গুয়াহাটি, 15 ডিসেম্বর : চায়ের দাম 99 হাজার 999 টাকা প্রতি কেজি ! অবিশ্বাস্য হলেও এটা সত্যি ৷ মঙ্গলবার অসমের একটি বিরল প্রকৃতির চা নিলামে এই দর হেঁকেছে (Assams Manohari Gold Tea record breaking auction price) ৷
গুয়াহাটির চা নিলাম কেন্দ্র জিটিএসি-র সচিব (Gauhati Tea Auction Centre, GTAC) দীনেশ বিহানি জানান, এবার এই 'মনোহারি গোল্ড টি' আগেরবারের রেকর্ড ভেঙে দিয়েছে ৷ গত বছর নিলামে 1 কেজি চায়ের দাম উঠেছিল 75 হাজার টাকা ৷ সৌরভ টি ট্রেডার্স (Saurav Tea Traders) নামের একটি সংস্থা এই বিশেষ চায়ের জন্য সবচেয়ে বেশি 99 হাজার 999 টাকা দিয়ে এই চা কিনে নিয়েছে ৷ তবে শুধুমাত্র 1 কেজি চা-ই বিক্রি করা হয়েছে ৷
বিহানি বলেন, "আশা করি, বিদেশি ক্রেতারা ভারতের বিশেষ ধরনের চা পছন্দ করবেন ৷ আমি আরও বেশি বিক্রেতাদের বিশেষ ধরনের চা নিয়ে আসতে হতে অনুরোধ করব ৷ আর ভারতও বিশেষ ধরনের চায়ের একটা কেন্দ্র হয়ে উঠবে ৷"
অসমের চা ব্যবসায় এই বিক্রি উল্লেখযোগ্য ৷ উত্তর-পূর্বের এই রাজ্যে বিভিন্ন চা বাগান নানা ধরনের চা উৎপন্ন করছে এবং তা একের পর এক রেকর্ড গড়ছে ৷ তবে এরকম একটা সময়ে 'ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন' (Indian Tea Association, ITA) সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে 4-5টি অঞ্চলে চা চাষ বন্ধ রাখতে এবং সরকারকে কমপক্ষে 3 বছরের জন্য চা বাগান-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের দায়ভার নেওয়ার কথা জানিয়েছে ৷
গত বছর আইটিএ সংবাদপত্রে বিজ্ঞপ্তিতে চা বাগানের সঙ্কটাপন্ন অবস্থার কথা তুলে ধরেছিল ৷ পাশাপাশি 10 লক্ষেরও বেশি চা-শ্রমিকের চাকরির অনিশ্চয়তার কথাও সেখানে জানিয়েছিল ৷ আইটিএ ওই বিজ্ঞপ্তিতে লিখেছিল, "একদিকে চা বিক্রির গড় দাম একটাই জায়গায় আটকে রয়েছে, অন্যদিকে চা উৎপাদনের গড় খরচ বেড়ে চলেছে ৷ এতে বাগান মালিকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন ৷"
এছাড়াও আইটিএ সরকারের কাছে দেশের চা ব্যবসায়ীদের উৎসাহিত করতে অর্থসাহায্য এবং উৎপাদন মূল্যের উপর ভিত্তি করে নিলামে ন্যূনতম দাম বেঁধে দেওয়ার অনুরোধ করেছে ৷
আরও পড়ুন : Tea Garden reopen in Darjeeling : দু'বছর পর বন্ধ থাকা কালেজ ভ্যালি চা বাগান খুলল, খুশির হাওয়া পাহাড়ে
প্রসঙ্গত, অসমে ছোট, বড়, মাঝারি মিলিয়ে মোট 850 টি চা বাগান রয়েছে ৷ দেশের উত্তর-পূর্বে অবস্থিত এই রাজ্য়টি বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপাদন করে ৷ প্রতি বছর 65 কোটি কেজিরও বেশি পরিমাণে চা উৎপাদিত হয় অসমে, যা ভারতের মোট উৎপাদনের 50 শতাংশ ৷