ETV Bharat / bharat

Eid ul-Fitr 2023: ইকবাল আনসারির গলা জড়িয়ে ঈদে সম্প্রীতি বার্তা সত্যেন্দ্র দাসের

ঈদের সকালে বাবরি মসজিদের পক্ষে থাকা ইকবাল আনসারির বাড়িতে গিয়ে সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিলেন অযোধ্যা রামলালার প্রধান সেবায়েত আচার্য সত্যেন্দ্র দাস ৷

Etv Bharat
সম্প্রীতি বার্তা সত্যেন্দ্র দাসের
author img

By

Published : Apr 22, 2023, 9:35 PM IST

সম্প্রীতি বার্তা সত্যেন্দ্রদাসের

অযোধ্যা, 22 এপ্রিল: বাবরি মসজিদে হামলাকাণ্ড এবং রামমন্দিরের জমি বিতর্কের জেরে যে অযোধ্যা একসময় সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল, সেই অযোধ্যাই আজ গোটা দেশ ও বিশ্বকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দিল। পবিত্র ঈদ উপলক্ষে এবার কাছাকাছি এল রাম জন্মভূমি ন্যাস এবং বাবরি মসজিদ মামলার অন্যতম প্রধান দুই কর্তা ৷ শনিবার ঈদের সকালে বাবরি মসজিদের পক্ষে থাকা ইকবাল আনসারির বাড়িতে পৌঁছে তাঁকে ও পরিবারকে শুভেচ্ছা জানালেন রামলালার প্রধান সেবায়েত এবং রাম জন্মভূমি ন্যাসের অন্যতম কর্তা আচার্য সত্যেন্দ্র দাস । যে ঘটনা অযোধ্যার সাম্প্রতিক ইতিহাসে অবশ্যই নজিরবিহীন বলছেন ওয়াকিবহল মহল ৷

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশের প্রথমসারির সবকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ এবার এই পবিত্র উৎসবের দিনে দেশবাসীকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সঙ্গে বসবাসের আহ্বান জানান প্রভু রামলালার প্রধান সেবায়েত আচার্য সত্যেন্দ্র দাসও । অন্যদিকে, এদিন আচার্য সত্যেন্দ্র দাসকে উত্তরীয় পরিয়ে বাড়িতে স্বাগত জানান বাবরি মসজিদ মামলার অন্যতম আবেদনকারী ইকবাল আনসারি৷ পাশাপাশি একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় এদিন ৷ মন্দির ও মসজিদের অধিকারের জন্য উভয় সম্প্রদায় একে অপরের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই লড়লেও, অযোধ্যায় দুই সম্প্রদায়ের মধ্যেই সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব অটুট রয়েছে বলেই এদিন দু'জনেই দাবি করেছেন।

এদিন রামলালার প্রধান সেবায়েত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, "রমজান মাস পবিত্র মাস। ঈদ ইসলামের সবচেয়ে পবিত্র দিন। ঈদের অর্থ মিলন এবং এই মিলন আসলে অন্তরে মিলন।" মানবতা ও সংস্কৃতিকে পারস্পরিক ভ্রাতৃত্বের সঙ্গে সংযুক্ত করে একসঙ্গে পথ চলার আহবান জানিয়ে সত্যেন্দ্র দাস বলেন, "আমরা যদি ঐক্যবদ্ধ ও একসঙ্গে থাকি, তবেই আমরা নিজেদের ও দেশের উন্নয়ন করতে পারব৷ আমাদের ধর্মকেও রক্ষা করতে পারব।"

সৌহার্দ্যের উদ্দেশেই ঈদের দিন ইকবাল আনসারির বাড়িতে এসেছেন বলেও সোফ জানান সত্যেন্দ্র দাস। তিনি বলেন, "আমরা আমাদের সব উৎসবে ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানাই। তিনিও সবকটি উৎসবে যান৷ আবার আমরাও তাঁদের উৎসবে অংশগ্রহণ করি৷ এটাই আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধের উদাহরণ ৷" পশাাপাশি হিন্দু-মুসলমান সম্প্রদায়ের সকলকে একসঙ্গে জোট বদ্ধ হয়ে থাকলে দেশের উন্নয়ন আরও দ্রুত হবে বলে মত সত্যেন্দ্র দাসের।

অন্যদিকে, বাবরি মসজিদের পক্ষে থাকা ইকবাল আনসারি বলেন, "রামলালা মন্দিরের প্রধান সেবায়েতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আজ ঈদ উপলক্ষে তিনি আমাদের বাড়িতে এসেছেন। আমরা তাঁকে সম্মান জানিয়েছি এবং তাঁর আশীর্বাদ নিয়েছি। হিন্দু-মুসলমানের পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক আমরা বিশ্বের সামনে তুলে ধরছি।"

আরও পড়ুন: আজ খুশির ঈদ-অক্ষয় তৃতীয়া, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, "আমরা বাবরির পক্ষে এবং সত্যেন্দ্র দাস ভগবান রামলালার সেবায়েত। আমাদের সম্পর্ক এমনই যে, আমরা একে অপরের উৎসব-অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি।" তাঁরা এখানে যেভাবে মিলিত হতে পেরেছেন, এদেশের মানুষও যেন সেভাবেই একসঙ্গে থাকেন সেই আবেদনও জানিয়েছেন ইকবাল আনসারি । তাঁর কথায়, "একে অপরের সুখে এবং দুঃখে শামিল হতে থাকুন, এতে আমাদের দেশেরও উপকার হবে এবং আমাদের পারস্পরিক সম্পর্কও উন্নত হবে।"

