ETV Bharat / bharat

Sana Irshad Pulitzer Prize 2022 : কাশ্মীরের চিত্রসাংবাদিক সানা ইরশাদের ঝুলিতে পুলিৎজার - Sana Irshad Mattoo

2020-তে অ্যাসোসিয়েটেড প্রেসের জম্মুর বাসিন্দা এবং শ্রীনগরের দু'জন সাংবাদিক পুলিৎজার পেয়েছিলেন ৷ তাঁরা 370 ধারা বিলোপ নিয়ে কাজ করেছিলেন ৷ এবার সানা ইরশাদ হলেন তৃতীয় কাশ্মীরি, যিনি এই সম্মান পেলেন (Sana Irshad Pulitzer Prize 2022) ৷

Kashmiri Photojournalist Sana Irshad Pulitzer Prize
রয়টার্সের সাংবাদিক সানা ইরশাদ
author img

By

Published : May 10, 2022, 2:14 PM IST

শ্রীনগর, 10 মে : এবার ভারতে চারজন পুলিৎজার পুরস্কার প্রাপকের মধ্যে একজন সানা ইরশাদ মাত্তু ৷ তিনি কাশ্মীরের চিত্রসাংবাদিক ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর আরও তিনজন সাংবাদিকের সঙ্গে তিনিও রয়েছেন ৷ সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন ৷ আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকিকে 2022-এর পুলিৎজার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে (Reuters photojournalist Sana Irshad Mattoo from Kashmir won Pulitzer Prize 2022) ৷

পুলিৎজার-এর ওয়েবসাইটে 28 বছর বয়সি সানার সম্পর্কে লেখা হয়েছে, "সানা ইরশাদ মাত্তু কাশ্মীরের চিত্রসাংবাদিক এবং ডকুমেন্টারি ফোটোগ্রাফার ৷ অভিনব সংবাদের সঙ্গে সঙ্গে তার গভীরে গিয়ে গল্প বলার ক্ষমতা রয়েছে সানার ৷" তাঁর কাজ নিয়ে লিখতে গিয়ে পুলিৎজার বোর্ড কাশ্মীরের সাম্প্রতিক অবস্থার কথা তুলে ধরে লিখেছে, "কাশ্মীরে সাধারণ মানুষের জীবনযাপন এবং সেখানকার ঝুঁকিপূর্ণ সামরিক আবহাওয়ার সুস্পষ্ট লক্ষণগুলোর মধ্যে টানাপোড়েন চলতে থাকে ৷ আর এটাই তাঁর কাজের মূল বিষয় ৷ তাঁর লেখা-ছবি বিশ্বের বহু সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ৷ সর্বোপরি, তাঁর কাজ বিভিন্ন প্রদর্শনী এবং উৎসবেও দেখানো হয়েছে ৷ বর্তমানে তিনি রয়টার্স-এ মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করছেন ৷"

আরও পড়ুন : Danish Siddiqui Pulitzer Prize 2022 : পুলিৎজার পেলেন আফগানিস্তানে নিহত চিত্রসাংবাদিক দানিশ

ইটিভি ভারতের প্রতিনিধিকে সানা বললেন, "আমি খুব আনন্দিত ৷ ঈশ্বরকে ধন্যবাদ ৷ এটা সবেমাত্র শুরু ৷ ইনশাআল্লা, আরও অনেক কিছু করা বাকি আছে ৷" তিনি জানান, দানিশ সিদ্দিকির সঙ্গে তিনি এই পুরস্কার পেয়েছেন ৷ নিহত সাংবাদিকের প্রসঙ্গে তিনি বলেন, "তিনি এখন পৃথিবীতে নেই ৷ আমরা সবাই ভীষণভাবে তাঁর অভাববোধ করছি ৷ তিনি আমাদের মধ্যে থাকলে, আরও ভাল লাগত ৷"

