ETV Bharat / bharat

Kaagaz Film Hero LaL Bihari Demands AK-47: জীবিতরা লাইসেন্স পায়, জীবন্মৃতদের জন্য একে-47 চাইলেন লাল বিহারী

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 12:03 PM IST

Lal Bihari Mratak: জীবন্মৃতদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করেন তিনি ৷ তিনি নিজেও 18 বছর সরকারি খাতায় মৃত ছিলেন ৷ তাঁর নাম লাল বিহারী ৷ এবার সরকারের কাছ থেকে রাইফেল চেয়ে বসলেন ৷

ETV Bharat
জীবন্মৃতদের লড়াইয়ে এবার রাইফেল চাইলেন লাল বিহারী

আজমগড়, 9 নভেম্বর: 'কাগজ' সিনেমার কথা মনে আছে ? যেখানে এক জীবিত খাতায়-কলমে মৃত ৷ আর নিজেকে জীবিত প্রমাণ করতে গিয়ে তিনি হিমশিম খেয়ে গিয়েছিলেন ৷ সেই কাহিনির আসল নায়ক লাল বিহারী ৷ তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী ৷ সেই জীবন্মৃতদের নায়ক লাল বিহারী আবারও খবরের শিরোনামে ৷

এবার কারণ একে-47 রাইফেল ৷ তিনি জীবন্মৃত অর্থাৎ জীবিত কিন্তু খাতায় কলমে মৃতদের জন্য বন্দুক চেয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে চিঠি লিখলেন ৷ যাতে জীবিত কিন্তু মৃতরা তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখতে পারে ৷

লাল বিহারী উত্তরপ্রদেশের আজমগড়ে থাকেন ৷ তিনিই মৃতক সংঘের প্রতিষ্ঠাতা ৷ 18 বছর ধরে খাতায়-কলমে মৃত ছিলেন ৷ 1995 সালে নিজামাবাদ তেহসিলের খলিলাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন লাল বিহারী ৷ তাঁর বাবার মৃত্যুর পরেই তাঁর জীবনে অন্ধকার নেমে আসে ৷ গ্রামপ্রধান, তেহসিলের অন্য আধিকারিকরা লাল বিহারীকে মৃত ঘোষণা করে তাঁর প্রাপ্য সম্পত্তি তাঁর নাবালক ভাইদের নামে করে দেয় ৷

এরপর 18 বছর ধরে সরকারি খাতায় নিজেকে জীবিত প্রমাণ করার লড়াই চালিয়ে যান লালবিহারী ৷ 1994 সালের 30 জুন জেলার প্রশাসনিক আধিকারিক লাল বিহারীকে সরকারি রেকর্ডে জীবিত ঘোষণা করে ৷ এমনকী তিনি যে বেঁচে রয়েছেন, তা প্রমাণ করতে লাল বিহারী লোকসভা এবং বিধানসভা নির্বাচনও লড়েছেন ৷

এর পাশাপাশি জীবিত কিন্তু মৃতদের জন্য একটি সংঘের প্রতিষ্ঠাও করেন ৷ এমন দুর্দশায় থাকা শ'য়ে শ'য়ে মৃতদের কাগজেকলমে জীবিত প্রমাণ করেছেন ৷ এদিকে এক জীবিত কিন্তু মৃত নির্বাচনে লড়ছেন, এমন ঘটনায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি ৷ তাঁর নির্বাচনের খবর করতে বিদেশ থেকেও সাংবাদিকরা এসেছেন ৷

তবে একজন জীবিতকে সরকারি কাগজে কীভাবে মৃত ঘোষণা করা যায় ? এর জন্য লাল বিহারী সরকারকেই দায়ী করেন ৷ তিনি সরকারের কাছ থেকে 25 কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছিলেন ৷ কিন্তু তাঁর এই আবেদন আদালতে খারিজ হয়ে যায় ৷ এবার মৃতক সংঘের প্রধান লাল বিহারী এক-47 চেয়ে উত্তর প্রদেশের মুখ্য সচিবকে চিঠি লিখলেন ৷ এই রাইফেল সঙ্গে থাকলে জীবিত কিন্তু মৃতরা তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখতে পারবে ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "আমি নিজের জন্য যেমন একে-47 পেয়েছি, তেমনই অন্য জীবন্মৃতদের জন্যও ৷ যাঁরা প্রাণে বেঁচে আছেন, তাঁদের কাছে একে-47-এর লাইসেন্স থাকে ৷ আমাদের অন্ততপক্ষে একে-47 রাইফেলটা দিক সরকার ৷ যাতে জীবন্মৃতরা তাঁদের সম্পত্তির দেখভাল করতে পারেন ৷ শাসন ব্যবস্থার এই হাল দুর্ভাগ্যজনক ৷ সরকারি কর্মচারীরা আমজনতাকে শোষণ করছে ৷"

