নয়াদিল্লি, 10 জুলাই : কৃষক আন্দোলনকে আরও জোরদার করার বার্তা দিলেন ভারতীয় কৃষক সংগঠনের (Bharatiya Kisan Union) নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) ৷ শনিবার তিনি জানান, আগামী 22 জুলাই থেকে আন্দোলনের কর্মসূচি সংসদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া হবে ৷ ওই দিন থেকে 200 জন করে আন্দোলনকারী সংসদ ভবনের কাছেই বিক্ষোভে সামিল হবেন ৷
এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এই প্রসঙ্গে রাকেশ বলেন, ‘‘যদি কেন্দ্রীয় সরকার তাদের নয়া তিন কৃষি আইন নিয়ে কথা বলতে চায়, সেক্ষেত্রে আমরাও আলোচনায় বসতে রাজি ৷ কিন্তু, সরকার যদি কথা বলতে রাজি না হয়, কিংবা কোনও সমাধানসূত্র না বের হয়, তাহলে আগামী 22 জুলাই থেকে আমাদের 200 জন প্রতিনিধি সংসদ ভবনের কাছেই বিক্ষোভ দেখাবেন ৷’’
আরও পড়ুন : দেশের বিরোধী শক্তি দুর্বল, মমতাকে জানিয়েছেন রাকেশ টিকায়েত
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই রাকেশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নয়া তিন কৃষি আইন নিয়ে তাঁরা কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ৷ কিন্তু আলোচনা হতে হবে শর্তহীন ৷ উল্লেখ্য, রাকেশ টিকায়েতের মন্তব্যের কারণ ছিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের (Narendra Singh Tomar) একটি বক্তব্য ৷ কৃষি মন্ত্রী বলেছিলেন, বিকল্প পথ যাতে বের করা যায়, তার জন্য আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছে কেন্দ্রের সরকার ৷ তারই প্রেক্ষিতে বৈঠকের বার্তা দিয়েছিলেন রাকেশ টিকায়েত ৷
উল্লেখ্য, কৃষক আন্দোলন ও ট্র্য়াক্টর ব়্যালিকে কেন্দ্র করে গত 26 জনুয়ারি কার্যক্ষেত্রে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি ৷ সেই ঘটনায় ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন রাকেশ টিকায়েত ৷ অভিযোগ, বিষয়টি নিয়ে নাকি রাষ্ট্রসংঘের (United Nations) দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ৷ যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন রাকেশ ৷ এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা কখনই বলিনি যে 26 জানুয়ারির ঘটনা নিয়ে আমরা রাষ্ট্রসংঘের কাছে যাব ৷ আমরা বলেছি, এমন কি কোনও সংস্থা আছে, যারা নিরপেক্ষভাবে ওই দিনের ঘটনার তদন্ত করতে পারে ? যদি তেমন কোনও সংস্থা না থাকে, তাহলে কি আমাদের এই বিষয়ে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হওয়া হতে হবে ?’’
আরও পড়ুন : নবান্নতে টিকায়েত-যশবন্তকে পাশে বসিয়ে মোদি হঠানোর ডাক মমতার
প্রসঙ্গত, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে লাগাতার দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ সেই আন্দোলনেরই অঙ্গ হিসাবে গত 26 জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে ট্র্য়াক্টর ব়্যালি করার কথা ঘোষণা করেন আন্দোলনকারীরা ৷ কিন্তু নির্দিষ্ট রুট ভেঙে ক্রমশ লালকেল্লার দিকে এগোতে শুরু করেন তাঁরা ৷ যার জেরে তুমুল অশান্তি ছড়ায় ৷ এমনকী, লালকেল্লার শিখরে উঠে একটি সংগঠনের পতাকাও টাঙিয়ে দেওয়া হয় ৷ সেই ঘটনারই নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ও তাঁর সহযোদ্ধারা ৷