শ্রীনগরের বাসিন্দা সানা কাশ্মীরের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে কোভার্জেন্ট জার্নালিজমে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন ৷ বিগত দু'বছর ধরে তিনি রয়টার্স-এর সঙ্গে কাজ করছেন ৷ তাঁর কাজ আল জাজিরা, দ্য নেশন, টাইম, টিআরটি ওয়ার্ল্ড, সাউথ চায়না মর্নিং পোস্ট এবং কারাভান ম্যাগাজিনের মতো পত্রিকায় প্রকাশিত হয়েছে ৷ 2021-এ তিনি ম্যাগনাম ফাউন্ডেশন-এর 'ফোটোগ্রাফি এবং সোশ্যাল জাস্টিস ফেলো' হন ৷

শ্রীনগর, 10 মে : এবার ভারতে চারজন পুলিৎজার পুরস্কার প্রাপকের মধ্যে একজন সানা ইরশাদ মাত্তু ৷ তিনি কাশ্মীরের চিত্রসাংবাদিক ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর আরও তিনজন সাংবাদিকের সঙ্গে তিনিও রয়েছেন ৷ সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন ৷ আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকিকে 2022-এর পুলিৎজার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে (Reuters photojournalist Sana Irshad Mattoo from Kashmir won Pulitzer Prize 2022) ৷

পুলিৎজার-এর ওয়েবসাইটে 28 বছর বয়সি সানার সম্পর্কে লেখা হয়েছে, "সানা ইরশাদ মাত্তু কাশ্মীরের চিত্রসাংবাদিক এবং ডকুমেন্টারি ফোটোগ্রাফার ৷ অভিনব সংবাদের সঙ্গে সঙ্গে তার গভীরে গিয়ে গল্প বলার ক্ষমতা রয়েছে সানার ৷" তাঁর কাজ নিয়ে লিখতে গিয়ে পুলিৎজার বোর্ড কাশ্মীরের সাম্প্রতিক অবস্থার কথা তুলে ধরে লিখেছে, "কাশ্মীরে সাধারণ মানুষের জীবনযাপন এবং সেখানকার ঝুঁকিপূর্ণ সামরিক আবহাওয়ার সুস্পষ্ট লক্ষণগুলোর মধ্যে টানাপোড়েন চলতে থাকে ৷ আর এটাই তাঁর কাজের মূল বিষয় ৷ তাঁর লেখা-ছবি বিশ্বের বহু সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ৷ সর্বোপরি, তাঁর কাজ বিভিন্ন প্রদর্শনী এবং উৎসবেও দেখানো হয়েছে ৷ বর্তমানে তিনি রয়টার্স-এ মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করছেন ৷"

আরও পড়ুন : Danish Siddiqui Pulitzer Prize 2022 : পুলিৎজার পেলেন আফগানিস্তানে নিহত চিত্রসাংবাদিক দানিশ

ইটিভি ভারতের প্রতিনিধিকে সানা বললেন, "আমি খুব আনন্দিত ৷ ঈশ্বরকে ধন্যবাদ ৷ এটা সবেমাত্র শুরু ৷ ইনশাআল্লা, আরও অনেক কিছু করা বাকি আছে ৷" তিনি জানান, দানিশ সিদ্দিকির সঙ্গে তিনি এই পুরস্কার পেয়েছেন ৷ নিহত সাংবাদিকের প্রসঙ্গে তিনি বলেন, "তিনি এখন পৃথিবীতে নেই ৷ আমরা সবাই ভীষণভাবে তাঁর অভাববোধ করছি ৷ তিনি আমাদের মধ্যে থাকলে, আরও ভাল লাগত ৷"

শ্রীনগরের বাসিন্দা সানা কাশ্মীরের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে কোভার্জেন্ট জার্নালিজমে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন ৷ বিগত দু'বছর ধরে তিনি রয়টার্স-এর সঙ্গে কাজ করছেন ৷ তাঁর কাজ আল জাজিরা, দ্য নেশন, টাইম, টিআরটি ওয়ার্ল্ড, সাউথ চায়না মর্নিং পোস্ট এবং কারাভান ম্যাগাজিনের মতো পত্রিকায় প্রকাশিত হয়েছে ৷ 2021-এ তিনি ম্যাগনাম ফাউন্ডেশন-এর 'ফোটোগ্রাফি এবং সোশ্যাল জাস্টিস ফেলো' হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.