ETV Bharat / bharat

RIP GST, একে খারাপ আইনে পরিণত করেছে বিজেপি: চিদম্বরম - পি চিদম্বরম

GST-র ভাবনাটাকেই নষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ টুইটে এই ভাষাতেই কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷

rip-gst-bjp-converted-it-into-bad-law-says-p-chidambaram
RIP GST, একে খারাপ আইনে পরিণত করেছে বিজেপি: চিদম্বরম
author img

By

Published : Jun 2, 2021, 7:14 PM IST

Updated : Jun 2, 2021, 7:33 PM IST

নয়াদিল্লি, 2 জুন: জিএসটি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ জিএসটির মাধ্যমে কর ব্যবস্থাকে খারাপ আইনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

চিদম্বরম টুইট করে বলেছেন, "GST একটা ভালো ভাবনা হিসেবে শুরু হয়েছিল ৷ বিজেপি একে একটা খারাপ আইনে পরিণত করেছে ৷ এর দ্বারা ভয়ংকর হারে কর নেওয়া হচ্ছে ৷ আইনটি এমনভাবে প্রয়োগ করা হয়েছে যাতে, কর আদায়কারী অফিসাররা শেয়ালের মতো শিকার ধরতে যেতে পারেন ৷ প্রত্যেক ব্যবসায়ী করফাঁকি দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷"

আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য চাপানউতোরের জেরে শাস্তির মুখে আলাপন

  • 5. Every businessperson was suspected to be a tax evader

    6. The GST Council was reduced to a talking shop

    7. The GST Implementation Committee (consisting of officers) became the tail that wagged the dog

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 8. The FM treats the GoM as an extension of the NDA and its supporting parties

    9. All FMs who express a contrary view are treated as errant schoolboys

    10. The idea of GST: RIP

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্র জিএসটি-র ভাবনাটাকেই শেষ করে দিয়েছে বলে তোপ দেগেছেন চিদম্বরম ৷ GST বাস্তবায়ন কমিটির সমালোচনা করার পাশাপাশি তিনি আরও লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রুপ অফ মিনিস্টার্সকে এনডিএ-এর বর্ধিত রূপ হিসেবে ধরে নিয়ে সে ভাবেই আচরণ করেন ৷ যে অর্থমন্ত্রীরা বিপরীত মতপোষণ করেন, তাঁদের সঙ্গে স্কুলের ছাত্রের মতো ব্যবহার করা হয় ৷ চিরবিশ্রামে গিয়েছে জিএসটি-র ভাবনা ৷"

নয়াদিল্লি, 2 জুন: জিএসটি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম ৷ জিএসটির মাধ্যমে কর ব্যবস্থাকে খারাপ আইনে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

চিদম্বরম টুইট করে বলেছেন, "GST একটা ভালো ভাবনা হিসেবে শুরু হয়েছিল ৷ বিজেপি একে একটা খারাপ আইনে পরিণত করেছে ৷ এর দ্বারা ভয়ংকর হারে কর নেওয়া হচ্ছে ৷ আইনটি এমনভাবে প্রয়োগ করা হয়েছে যাতে, কর আদায়কারী অফিসাররা শেয়ালের মতো শিকার ধরতে যেতে পারেন ৷ প্রত্যেক ব্যবসায়ী করফাঁকি দিচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷"

আরও পড়ুন: কেন্দ্র-রাজ্য চাপানউতোরের জেরে শাস্তির মুখে আলাপন

  • 5. Every businessperson was suspected to be a tax evader

    6. The GST Council was reduced to a talking shop

    7. The GST Implementation Committee (consisting of officers) became the tail that wagged the dog

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • 8. The FM treats the GoM as an extension of the NDA and its supporting parties

    9. All FMs who express a contrary view are treated as errant schoolboys

    10. The idea of GST: RIP

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্র জিএসটি-র ভাবনাটাকেই শেষ করে দিয়েছে বলে তোপ দেগেছেন চিদম্বরম ৷ GST বাস্তবায়ন কমিটির সমালোচনা করার পাশাপাশি তিনি আরও লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রুপ অফ মিনিস্টার্সকে এনডিএ-এর বর্ধিত রূপ হিসেবে ধরে নিয়ে সে ভাবেই আচরণ করেন ৷ যে অর্থমন্ত্রীরা বিপরীত মতপোষণ করেন, তাঁদের সঙ্গে স্কুলের ছাত্রের মতো ব্যবহার করা হয় ৷ চিরবিশ্রামে গিয়েছে জিএসটি-র ভাবনা ৷"

Last Updated : Jun 2, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.