আরও পড়ুন: জীবিত পুলিশ অফিসারকে মৃত ঘোষণা! অভিযোগ অস্বীকার এইমস হাসপাতালের

আজমগড়, 9 নভেম্বর: 'কাগজ' সিনেমার কথা মনে আছে ? যেখানে এক জীবিত খাতায়-কলমে মৃত ৷ আর নিজেকে জীবিত প্রমাণ করতে গিয়ে তিনি হিমশিম খেয়ে গিয়েছিলেন ৷ সেই কাহিনির আসল নায়ক লাল বিহারী ৷ তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী ৷ সেই জীবন্মৃতদের নায়ক লাল বিহারী আবারও খবরের শিরোনামে ৷

এবার কারণ একে-47 রাইফেল ৷ তিনি জীবন্মৃত অর্থাৎ জীবিত কিন্তু খাতায় কলমে মৃতদের জন্য বন্দুক চেয়ে উত্তর প্রদেশ সরকারের কাছে চিঠি লিখলেন ৷ যাতে জীবিত কিন্তু মৃতরা তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখতে পারে ৷

লাল বিহারী উত্তরপ্রদেশের আজমগড়ে থাকেন ৷ তিনিই মৃতক সংঘের প্রতিষ্ঠাতা ৷ 18 বছর ধরে খাতায়-কলমে মৃত ছিলেন ৷ 1995 সালে নিজামাবাদ তেহসিলের খলিলাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন লাল বিহারী ৷ তাঁর বাবার মৃত্যুর পরেই তাঁর জীবনে অন্ধকার নেমে আসে ৷ গ্রামপ্রধান, তেহসিলের অন্য আধিকারিকরা লাল বিহারীকে মৃত ঘোষণা করে তাঁর প্রাপ্য সম্পত্তি তাঁর নাবালক ভাইদের নামে করে দেয় ৷

এরপর 18 বছর ধরে সরকারি খাতায় নিজেকে জীবিত প্রমাণ করার লড়াই চালিয়ে যান লালবিহারী ৷ 1994 সালের 30 জুন জেলার প্রশাসনিক আধিকারিক লাল বিহারীকে সরকারি রেকর্ডে জীবিত ঘোষণা করে ৷ এমনকী তিনি যে বেঁচে রয়েছেন, তা প্রমাণ করতে লাল বিহারী লোকসভা এবং বিধানসভা নির্বাচনও লড়েছেন ৷

এর পাশাপাশি জীবিত কিন্তু মৃতদের জন্য একটি সংঘের প্রতিষ্ঠাও করেন ৷ এমন দুর্দশায় থাকা শ'য়ে শ'য়ে মৃতদের কাগজেকলমে জীবিত প্রমাণ করেছেন ৷ এদিকে এক জীবিত কিন্তু মৃত নির্বাচনে লড়ছেন, এমন ঘটনায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি ৷ তাঁর নির্বাচনের খবর করতে বিদেশ থেকেও সাংবাদিকরা এসেছেন ৷

তবে একজন জীবিতকে সরকারি কাগজে কীভাবে মৃত ঘোষণা করা যায় ? এর জন্য লাল বিহারী সরকারকেই দায়ী করেন ৷ তিনি সরকারের কাছ থেকে 25 কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছিলেন ৷ কিন্তু তাঁর এই আবেদন আদালতে খারিজ হয়ে যায় ৷ এবার মৃতক সংঘের প্রধান লাল বিহারী এক-47 চেয়ে উত্তর প্রদেশের মুখ্য সচিবকে চিঠি লিখলেন ৷ এই রাইফেল সঙ্গে থাকলে জীবিত কিন্তু মৃতরা তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখতে পারবে ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "আমি নিজের জন্য যেমন একে-47 পেয়েছি, তেমনই অন্য জীবন্মৃতদের জন্যও ৷ যাঁরা প্রাণে বেঁচে আছেন, তাঁদের কাছে একে-47-এর লাইসেন্স থাকে ৷ আমাদের অন্ততপক্ষে একে-47 রাইফেলটা দিক সরকার ৷ যাতে জীবন্মৃতরা তাঁদের সম্পত্তির দেখভাল করতে পারেন ৷ শাসন ব্যবস্থার এই হাল দুর্ভাগ্যজনক ৷ সরকারি কর্মচারীরা আমজনতাকে শোষণ করছে ৷"

আরও পড়ুন: জীবিত পুলিশ অফিসারকে মৃত ঘোষণা! অভিযোগ অস্বীকার এইমস হাসপাতালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.