ETV Bharat / bharat

আবারও রক্তাক্ত উপত্যকা! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের - Retired police officer killed by militants

Retired Police Officer Shot Dead in Kashmir: আজানের সময় জঙ্গিদের গুলিতে মৃত্যু হল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ৷ মসজিদে তাঁর উপর হামলা চালানো হয় বলে জানা গিয়েছে ৷

Retired Police Officer Shot Dead in Kashmir
জঙ্গিদের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 11:30 AM IST

শ্রীনগর, 24 ডিসেম্বর: আজানের সময় কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ৷ মৃতের নাম মহম্মদ শফি মীর ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে কাশ্মীর উপত্যকার বারামুল্লা জেলায় ৷ পুলিশ জানিয়েছে, বারামুল্লার গান্টমুল্লার শেরিতে একটি মসজিদে আজান শুরুর সময় জঙ্গিরা মীরকে গুলি করে হত্যা করে । 68 বছর বয়সি মীর পুলিশ সুপার হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছিলেন । তিনি সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগদান করেছিলেন। পরে ধাপে ধাপে পুলিশ সুপার হন । তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ৷ তাঁরা সকলেই বিবাহিত ।

এক্সে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পুলিশ জানিয়েছে, "বারামুল্লার শেরির গান্টমুল্লায় মসজিদে আজানের সময় জঙ্গিরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মহম্মদ শফির উপর গুলি চালায় ৷ এই ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে ৷" নিহতের পরিবারের লোকেরা জানান, চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে মীর দিনে পাঁচবার মসজিদে আজানে অংশ নিতেন । আজ ভোরেও তিনি মসজিদের ভিতরে গিয়ে আজান পড়ছিলেন ৷ অর্ধেক আজান পড়ার পরই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেটি শেষ হওয়ার পরই আজ তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

এমনিতেই সম্প্রতি ছুটিতে বা বাড়িতে থাকা পুলিশ আধিকারিকের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে ৷ মহম্মদ শফি মীরের উপর হামলা কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এই ধরনের চতুর্থ ঘটনা । এর আগে অক্টোবর মাসে শ্রীনগরে পুলিশ ইন্সপেক্টর মাসরুর আলিকে হত্যা করা হয় ৷ তিনি বাড়ির কাছের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন ৷ সেসময়র তাঁর উপর হামলা চালানো হয় ৷ বারামুল্লার ওয়াইলু ক্রালপোরার বাসিন্দা পুলিশ হেড কনস্টেবল গোলাম মহম্মদ দা'রও 31 অক্টোবর জঙ্গিদের হাতে নিহত হন । এই মাসের শুরুর দিকে বেমিনা শ্রীনগরে আরেক পুলিশ কনস্টেবল মহম্মদ হাফিজ চাকের উপর হামলা হয় । তিনি ঘটনায় গুরুতর আহত হন । তাঁর আক্রমণকারীদের অবশ্য পুলিশ গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন:

  1. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
  2. ক্রিকেট খেলার সময় জঙ্গিদের গুলিতে আহত পুলিশ আধিকারিক
  3. উপত্যকায় ফের জঙ্গি হামলা, গুলিবিদ্ধ 3 শ্রমিক

শ্রীনগর, 24 ডিসেম্বর: আজানের সময় কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ৷ মৃতের নাম মহম্মদ শফি মীর ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে কাশ্মীর উপত্যকার বারামুল্লা জেলায় ৷ পুলিশ জানিয়েছে, বারামুল্লার গান্টমুল্লার শেরিতে একটি মসজিদে আজান শুরুর সময় জঙ্গিরা মীরকে গুলি করে হত্যা করে । 68 বছর বয়সি মীর পুলিশ সুপার হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছিলেন । তিনি সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগদান করেছিলেন। পরে ধাপে ধাপে পুলিশ সুপার হন । তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ৷ তাঁরা সকলেই বিবাহিত ।

এক্সে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে পুলিশ জানিয়েছে, "বারামুল্লার শেরির গান্টমুল্লায় মসজিদে আজানের সময় জঙ্গিরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মহম্মদ শফির উপর গুলি চালায় ৷ এই ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে ৷" নিহতের পরিবারের লোকেরা জানান, চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে মীর দিনে পাঁচবার মসজিদে আজানে অংশ নিতেন । আজ ভোরেও তিনি মসজিদের ভিতরে গিয়ে আজান পড়ছিলেন ৷ অর্ধেক আজান পড়ার পরই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেটি শেষ হওয়ার পরই আজ তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

এমনিতেই সম্প্রতি ছুটিতে বা বাড়িতে থাকা পুলিশ আধিকারিকের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে ৷ মহম্মদ শফি মীরের উপর হামলা কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এই ধরনের চতুর্থ ঘটনা । এর আগে অক্টোবর মাসে শ্রীনগরে পুলিশ ইন্সপেক্টর মাসরুর আলিকে হত্যা করা হয় ৷ তিনি বাড়ির কাছের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন ৷ সেসময়র তাঁর উপর হামলা চালানো হয় ৷ বারামুল্লার ওয়াইলু ক্রালপোরার বাসিন্দা পুলিশ হেড কনস্টেবল গোলাম মহম্মদ দা'রও 31 অক্টোবর জঙ্গিদের হাতে নিহত হন । এই মাসের শুরুর দিকে বেমিনা শ্রীনগরে আরেক পুলিশ কনস্টেবল মহম্মদ হাফিজ চাকের উপর হামলা হয় । তিনি ঘটনায় গুরুতর আহত হন । তাঁর আক্রমণকারীদের অবশ্য পুলিশ গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন:

  1. জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে হামলায় শহিদ 5 জওয়ান ! জঙ্গিদের খোঁজে সার্চ অপরাশেন নিরাপত্তা বাহিনীর
  2. ক্রিকেট খেলার সময় জঙ্গিদের গুলিতে আহত পুলিশ আধিকারিক
  3. উপত্যকায় ফের জঙ্গি হামলা, গুলিবিদ্ধ 3 শ্রমিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.