ETV Bharat / bharat

Card Less Cash Withdrawal : এটিএমে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধা, সিদ্ধান্ত আরবিআইয়ের - এটিএমে কার্ড ছাড়াই টাকা তোলার সুবিধে

এটিএমে টাকা তুলতে গিয়েছেন ? অথচ সঙ্গে কার্ড নেই ? আর দুশ্চিন্তা নয় ৷ কার্ড ছাড়া টাকা তোলার দিন আসছে (Card Less Cash Withdrawal) ৷

ATM transaction without ATM Card
এটিএমে টাকা তুলতে লাগবে না এটিএম কার্ড
author img

By

Published : Apr 8, 2022, 2:51 PM IST

মুম্বই, 8 এপ্রিল : এটিএম কার্ড ছাড়া নগদ টাকা তোলা যাবে ব্যাঙ্ক থেকে ৷ চেক সংক্রান্ত জালিয়াতি রুখতে আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশ ৷ বর্তমানে দেশের কয়েকটি মাত্র ব্যাঙ্কে শর্তসাপেক্ষে এই সুবিধে পান গ্রাহকরা (RBI Governor Shaktikanta Das says all banks to introduce card-less cash withdrawal) ৷

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত বলেন, "ইউপিআই-এর মাধ্যমে দেশের সব ব্যাঙ্কে 'কার্ড-লেস উইথড্রয়াল'-এর সুবিধে যাতে পাওয়া যায়, সেই পদক্ষেপের চেষ্টা চলছে ৷ টাকার লেনদেনকে আরও সহজ করতে কার্ডের দরকার হবে না ৷ এতে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিংয়ের মতো প্রতারণা আটকানো যাবে ৷" এতে যে কোনও গ্রাহক এটিএম-এ গিয়ে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন ৷

আরও পড়ুন : ATM Robbery : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট, পলাতক দুষ্কৃতীরা

এটিএম নেটওয়ার্কে এ ধরনের লেনদেন হওয়ার সময় 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআই-এর (Unified Payment Interface, UPI) মাধ্যমে গ্রাহকের অনুমোদন (customer authorisation) হবে বলে জানিয়েছে ডেভেলপমেন্টাল রেগুলেটরি পলিসিস (Developmental and Regulatory Policies) ৷ খুব শিগগিরি আলাদা করে এনপিসিআই, এটিএম নেটওয়ার্ক এবং ব্যাঙ্কগুলিকে এবিষয়ে নির্দেশ দেওয়া হবে ৷

মুম্বই, 8 এপ্রিল : এটিএম কার্ড ছাড়া নগদ টাকা তোলা যাবে ব্যাঙ্ক থেকে ৷ চেক সংক্রান্ত জালিয়াতি রুখতে আজ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশ ৷ বর্তমানে দেশের কয়েকটি মাত্র ব্যাঙ্কে শর্তসাপেক্ষে এই সুবিধে পান গ্রাহকরা (RBI Governor Shaktikanta Das says all banks to introduce card-less cash withdrawal) ৷

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত বলেন, "ইউপিআই-এর মাধ্যমে দেশের সব ব্যাঙ্কে 'কার্ড-লেস উইথড্রয়াল'-এর সুবিধে যাতে পাওয়া যায়, সেই পদক্ষেপের চেষ্টা চলছে ৷ টাকার লেনদেনকে আরও সহজ করতে কার্ডের দরকার হবে না ৷ এতে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিংয়ের মতো প্রতারণা আটকানো যাবে ৷" এতে যে কোনও গ্রাহক এটিএম-এ গিয়ে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন ৷

আরও পড়ুন : ATM Robbery : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট, পলাতক দুষ্কৃতীরা

এটিএম নেটওয়ার্কে এ ধরনের লেনদেন হওয়ার সময় 'ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস' বা ইউপিআই-এর (Unified Payment Interface, UPI) মাধ্যমে গ্রাহকের অনুমোদন (customer authorisation) হবে বলে জানিয়েছে ডেভেলপমেন্টাল রেগুলেটরি পলিসিস (Developmental and Regulatory Policies) ৷ খুব শিগগিরি আলাদা করে এনপিসিআই, এটিএম নেটওয়ার্ক এবং ব্যাঙ্কগুলিকে এবিষয়ে নির্দেশ দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.