দিল্লি, 22 ফেব্রুয়ারি : এবার পেট্রল-ডিজেলের দাম নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রবার্ট বঢরা ৷ সোনিয়া গান্ধির জামাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন যে মোদির উচিত এসি গাড়ি ছেড়ে বাইরে এসে দেখা যে সাধারণ মানুষ কতটা কষ্টের মধ্যে রয়েছেন ৷ তিনি বলেন, ‘‘তাহলে হয়তো আপনি (মোদি) জ্বালানি তেলের দাম কমাবেন ৷ তিনি শুধু আগের সরকারগুলির উপর দোষ চাপিয়ে দিয়েছেন আর এড়িয়ে গিয়েছেন ৷’’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দেশজুড়ে পেট্রোপণ্যের দাম বাড়ছে ৷ এই নিয়ে বিরোধীরা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন ৷ সেই তালিকায় এবার যুক্ত হল রবার্ট বঢরার নাম ৷ তিনিও সরাসরি মোদি সরকারকে আক্রমণ করেছেন ৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী সব কিছুতেই পূর্বতন ইউপিএ সরকারের উপর সব দায় চাপিয়ে দেওয়া হয় ৷ কিছু ভুল হলে তাঁর নামও তোলা হয় ৷
এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার নয়াদিল্লিতে নিজের বাড়ি থেকে অফিস পর্যন্ত সাইকেলে যান প্রিয়াঙ্কা গান্ধির স্বামী ৷ তাঁর বক্তব্য, মানুষের হয়ে কথা বলতে গেলে মানুষের কষ্ট বুঝতে হবে ৷ তাই তিনি সাইকেলে অফিস যান বলে দাবি করেছেন রবার্ট ৷
আরও পড়ুন : গালওয়ান ভ্য়ালি নিয়ে প্রশ্ন করায় গ্রেপ্তার 3 চিনা ব্লগার
সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধি লোকসভায় অভিযোগ করেন যে কেন্দ্রের সরকার দু’জন চালাচ্ছেন ৷ আর তাঁরা দেশের দু’জনের উপকারের কথা ভেবে কাজ করছেন ৷ এই নিয়েও রাহুল গান্ধির পাশে দাঁড়িয়েছেন রবার্ট ৷