ETV Bharat / bharat

Rajnath Singh: আগে কেউ শুনত না, এখন বিশ্ব গুরুত্ব দিয়ে শোনে ভারতের কথা; সেনা দিবসে দাবি রাজনাথের

রবিবার সেনা দিবস (Army Day) উপলক্ষে সেনা বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

ETV Bharat
রাজনাথ সিং
author img

By

Published : Jan 15, 2023, 10:45 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: রবিবার 75 তম সেনা দিবস পালন করল ভারত ৷ এই বিশেষ দিনে দেশের প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ স্বাধীন ভারতের সেনা বাহিনীর প্রথম ফিল্ড মার্শাল কোদান্দেরা এম চারিপ্পার স্মরণে প্রতি বছর 15 জানুয়ারি সেনা দিবস হবে পালন করা হয় ভারতে (Army Day of India) ৷

এবার সেনা দিবসের মূল অনুষ্ঠান হয় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ৷ এই প্রথম নয়াদিল্লির বাইরে কোনও শহরে সেনা দিবসের প্যারেড অনুষ্ঠিত হল ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সেনা দিবসের অনুষ্ঠান পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, প্রত্যেক শক্তিশালী দেশের মতো ভারতীয় সেনাকেও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ও পরাক্রমী হয়ে উঠতে হবে (Rajnath Singh praises Army) ৷

প্রতিরক্ষামন্ত্রীর কথায়, "আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ সেই সূত্রের রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে ৷" রাজনাথের কথায়, আগে যখন ভারত কথা বলত কেউ গুরুত্ব দিত না ৷ কিন্তু এখন ভারত কিছু বললে বিশ্ব তা গুরুত্ব দিয়ে শোনে ৷ ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা তারই একটি উদাহরণ ৷

  • On Army Day, I convey my best wishes to all army personnel, veterans and their families. Every Indian is proud of our Army and will always be grateful to our soldiers. They have always kept our nation safe and are widely admired for their service during times of crisis. pic.twitter.com/EJvbkb9bmD

    — Narendra Modi (@narendramodi) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রিমোট ভোটিং মেশিন নিয়ে বিরোধীদের বৈঠক, অনুপস্থিত তৃণমূল-সপা-এনসিপি

ভারতীয় সেনার কাছে এই দিনটির গুরুত্ব বিশেষ ৷ সেনা পদক, শৌর্য পদক এদিন প্রদান করা হয়ে থাকে ৷ সেনা দিবস উপলক্ষে এদিন টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি জানান, প্রত্যেক ভারতবাসী দেশের সেনা বাহিনীর জন্য গর্বিত ও তাদের কাছে কৃতজ্ঞ ৷ যেকোনও বিপদের সময়ে ঝাপিয়ে পড়ে তারাই দেশকে সুরক্ষিত রেখেছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও সেনা দিবসে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৷

নয়াদিল্লি, 15 জানুয়ারি: রবিবার 75 তম সেনা দিবস পালন করল ভারত ৷ এই বিশেষ দিনে দেশের প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ স্বাধীন ভারতের সেনা বাহিনীর প্রথম ফিল্ড মার্শাল কোদান্দেরা এম চারিপ্পার স্মরণে প্রতি বছর 15 জানুয়ারি সেনা দিবস হবে পালন করা হয় ভারতে (Army Day of India) ৷

এবার সেনা দিবসের মূল অনুষ্ঠান হয় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ৷ এই প্রথম নয়াদিল্লির বাইরে কোনও শহরে সেনা দিবসের প্যারেড অনুষ্ঠিত হল ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সেনা দিবসের অনুষ্ঠান পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, প্রত্যেক শক্তিশালী দেশের মতো ভারতীয় সেনাকেও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ও পরাক্রমী হয়ে উঠতে হবে (Rajnath Singh praises Army) ৷

প্রতিরক্ষামন্ত্রীর কথায়, "আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ সেই সূত্রের রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে ৷" রাজনাথের কথায়, আগে যখন ভারত কথা বলত কেউ গুরুত্ব দিত না ৷ কিন্তু এখন ভারত কিছু বললে বিশ্ব তা গুরুত্ব দিয়ে শোনে ৷ ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা তারই একটি উদাহরণ ৷

  • On Army Day, I convey my best wishes to all army personnel, veterans and their families. Every Indian is proud of our Army and will always be grateful to our soldiers. They have always kept our nation safe and are widely admired for their service during times of crisis. pic.twitter.com/EJvbkb9bmD

    — Narendra Modi (@narendramodi) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রিমোট ভোটিং মেশিন নিয়ে বিরোধীদের বৈঠক, অনুপস্থিত তৃণমূল-সপা-এনসিপি

ভারতীয় সেনার কাছে এই দিনটির গুরুত্ব বিশেষ ৷ সেনা পদক, শৌর্য পদক এদিন প্রদান করা হয়ে থাকে ৷ সেনা দিবস উপলক্ষে এদিন টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি জানান, প্রত্যেক ভারতবাসী দেশের সেনা বাহিনীর জন্য গর্বিত ও তাদের কাছে কৃতজ্ঞ ৷ যেকোনও বিপদের সময়ে ঝাপিয়ে পড়ে তারাই দেশকে সুরক্ষিত রেখেছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও সেনা দিবসে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.