ETV Bharat / bharat

Zydus Cadila : পদ্ধতি নতুন, তাই পিছোচ্ছে জাইডাস ক্যাডিলার টিকাকরণ - কোভিড ভাইরাস

সূচ বা সিরিঞ্জ ব্যবহার করে নয়, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেওয়া হবে জাইডাস ক্যাডিলার তৈরি করোনার টিকা ৷ সেই পদ্ধতি আয়ত্ত করতে কিছুটা সময় লাগছে ৷ এর ফলেই এই টিকা ব্যবহারের দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে ৷

reason behind delay of corona vaccine made by zydus cadila
Zydus Cadila : পদ্ধতি নতুন, সেই কারণেই পিছোচ্ছে জাইডাস ক্যাডিলার তৈরি টিকার ব্যবহার
author img

By

Published : Oct 7, 2021, 7:35 PM IST

কলকাতা, 7 অক্টোবর : আর পাঁচটা টিকা বা প্রতিষধকের মতো সিরিঞ্জ ব্যবহার করে জাইডাস ক্যাডিলার (Zydus Cadila) তৈরি করোনার টিকা জাইকোভ-ডি (ZyCoV-D) দেওয়া হবে না ৷ এর পদ্ধতি একেবারে নতুন ৷ আর সেই কারণেই যাঁরা এই টিকা দেবেন, তাঁদের পুরো বিষয়টা আয়ত্ত করতে আরও খানিকটা সময় লাগবে ৷ এর জেরেই ভারতে এই টিকার ব্যবহার শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন নীতি আয়োগের (Niti Aayog) সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পাল ৷ তিনি জানিয়েছেন, ভারতের এই ধরনের প্রতিষেধকের ব্যবহার প্রথমবার হতে চলেছে ৷

আরও পড়ুন : Corona in India : ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, 22 হাজারে পৌঁছল আক্রান্তের সংখ্যা

এই প্রসঙ্গে ডা. ভি কে পাল বলেন, ‘‘প্রচলিত কোনও সিরিঞ্জ বা সূচ ব্যবহার করে জাইডাস ক্যাডিলার তৈরি করোনার টিকা দেওয়া যাবে না ৷ এর জন্য সম্পূর্ণ অন্য ধরনের একটি অ্যাপ্লিকেটর ব্যবহার করতে হবে ৷ যার ব্যবহার ভারতে প্রথমবারের জন্য হতে চলেছে ৷ আমরা বিষয়টি নিয়ে প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে কাজ করে চলেছি ৷’’

প্রসঙ্গত, চলতি বছরের অগস্ট মাসেই জরুরি ভিত্তিতে বহুচর্চিত এই টিকা ব্যবহারের ছাড়পত্র পায় জাইডাস ক্যাডিলা ৷ তাদের এই ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) ৷ এটি বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্য়াকসিন ৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাষ্ট্রসংঘের 76তম সাধারণ সভায় এই টিকার কথা ঘোষণা করে এসেছেন ৷ তবে কবে থেকে ভারতে এই টিকা দেওয়া হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, বিষয়টি যে পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই জাইকোভ-ডি-র ব্যবহার শুরুর কোনও দিনক্ষণ ঘোষণা করেননি ভারতের প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Corona in Bengal: পুজোর আগেই আশঙ্কা বাড়িয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ল মৃত্যুও

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ডা. ভি কে পাল বলেন, ‘‘জাইকোভ-ডি-কে যাতে ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আনা যায়, তার জন্য কাজ চলছে ৷ আমাদের আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে ৷’’

উল্লেখ্য, জাইডাস ক্যাডিলার তৈরি টিকার ক্ষেত্রে দু’টির বদলে নিতে হবে তিনটি ডোজ ৷ তবে তার জন্য শরীরে সূচ ফোঁটাতে হবে না ৷ এমন পদ্ধতি ভারতে আগে কখনও ব্যবহার করা হয়নি ৷ পরবর্তীতে এই টিকা 12 থেকে 18 বছর বয়সীদের জন্যও ব্যবহার করা হবে ৷

কলকাতা, 7 অক্টোবর : আর পাঁচটা টিকা বা প্রতিষধকের মতো সিরিঞ্জ ব্যবহার করে জাইডাস ক্যাডিলার (Zydus Cadila) তৈরি করোনার টিকা জাইকোভ-ডি (ZyCoV-D) দেওয়া হবে না ৷ এর পদ্ধতি একেবারে নতুন ৷ আর সেই কারণেই যাঁরা এই টিকা দেবেন, তাঁদের পুরো বিষয়টা আয়ত্ত করতে আরও খানিকটা সময় লাগবে ৷ এর জেরেই ভারতে এই টিকার ব্যবহার শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন নীতি আয়োগের (Niti Aayog) সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পাল ৷ তিনি জানিয়েছেন, ভারতের এই ধরনের প্রতিষেধকের ব্যবহার প্রথমবার হতে চলেছে ৷

আরও পড়ুন : Corona in India : ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, 22 হাজারে পৌঁছল আক্রান্তের সংখ্যা

এই প্রসঙ্গে ডা. ভি কে পাল বলেন, ‘‘প্রচলিত কোনও সিরিঞ্জ বা সূচ ব্যবহার করে জাইডাস ক্যাডিলার তৈরি করোনার টিকা দেওয়া যাবে না ৷ এর জন্য সম্পূর্ণ অন্য ধরনের একটি অ্যাপ্লিকেটর ব্যবহার করতে হবে ৷ যার ব্যবহার ভারতে প্রথমবারের জন্য হতে চলেছে ৷ আমরা বিষয়টি নিয়ে প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে কাজ করে চলেছি ৷’’

প্রসঙ্গত, চলতি বছরের অগস্ট মাসেই জরুরি ভিত্তিতে বহুচর্চিত এই টিকা ব্যবহারের ছাড়পত্র পায় জাইডাস ক্যাডিলা ৷ তাদের এই ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) ৷ এটি বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্য়াকসিন ৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাষ্ট্রসংঘের 76তম সাধারণ সভায় এই টিকার কথা ঘোষণা করে এসেছেন ৷ তবে কবে থেকে ভারতে এই টিকা দেওয়া হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, বিষয়টি যে পিছিয়ে যেতে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই জাইকোভ-ডি-র ব্যবহার শুরুর কোনও দিনক্ষণ ঘোষণা করেননি ভারতের প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Corona in Bengal: পুজোর আগেই আশঙ্কা বাড়িয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ল মৃত্যুও

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ডা. ভি কে পাল বলেন, ‘‘জাইকোভ-ডি-কে যাতে ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আনা যায়, তার জন্য কাজ চলছে ৷ আমাদের আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে ৷’’

উল্লেখ্য, জাইডাস ক্যাডিলার তৈরি টিকার ক্ষেত্রে দু’টির বদলে নিতে হবে তিনটি ডোজ ৷ তবে তার জন্য শরীরে সূচ ফোঁটাতে হবে না ৷ এমন পদ্ধতি ভারতে আগে কখনও ব্যবহার করা হয়নি ৷ পরবর্তীতে এই টিকা 12 থেকে 18 বছর বয়সীদের জন্যও ব্যবহার করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.