ETV Bharat / bharat

Winter Session of Parliament : সংসদকে উপহাস করেছেন কয়েকজন সাংসদ, এই আচরণ কাম্য নয়; উষ্মা প্রকাশ নাইডুর

author img

By

Published : Dec 23, 2021, 8:08 AM IST

Updated : Dec 23, 2021, 8:57 AM IST

এবারের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদ ৷ বাদল অধিবেশনের শেষদিন হিংসাত্মক আচরণের জন্য রাজ্যসভার 12 জন বিরোধী দলের সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে সংসদের ভেতরে, বাইরে লাগাতার সুর চড়িয়েছে বিরোধীরা ৷

Winter Session of Parliament
বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, 23 ডিসেম্বর : আজ, বৃহস্পতিবার ছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন ৷ তবে নির্ধারিত সময়ের একদিন আগেই অর্থাৎ বুধবার শীতকালীন অধিবেশন শেষের সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Rajya Sabha Chairman M Venkaiah Naidu) এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Speaker of the Lok Sabha Om Birla) ৷ বিরোধীদের লাগাতার হই হট্টগোল, বিশৃঙ্খলার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান দুই কক্ষের প্রধানরা ৷ অধিবেশনের শেষে আক্ষেপ প্রকাশ করে রাজ্যসভার চেয়ারম্যান বলেছেন, "তাঁদের (সাংসদদের) কাজ আইন প্রণয়ন ৷ বিশৃঙ্খলা সৃষ্টি করা নয় ৷" অভিযোগের সুরে তিনি আরও বলেছেন, "আমাদের কিছু নির্বাচিত জনপ্রতিনিধি এই প্রতিষ্ঠানকে উপহাস করছেন । দ্রুত এই আচরণ সংশোধন করতে হবে ৷"

এবারের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদ ৷ বাদল অধিবেশনের শেষদিন হিংসাত্মক আচরণের জন্য রাজ্যসভার 12 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতা করে সংসদের ভেতরে, বাইরে লাগাতার সুর চড়িয়েছে বিরোধীরা ৷ সম্প্রতি অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড হন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ এছাড়া লখিমপুর খেরিতে কৃষক মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির পদত্যাগের দাবি, নির্বাচনী আইন সংশোধনী বিল পাশ ইত্যাদি ইস্যুগুলি নিয়ে বারবার বিঘ্ন ঘটেছে সংসদের কাজে ৷ গোটা শীতকালীন অধিবেশন জুড়ে এই দৃশ্য দেখা গিয়েছে ৷ যে কারণে নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয়ে গিয়েছে শীতকালীন অধিবেশন ৷

অধিবেশন শেষ করার আগে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁর অধিবেশন সমাপ্তি বক্তব্যে বলেন, "আজই শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে ৷ আমার এটা বলতে মোটেও স্বস্তি হচ্ছে না যে সংসদের কাজ প্রত্যাশার চেয়ে কম ছিল ৷ আমি সবাইকে বলব, আপনাদের আত্মসমীক্ষা করা উচিত ৷ বোঝার চেষ্টা করুন যে, কী করলে এই অধিবেশন আরও ভাল এবং ভিন্ন হতে পারত (Rajya Sabha Chairman M Venkaiah Naidu unhappy over winter session of Parliament ) ৷" লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, "কোনও ইস্যুতে সম্মতি বা মতবিরোধ বিতর্কের মধ্য দিয়ে প্রকাশ পাওয়া উচিত, সংসদের কাজ পণ্ড করে নয় ৷"

আরও পড়ুন : Electoral Reforms Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল

এবারের শীতকালীন অধিবেশনে 47.9 শতাংশ কাজ হয়েছে ৷ মোট 18টি অধিবেশন হয়েছে ৷ নির্ধারিত 95 ঘণ্টা 6 মিনিটের মধ্যে কাজ হয়েছে মাত্র 45 ঘণ্টা ৷ পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, এবারের অধিবেশন চলেছে 83 ঘণ্টা 20 মিনিট ৷ তার মধ্যে 18 ঘণ্টা 48 মিনিট শুধু বিশৃঙ্খলার কারণে নষ্ট হয়েছে ৷

সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে মোট 11টি বিল পাশ হয়েছে ৷ তার মধ্যে রয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল ৷ গত এক বছরের লাগাতার আন্দোলনের জেরে সরকার এই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ৷ রয়েছে নির্বাচনী আইন (সংশোধন) বিল, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সংশোধনী) বিল ইত্যাদি ৷

নয়াদিল্লি, 23 ডিসেম্বর : আজ, বৃহস্পতিবার ছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন ৷ তবে নির্ধারিত সময়ের একদিন আগেই অর্থাৎ বুধবার শীতকালীন অধিবেশন শেষের সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Rajya Sabha Chairman M Venkaiah Naidu) এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Speaker of the Lok Sabha Om Birla) ৷ বিরোধীদের লাগাতার হই হট্টগোল, বিশৃঙ্খলার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান দুই কক্ষের প্রধানরা ৷ অধিবেশনের শেষে আক্ষেপ প্রকাশ করে রাজ্যসভার চেয়ারম্যান বলেছেন, "তাঁদের (সাংসদদের) কাজ আইন প্রণয়ন ৷ বিশৃঙ্খলা সৃষ্টি করা নয় ৷" অভিযোগের সুরে তিনি আরও বলেছেন, "আমাদের কিছু নির্বাচিত জনপ্রতিনিধি এই প্রতিষ্ঠানকে উপহাস করছেন । দ্রুত এই আচরণ সংশোধন করতে হবে ৷"

এবারের শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদ ৷ বাদল অধিবেশনের শেষদিন হিংসাত্মক আচরণের জন্য রাজ্যসভার 12 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতা করে সংসদের ভেতরে, বাইরে লাগাতার সুর চড়িয়েছে বিরোধীরা ৷ সম্প্রতি অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড হন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ এছাড়া লখিমপুর খেরিতে কৃষক মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির পদত্যাগের দাবি, নির্বাচনী আইন সংশোধনী বিল পাশ ইত্যাদি ইস্যুগুলি নিয়ে বারবার বিঘ্ন ঘটেছে সংসদের কাজে ৷ গোটা শীতকালীন অধিবেশন জুড়ে এই দৃশ্য দেখা গিয়েছে ৷ যে কারণে নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হয়ে গিয়েছে শীতকালীন অধিবেশন ৷

অধিবেশন শেষ করার আগে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁর অধিবেশন সমাপ্তি বক্তব্যে বলেন, "আজই শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে ৷ আমার এটা বলতে মোটেও স্বস্তি হচ্ছে না যে সংসদের কাজ প্রত্যাশার চেয়ে কম ছিল ৷ আমি সবাইকে বলব, আপনাদের আত্মসমীক্ষা করা উচিত ৷ বোঝার চেষ্টা করুন যে, কী করলে এই অধিবেশন আরও ভাল এবং ভিন্ন হতে পারত (Rajya Sabha Chairman M Venkaiah Naidu unhappy over winter session of Parliament ) ৷" লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, "কোনও ইস্যুতে সম্মতি বা মতবিরোধ বিতর্কের মধ্য দিয়ে প্রকাশ পাওয়া উচিত, সংসদের কাজ পণ্ড করে নয় ৷"

আরও পড়ুন : Electoral Reforms Bill: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধনী বিল

এবারের শীতকালীন অধিবেশনে 47.9 শতাংশ কাজ হয়েছে ৷ মোট 18টি অধিবেশন হয়েছে ৷ নির্ধারিত 95 ঘণ্টা 6 মিনিটের মধ্যে কাজ হয়েছে মাত্র 45 ঘণ্টা ৷ পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, এবারের অধিবেশন চলেছে 83 ঘণ্টা 20 মিনিট ৷ তার মধ্যে 18 ঘণ্টা 48 মিনিট শুধু বিশৃঙ্খলার কারণে নষ্ট হয়েছে ৷

সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে মোট 11টি বিল পাশ হয়েছে ৷ তার মধ্যে রয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল ৷ গত এক বছরের লাগাতার আন্দোলনের জেরে সরকার এই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ৷ রয়েছে নির্বাচনী আইন (সংশোধন) বিল, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সংশোধনী) বিল ইত্যাদি ৷

Last Updated : Dec 23, 2021, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.