ETV Bharat / bharat

Raksha Bandhan 2023: দেশবাসীকে রাখির শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে মোদি-মমতার - PM Narendra Modi

দেশবাসীকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

Raksha Bandhan greeting
রাখিবন্ধন উৎবের শুভেচ্ছা
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 11:05 AM IST

কলকাতা, 30 অগস্ট: আজ রাখি ৷ জাতিধর্ম নির্বিশেষে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি ৷ বোন-দিদিরা রাখি বাঁধছেন ভাই-দাদাদের হাতে ৷ হচ্ছে উপহার বিনিময়। চলছে মিষ্টিমুখের পর্ব ৷ বুধবার রাখি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে ৷

  • सभी देशवासियों को रक्षा बंधन के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ! यह त्योहार भाई-बहन के अटूट प्रेम का प्रतीक है और अत्यंत उत्साह के साथ मनाया जाता है। आइए, इस शुभ अवसर पर हम देश में महिलाओं के लिए अधिक सुरक्षित और समानतापूर्ण वातावरण बनाने का संकल्प लें।

    — President of India (@rashtrapatibhvn) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন সকলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটে লেখেন, "সকল দেশবাসীকে রাখিবন্ধনের শুভ উৎসবে উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ এই উৎসবটি ভাই এবং বোনের অবিরাম ভালবাসার প্রতীক। অত্যন্ত উৎসাহের সঙ্গে দেশজুড়ে এই উৎসব পালিত হয় । রাখিবন্ধন উপলক্ষে আসুন আমরা দেশে নারীদের জন্য আরও নিরাপদ এবং সমমর্যাদামূলক পরিবেশ তৈরি করার অঙ্গীকার নিই ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটারে লেখেন, "আমার পরিবারের সকল সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতিফলন এই রাখিবন্ধন উৎসব ৷ এটি আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলনও। আমি কামনা করি এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে আরও বাড়িয়ে তুলুক ।"

  • मेरे सभी परिवारजनों को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। बहन और भाई के बीच अटूट विश्वास और अगाध प्रेम को समर्पित रक्षाबंधन का ये पावन पर्व, हमारी संस्कृति का पवित्र प्रतिबिंब है। मेरी कामना है, यह पर्व हर किसी के जीवन में स्नेह, सद्भाव और सौहार्द की भावना को और प्रगाढ़ करे।

    — Narendra Modi (@narendramodi) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বলিউড থেকে দক্ষিণ, দেখে নিন সেলেবদের রাখি উৎসব পালনের ঝলক...

  • समस्त देशवासियों को ‘रक्षाबंधन’ की हार्दिक शुभकामनाएं।
    भाई-बहन के अटूट रिश्ते और प्रेम का प्रतीक रक्षाबंधन का यह पावन पर्व सभी के जीवन में सुख और समृद्धि लाये। pic.twitter.com/txQrb2wCMb

    — Amit Shah (@AmitShah) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে একটি সুন্দর ছবি দিয়ে লেখেন, "সকল দেশবাসীকে রাখিবন্ধন-এর আন্তরিক শুভেচ্ছা । ভাই-বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক রাখিবন্ধন ৷ এই শুভ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে রাজ্য-সহ দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি হিন্দি ও বাংলা মিলিয়ে লেখেন, "সকলকে রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ৷ আমাদের দেশ মহান ৷" রাখির শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ তিনি লেখেন, "পারিবারিক বন্ধন হল ভারতীয় সংস্কৃতির ভিত্তি এবং রাখিবন্ধন হল ভাইবোনের মধ্যে পবিত্র ভালবাসার উদযাপন । আমরা অসমকে আমাদের বোনদের জন্য নিরাপদ ও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

কলকাতা, 30 অগস্ট: আজ রাখি ৷ জাতিধর্ম নির্বিশেষে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি ৷ বোন-দিদিরা রাখি বাঁধছেন ভাই-দাদাদের হাতে ৷ হচ্ছে উপহার বিনিময়। চলছে মিষ্টিমুখের পর্ব ৷ বুধবার রাখি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে ৷

  • सभी देशवासियों को रक्षा बंधन के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ! यह त्योहार भाई-बहन के अटूट प्रेम का प्रतीक है और अत्यंत उत्साह के साथ मनाया जाता है। आइए, इस शुभ अवसर पर हम देश में महिलाओं के लिए अधिक सुरक्षित और समानतापूर्ण वातावरण बनाने का संकल्प लें।

    — President of India (@rashtrapatibhvn) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিন সকলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটে লেখেন, "সকল দেশবাসীকে রাখিবন্ধনের শুভ উৎসবে উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ৷ এই উৎসবটি ভাই এবং বোনের অবিরাম ভালবাসার প্রতীক। অত্যন্ত উৎসাহের সঙ্গে দেশজুড়ে এই উৎসব পালিত হয় । রাখিবন্ধন উপলক্ষে আসুন আমরা দেশে নারীদের জন্য আরও নিরাপদ এবং সমমর্যাদামূলক পরিবেশ তৈরি করার অঙ্গীকার নিই ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটারে লেখেন, "আমার পরিবারের সকল সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা ও অপরিসীম ভালোবাসার প্রতিফলন এই রাখিবন্ধন উৎসব ৷ এটি আমাদের সংস্কৃতির এক পবিত্র প্রতিফলনও। আমি কামনা করি এই উৎসব সবার জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিকে আরও বাড়িয়ে তুলুক ।"

  • मेरे सभी परिवारजनों को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। बहन और भाई के बीच अटूट विश्वास और अगाध प्रेम को समर्पित रक्षाबंधन का ये पावन पर्व, हमारी संस्कृति का पवित्र प्रतिबिंब है। मेरी कामना है, यह पर्व हर किसी के जीवन में स्नेह, सद्भाव और सौहार्द की भावना को और प्रगाढ़ करे।

    — Narendra Modi (@narendramodi) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বলিউড থেকে দক্ষিণ, দেখে নিন সেলেবদের রাখি উৎসব পালনের ঝলক...

  • समस्त देशवासियों को ‘रक्षाबंधन’ की हार्दिक शुभकामनाएं।
    भाई-बहन के अटूट रिश्ते और प्रेम का प्रतीक रक्षाबंधन का यह पावन पर्व सभी के जीवन में सुख और समृद्धि लाये। pic.twitter.com/txQrb2wCMb

    — Amit Shah (@AmitShah) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে একটি সুন্দর ছবি দিয়ে লেখেন, "সকল দেশবাসীকে রাখিবন্ধন-এর আন্তরিক শুভেচ্ছা । ভাই-বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক রাখিবন্ধন ৷ এই শুভ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে রাজ্য-সহ দেশবাসীকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি হিন্দি ও বাংলা মিলিয়ে লেখেন, "সকলকে রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা ৷ আমাদের দেশ মহান ৷" রাখির শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ তিনি লেখেন, "পারিবারিক বন্ধন হল ভারতীয় সংস্কৃতির ভিত্তি এবং রাখিবন্ধন হল ভাইবোনের মধ্যে পবিত্র ভালবাসার উদযাপন । আমরা অসমকে আমাদের বোনদের জন্য নিরাপদ ও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.