নয়াদিল্লি, 31 মার্চ : দেশ জুড়ে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দিল্লি বিমানবন্দরে যাত্রীদের ব়্যানডম পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ দিল্লি সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে ৷
তারা জানিয়েছে, যাঁরাই বাইরে থেকে আসছেন, তাঁদের করোনার পরীক্ষা করানো হচ্ছে ৷ আজ থেকেই চালু করা হয়েছে এই নিয়ম৷ যাঁরা করোনা পজিটিভ হচ্ছেন, তাঁদের বাধ্যতামূলক কোয়ারিন্টিনে পাঠানো হচ্ছে ৷ এর পর রেল স্টেশন ও বাস টার্মিনাসেও একই ধরনের পরীক্ষা শুরু করা হবে ৷
দিল্লি সরকার জানিয়েছে, জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এই পরীক্ষার কাজ করছেন ৷ করোনার পরীক্ষার নমুনা সংগ্রহের পর যাত্রীদের যেতে দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন : দিল্লির সফদরজং হাসপাতালের আইসিইউ-তে আগুন
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ভারতে করোনার সংক্রমণ আবার নতুন করে বাড়তে শুরু করেছে ৷ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি আবার ভয়াবহ হয়ে উঠছে৷ দিল্লিতেও সংক্রমণ বাড়ছে ৷ দিল্লিতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত 6 লক্ষ 60 হাজার 611 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 995 জন আক্রান্ত হয়েছে ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে বুধবার সকালে দেওয়া তথ্য থেকে এই বিষয়টি জানা গিয়েছে ৷