ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা সফল হোক, রাম মন্দিরের পুরোহিত চিঠি দিলেন রাহুলকে - Ram Janmabhoomi temple

তিনি রামজন্মভূমি মন্দিরের পুরোহিত ৷ কিন্তু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় তাঁর পূর্ণ সমর্থন আছে (Ram Janmabhoomi temple priest writes letter to Rahul Gandhi) ৷

Rahul Gandhi
রাম জন্মভূমি মন্দির
author img

By

Published : Jan 3, 2023, 10:59 AM IST

Updated : Jan 3, 2023, 2:34 PM IST

অযোধ্যা (উত্তরপ্রদেশ), 3 জানুয়ারি: ভারত জোড়ো যাত্রায় হাঁটতে চান তিনি ৷ তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে চিঠি লিখলেন রামজন্মভূমি মন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ৷ এই মহামিছিলেন তাঁর সমর্থন রয়েছে, চিঠিতে জানিয়েছেন আচার্য ৷ 2022 সালের শেষ দিনে রাহুল গান্ধিকে তিনি চিঠিতে জানান, কংগ্রেস নেতার উপর ভগবান রামের আশীর্বাদ সবসময় রয়েছে ৷ এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (Acharya Satyendra Das has written a letter to Congress leader Rahul Gandhi extending his support for the Bharat Jodo Yatra) ৷

গত বছরের 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে কাশ্মীরে (Kanyakumari to Kashmir) ৷ এই দীর্ঘ যাত্রাপথে কংগ্রেস নেতা যেন সফল হন, কামনা করেছেন আচার্য দাস ৷ রাহুলের শরীর সুস্থ থাকুক, তিনি দীর্ঘজীবী হন, প্রার্থনা রামজন্মভূমি মন্দিরের পুরোহিতের ৷

এ প্রসঙ্গে ঋগবেদ থেকে সংস্কৃত মন্ত্র 'সর্বজন সুখায় সর্বজন হিতায়' (Sarvajan Sukhay Sarvajan Hitay) উদ্ধৃত করেন ৷ এর অর্থ 'সবার আনন্দে, সবার কল্যাণে' ৷ এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কংগ্রেসের মুখপাত্র সুনীল কৃষ্ণ গৌতম (Sunil Krishna Gautam, district spokesperson, Congress Party Ayodhya) ৷ তিনি বলেন, "রাহুল গান্ধির নেতৃত্বে দেশে ভারত জোড়ো যাত্রা চলছে ৷ তাকে সমর্থন করে অযোধ্যার সন্ত সত্যেন্দ্র দাস একটি চিঠি লিখেছেন ৷"

তিনি আরও বলেন, "আচার্য সত্যেন্দ্র দাস এই মহামিছিলে হাঁটতে খুবই আগ্রহী ৷ কিন্তু শারীরিক কারণে তিনি যোগ দিতে পারেননি ৷ তবে তিনি চিঠি দিয়ে এই যাত্রার প্রতি তাঁর নৈতিক সমর্থন জানিয়েছেন ৷ এমনকী পুরোহিত এই যাত্রাকে ঠিক এবং যথাযোগ্য সময়ে হয়েছে বলে উল্লেখ করেছেন ৷ ভারত জোড়ো যাত্রাকে মহাত্মা গান্ধির ডাণ্ডি অভিযানের (Dandi Yatra) সঙ্গে তুলনা করেছেন ৷" আচার্য সত্যেন্দ্র দাসের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন জেলা মুখপাত্র ৷

আরও পড়ুন: অধীরের নেতৃত্বে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ প্রদেশ কংগ্রেসের

শীতে 9 দিন স্থগিত থাকার পর আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে ৷ এই যাত্রা 110 দিনেরও বেশি সময়ে 3 হাজার কিলোমিটারেরও অধিক রাস্তা পেরিয়েছে ভারত জোড়ো ৷ এর আগে রাজস্থান ও দিল্লিতে ছিল কংগ্রেসের এই দীর্ঘ যাত্রা ৷

দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র ও হরিয়ানা পার করেছে মহামিছিল ৷ জম্মু ও কাশ্মীরে শেষ হবে যাত্রা ৷ দলকে চাঙ্গা করতে রাহুল গান্ধি নিজেই মাঠে নেমেছেন ৷ বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে একজোট করতে এবং তাদের সঙ্গে কংগ্রেসের সংযোগ বাড়ানো এর উদ্দেশ্য ৷

অযোধ্যা (উত্তরপ্রদেশ), 3 জানুয়ারি: ভারত জোড়ো যাত্রায় হাঁটতে চান তিনি ৷ তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে চিঠি লিখলেন রামজন্মভূমি মন্দিরের পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ৷ এই মহামিছিলেন তাঁর সমর্থন রয়েছে, চিঠিতে জানিয়েছেন আচার্য ৷ 2022 সালের শেষ দিনে রাহুল গান্ধিকে তিনি চিঠিতে জানান, কংগ্রেস নেতার উপর ভগবান রামের আশীর্বাদ সবসময় রয়েছে ৷ এই চিঠিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (Acharya Satyendra Das has written a letter to Congress leader Rahul Gandhi extending his support for the Bharat Jodo Yatra) ৷

গত বছরের 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে কাশ্মীরে (Kanyakumari to Kashmir) ৷ এই দীর্ঘ যাত্রাপথে কংগ্রেস নেতা যেন সফল হন, কামনা করেছেন আচার্য দাস ৷ রাহুলের শরীর সুস্থ থাকুক, তিনি দীর্ঘজীবী হন, প্রার্থনা রামজন্মভূমি মন্দিরের পুরোহিতের ৷

এ প্রসঙ্গে ঋগবেদ থেকে সংস্কৃত মন্ত্র 'সর্বজন সুখায় সর্বজন হিতায়' (Sarvajan Sukhay Sarvajan Hitay) উদ্ধৃত করেন ৷ এর অর্থ 'সবার আনন্দে, সবার কল্যাণে' ৷ এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কংগ্রেসের মুখপাত্র সুনীল কৃষ্ণ গৌতম (Sunil Krishna Gautam, district spokesperson, Congress Party Ayodhya) ৷ তিনি বলেন, "রাহুল গান্ধির নেতৃত্বে দেশে ভারত জোড়ো যাত্রা চলছে ৷ তাকে সমর্থন করে অযোধ্যার সন্ত সত্যেন্দ্র দাস একটি চিঠি লিখেছেন ৷"

তিনি আরও বলেন, "আচার্য সত্যেন্দ্র দাস এই মহামিছিলে হাঁটতে খুবই আগ্রহী ৷ কিন্তু শারীরিক কারণে তিনি যোগ দিতে পারেননি ৷ তবে তিনি চিঠি দিয়ে এই যাত্রার প্রতি তাঁর নৈতিক সমর্থন জানিয়েছেন ৷ এমনকী পুরোহিত এই যাত্রাকে ঠিক এবং যথাযোগ্য সময়ে হয়েছে বলে উল্লেখ করেছেন ৷ ভারত জোড়ো যাত্রাকে মহাত্মা গান্ধির ডাণ্ডি অভিযানের (Dandi Yatra) সঙ্গে তুলনা করেছেন ৷" আচার্য সত্যেন্দ্র দাসের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন জেলা মুখপাত্র ৷

আরও পড়ুন: অধীরের নেতৃত্বে ‘সাগর থেকে পাহাড় যাত্রা’ প্রদেশ কংগ্রেসের

শীতে 9 দিন স্থগিত থাকার পর আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে ৷ এই যাত্রা 110 দিনেরও বেশি সময়ে 3 হাজার কিলোমিটারেরও অধিক রাস্তা পেরিয়েছে ভারত জোড়ো ৷ এর আগে রাজস্থান ও দিল্লিতে ছিল কংগ্রেসের এই দীর্ঘ যাত্রা ৷

দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র ও হরিয়ানা পার করেছে মহামিছিল ৷ জম্মু ও কাশ্মীরে শেষ হবে যাত্রা ৷ দলকে চাঙ্গা করতে রাহুল গান্ধি নিজেই মাঠে নেমেছেন ৷ বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে একজোট করতে এবং তাদের সঙ্গে কংগ্রেসের সংযোগ বাড়ানো এর উদ্দেশ্য ৷

Last Updated : Jan 3, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.