ETV Bharat / bharat

রামলালার পুজোয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা, অযোধ্যা থেকে রামজ্যোতি আনবেন সংখ্যালঘু মহিলা - ayodhya

Ram Lala Pran Pratistha: রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উৎসাহী সংখ্যালঘু সম্প্রদায় ৷ আজই অযোধ্যায় রওনা দিচ্ছেন দুই মুসলিম মহিলা ৷ তাঁরা সেখান থেকে রামজ্যোতি কাশীতে নিয়ে আসবেন ৷

ETV Bharat
ভগবান রামচন্দ্রের আরাধনায় সর্বধর্ম সমন্বয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 9:44 PM IST

বারাণসী, 6 জানুয়ারি: রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে 22 জানুয়ারি ৷ এর প্রস্তুতি চলছে দেশজুড়ে ৷ উত্তরপ্রদেশের কাশীতেও আনন্দ উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে ৷ এই বিশেষ দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে ৷ কাশী থেকে অযোধ্যা পর্যন্ত গঙ্গা-যমুনার সংস্কৃতি দেখতে পাওয়া যাবে ৷ ভগবান রামের নামে প্রদীপ জ্বালানো হবে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ৷ এমনকী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতেও ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের দু'জন মহিলা - ডাঃ নাজরীন অনসারি এবং ডাঃ নজমা পরবিন অযোধ্যা থেকে রামজ্যোতি কাশীতে নিয়ে আসবেন ৷ তাঁরা বহুদিন ধরেই ভগবান রামের ভক্ত ৷

মুসলিম মহিলা মঞ্চের জাতীয় সদস্য ডাঃ নাজরীন অনসারি রামজ্যোতি আনতে শনিবার অযোধ্যা রওনা দেবেন ৷ তাঁরই সঙ্গে থাকবেন ভারতীয় আওয়াম পার্টির জাতীয় সদস্য ডাঃ নজমা পরবিন ৷ অযোধ্যায় পৌঁছনোর পর ডাঃ নাজরীনকে রামজ্যোতি দেবেন অযোধ্যার সাকেত ভূষণ শ্রীরাম পীঠের পীঠাধিশ্বর মহন্ত শম্ভু দেবাচার্য ৷ এরপর রবিবার ডাঃ নাজরীন ওই রামজ্যোতি নিয়ে কাশী ফিরে আসবেন ৷ কাশীতে তাঁকে স্বাগত জানাবেন জৌনপুরের কেরাকতে এক মুসলিম পরিবার ৷ এছাড়া রামপন্থের প্রবক্তা কবীন্দ্র নারায়ণের সঙ্গে একশোরও বেশি মানুষ ডাঃ নাজরীনকে স্বাগত জানাবেন ৷ এরপর ওই রামজ্যোতি পৌঁছবে সুভাষ ভবনে ৷ সেখানে 150 টি মুসলিম পরিবার ওই অযোধ্যা থেকে আনা রামজ্যোতি থেকে প্রদীপ জ্বালিয়ে বাড়ি নিয়ে যাবেন ৷ এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা প্রথম থেকেই রামমন্দিরের পক্ষে কথা বলেছেন ৷

শ্রীরাম জন্মভূমি তীরথ ক্ষেত্রের তরফে ইতিমধ্যে রামমন্দির কেমন হবে, তার বিশেষত্বগুলি প্রকাশ করেছে ৷ পূর্ব থেকে পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ 380 ফুট, প্রস্থ 250 ফুট, উচ্চতা 161 ফুট ৷ মন্দির চত্বরে প্রাচীন সীতাকূপও দেখতে পাবেন দর্শনার্থীরা ৷

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে
  3. চলতি মাসেই ইতিহাসে অযোধ্যা, এবার হেরিটেজ স্বীকৃতির দাবি শ্রীরামপুরের রাম মন্দিরের

বারাণসী, 6 জানুয়ারি: রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে 22 জানুয়ারি ৷ এর প্রস্তুতি চলছে দেশজুড়ে ৷ উত্তরপ্রদেশের কাশীতেও আনন্দ উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে ৷ এই বিশেষ দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে ৷ কাশী থেকে অযোধ্যা পর্যন্ত গঙ্গা-যমুনার সংস্কৃতি দেখতে পাওয়া যাবে ৷ ভগবান রামের নামে প্রদীপ জ্বালানো হবে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ৷ এমনকী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতেও ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের দু'জন মহিলা - ডাঃ নাজরীন অনসারি এবং ডাঃ নজমা পরবিন অযোধ্যা থেকে রামজ্যোতি কাশীতে নিয়ে আসবেন ৷ তাঁরা বহুদিন ধরেই ভগবান রামের ভক্ত ৷

মুসলিম মহিলা মঞ্চের জাতীয় সদস্য ডাঃ নাজরীন অনসারি রামজ্যোতি আনতে শনিবার অযোধ্যা রওনা দেবেন ৷ তাঁরই সঙ্গে থাকবেন ভারতীয় আওয়াম পার্টির জাতীয় সদস্য ডাঃ নজমা পরবিন ৷ অযোধ্যায় পৌঁছনোর পর ডাঃ নাজরীনকে রামজ্যোতি দেবেন অযোধ্যার সাকেত ভূষণ শ্রীরাম পীঠের পীঠাধিশ্বর মহন্ত শম্ভু দেবাচার্য ৷ এরপর রবিবার ডাঃ নাজরীন ওই রামজ্যোতি নিয়ে কাশী ফিরে আসবেন ৷ কাশীতে তাঁকে স্বাগত জানাবেন জৌনপুরের কেরাকতে এক মুসলিম পরিবার ৷ এছাড়া রামপন্থের প্রবক্তা কবীন্দ্র নারায়ণের সঙ্গে একশোরও বেশি মানুষ ডাঃ নাজরীনকে স্বাগত জানাবেন ৷ এরপর ওই রামজ্যোতি পৌঁছবে সুভাষ ভবনে ৷ সেখানে 150 টি মুসলিম পরিবার ওই অযোধ্যা থেকে আনা রামজ্যোতি থেকে প্রদীপ জ্বালিয়ে বাড়ি নিয়ে যাবেন ৷ এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা প্রথম থেকেই রামমন্দিরের পক্ষে কথা বলেছেন ৷

শ্রীরাম জন্মভূমি তীরথ ক্ষেত্রের তরফে ইতিমধ্যে রামমন্দির কেমন হবে, তার বিশেষত্বগুলি প্রকাশ করেছে ৷ পূর্ব থেকে পশ্চিমে রামমন্দিরের দৈর্ঘ 380 ফুট, প্রস্থ 250 ফুট, উচ্চতা 161 ফুট ৷ মন্দির চত্বরে প্রাচীন সীতাকূপও দেখতে পাবেন দর্শনার্থীরা ৷

আরও পড়ুন:

  1. রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট
  2. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে
  3. চলতি মাসেই ইতিহাসে অযোধ্যা, এবার হেরিটেজ স্বীকৃতির দাবি শ্রীরামপুরের রাম মন্দিরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.