সম্প্রীতি বার্তা সত্যেন্দ্রদাসের

অযোধ্যা, 22 এপ্রিল: বাবরি মসজিদে হামলাকাণ্ড এবং রামমন্দিরের জমি বিতর্কের জেরে যে অযোধ্যা একসময় সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল, সেই অযোধ্যাই আজ গোটা দেশ ও বিশ্বকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দিল। পবিত্র ঈদ উপলক্ষে এবার কাছাকাছি এল রাম জন্মভূমি ন্যাস এবং বাবরি মসজিদ মামলার অন্যতম প্রধান দুই কর্তা ৷ শনিবার ঈদের সকালে বাবরি মসজিদের পক্ষে থাকা ইকবাল আনসারির বাড়িতে পৌঁছে তাঁকে ও পরিবারকে শুভেচ্ছা জানালেন রামলালার প্রধান সেবায়েত এবং রাম জন্মভূমি ন্যাসের অন্যতম কর্তা আচার্য সত্যেন্দ্র দাস । যে ঘটনা অযোধ্যার সাম্প্রতিক ইতিহাসে অবশ্যই নজিরবিহীন বলছেন ওয়াকিবহল মহল ৷

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশের প্রথমসারির সবকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ এবার এই পবিত্র উৎসবের দিনে দেশবাসীকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সঙ্গে বসবাসের আহ্বান জানান প্রভু রামলালার প্রধান সেবায়েত আচার্য সত্যেন্দ্র দাসও । অন্যদিকে, এদিন আচার্য সত্যেন্দ্র দাসকে উত্তরীয় পরিয়ে বাড়িতে স্বাগত জানান বাবরি মসজিদ মামলার অন্যতম আবেদনকারী ইকবাল আনসারি৷ পাশাপাশি একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় এদিন ৷ মন্দির ও মসজিদের অধিকারের জন্য উভয় সম্প্রদায় একে অপরের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই লড়লেও, অযোধ্যায় দুই সম্প্রদায়ের মধ্যেই সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব অটুট রয়েছে বলেই এদিন দু'জনেই দাবি করেছেন।

এদিন রামলালার প্রধান সেবায়েত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, "রমজান মাস পবিত্র মাস। ঈদ ইসলামের সবচেয়ে পবিত্র দিন। ঈদের অর্থ মিলন এবং এই মিলন আসলে অন্তরে মিলন।" মানবতা ও সংস্কৃতিকে পারস্পরিক ভ্রাতৃত্বের সঙ্গে সংযুক্ত করে একসঙ্গে পথ চলার আহবান জানিয়ে সত্যেন্দ্র দাস বলেন, "আমরা যদি ঐক্যবদ্ধ ও একসঙ্গে থাকি, তবেই আমরা নিজেদের ও দেশের উন্নয়ন করতে পারব৷ আমাদের ধর্মকেও রক্ষা করতে পারব।"

সৌহার্দ্যের উদ্দেশেই ঈদের দিন ইকবাল আনসারির বাড়িতে এসেছেন বলেও সোফ জানান সত্যেন্দ্র দাস। তিনি বলেন, "আমরা আমাদের সব উৎসবে ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানাই। তিনিও সবকটি উৎসবে যান৷ আবার আমরাও তাঁদের উৎসবে অংশগ্রহণ করি৷ এটাই আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধের উদাহরণ ৷" পশাাপাশি হিন্দু-মুসলমান সম্প্রদায়ের সকলকে একসঙ্গে জোট বদ্ধ হয়ে থাকলে দেশের উন্নয়ন আরও দ্রুত হবে বলে মত সত্যেন্দ্র দাসের।

অন্যদিকে, বাবরি মসজিদের পক্ষে থাকা ইকবাল আনসারি বলেন, "রামলালা মন্দিরের প্রধান সেবায়েতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আজ ঈদ উপলক্ষে তিনি আমাদের বাড়িতে এসেছেন। আমরা তাঁকে সম্মান জানিয়েছি এবং তাঁর আশীর্বাদ নিয়েছি। হিন্দু-মুসলমানের পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক আমরা বিশ্বের সামনে তুলে ধরছি।"

আরও পড়ুন: আজ খুশির ঈদ-অক্ষয় তৃতীয়া, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, "আমরা বাবরির পক্ষে এবং সত্যেন্দ্র দাস ভগবান রামলালার সেবায়েত। আমাদের সম্পর্ক এমনই যে, আমরা একে অপরের উৎসব-অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি।" তাঁরা এখানে যেভাবে মিলিত হতে পেরেছেন, এদেশের মানুষও যেন সেভাবেই একসঙ্গে থাকেন সেই আবেদনও জানিয়েছেন ইকবাল আনসারি । তাঁর কথায়, "একে অপরের সুখে এবং দুঃখে শামিল হতে থাকুন, এতে আমাদের দেশেরও উপকার হবে এবং আমাদের পারস্পরিক সম্পর্কও উন্নত হবে।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.