আরও পড়ুন: বারাণসী থেকে লড়লে মোদিকে হারিয়ে দেবেন প্রিয়াঙ্কা, মত সঞ্জয় রাউতের

একই সঙ্গে তাঁর মতে, উত্তরপ্রদেশের আমেঠি বা সুলতানপুর থেকে ভোটে লড়া উচিত প্রিয়াঙ্কার ৷ তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী পুরো বিষয়টি হওয়া উচিত বলেও তিনি মনে করেন ৷ উল্লেখ্য, আমেঠির সাংসদ ছিলেন রাহুল গান্ধি ৷ 2019 সালে ওই কেন্দ্রে তিনি হেরে যান ৷ সেখানে এখন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ ফলে ওই আসনে রাহুল কি আবার ফিরবেন, নাকি 2024-এও তিনি কেরালার ওয়েনাড় থেকে ভোটে লড়বেন, সেটা অবশ্য স্পষ্ট নয় ৷ তিনি আমেঠিতে না লড়লে, প্রিয়াঙ্কা গান্ধির আমেঠি থেকে প্রার্থী হওয়ায় কোনও বাধা থাকবে না ৷

  • #WATCH | When asked if Priyanka Gandhi Vadra should opt for Lok Sabha (elections) to reach the Parliament, Robert Vadra says, "...I feel Priyanka should reach the Parliament first and people will feel good if she comes to Lok Sabha. Be it Amethi or Sultanpur, wherever the party… pic.twitter.com/BQ80JXY3Qi

    — ANI (@ANI) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ধোঁয়াশা রয়েছে সুলতানপুর আসনটিকে নিয়ে ৷ কারণ, 2014 সালে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন প্রিয়াঙ্কার খুড়তুতো ভাই বরুণ গান্ধি ৷ বরুণের মা মানেকা গান্ধি সেবার পিলভিট থেকে জেতেন ৷ 2019 সালে মা-ছেলের কেন্দ্র অদলবদল করে দেয় বিজেপি ৷ ফলে এখন প্রয়াত সঞ্জয় গান্ধির ছেলে বরুণ পিলভিটের সাংসদ ৷ আর সঞ্জয়-জায়া মানেকা সুলতানপুরের সাংসদ ৷ ফলে 2024-এও যদি তিনি সেখানে বিজেপির প্রার্থী হন, তাহলে প্রিয়াঙ্কা কি রাজি হবেন ভোটের ময়দানে কাকিমার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে !

শেষ পর্যন্ত কী হবে, তা তো সময়ই বলবে ৷ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে পরবর্তী লোকসভা ভোটে রবার্টকেও প্রতিন্দ্বন্দ্বিতা করতে দেখা যাবে ৷ এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সোনিয়ার জামাই ৷ তবে এর আগে 2022 সালের মার্চে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ তিনি জানিয়েছিলেন যে উত্তরপ্রদেশের মোরাদাবাদ বা অন্য কোনও আসন থেকে ভোটে লড়তে চান ৷ সেই মত এখন কেন বদলে গেল, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন: 'বনবাসী' তকমা দিয়ে 'আদিবাসী'দের জঙ্গলে বেঁধে রাখতে চাইছে বিজেপি, তোপ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.