বেঙ্গালুরু, 30 এপ্রিল: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তুলোধনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সম্প্রতি নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি একটি মন্তব্য করেন, যা ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তার প্রেক্ষিতেই রবিবার কর্ণাটকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন ৷ দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে বলে মত তাঁর ৷
27 এপ্রিল কর্ণাটকে বেঙ্গালুরুর কাছে কালাবুরাগিতে একটি জনসভায় মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেন প্রবীণ কংগ্রেস নেতা খাড়গে ৷ স্বভাবতই এ নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায় ৷ মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, "আপনারা ভুল করবেন না ৷ মোদি একটি বিষধর সাপের মতো ৷ আপনারা যদি ভুল করে চেটে ফেলেন, তাহলে মরে যাবেন ৷" এতে গেরুয়া শিবির মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে বলেন ৷ প্রধানমন্ত্রীর নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে ৷ পরে অবশ্য একাধিক টুইট করে কংগ্রেস সভাপতি সাফাই দেন যে, এই মন্তব্য তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে করেননি ৷ বরং নিশানা ছিল তাঁর মতাদর্শ ৷
খাড়গে টুইট করে লেখেন, বিজেপির বিভাজনের আদর্শ, অসাম্প্রদায়িকতা, ঘৃণা এবং দলিতদের প্রতি তাদের বৈষম্যমূলক আচরণ নিয়ে তিনি এমন 'বিষধর সাপ' মন্তব্যটি করেছেন ৷ তিনি ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেননি ৷ কিন্তু তার রেশ এখনও কাটেনি ৷ রবিবার অশীতিপর মল্লিকার্জুনকে তাঁর মন্তব্যের জন্য একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ রবিবার কর্ণাটকে একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, "প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন ব্যক্তিবিশেষ নন ৷ তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ৷ কংগ্রেস নেতারা যেভাবে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করছে, তাতে তাঁরা সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিকে ছারখার করে দিচ্ছে ৷"
-
…मैंने ग़रीबों व दलितों का दुख दर्द देखा भी है और सहा भी है।
— Mallikarjun Kharge (@kharge) April 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
पॉंच दशकों से भाजपा तथा RSS की विभाजनकारी विचारधारा से, उनके नेताओं से, मेरा विरोध हमेशा से रहा है।
मेरी राजनीतिक लड़ाई उनकी राजनीति के ख़िलाफ़ थी, है और हमेशा रहेगी।
">…मैंने ग़रीबों व दलितों का दुख दर्द देखा भी है और सहा भी है।
— Mallikarjun Kharge (@kharge) April 27, 2023
पॉंच दशकों से भाजपा तथा RSS की विभाजनकारी विचारधारा से, उनके नेताओं से, मेरा विरोध हमेशा से रहा है।
मेरी राजनीतिक लड़ाई उनकी राजनीति के ख़िलाफ़ थी, है और हमेशा रहेगी।…मैंने ग़रीबों व दलितों का दुख दर्द देखा भी है और सहा भी है।
— Mallikarjun Kharge (@kharge) April 27, 2023
पॉंच दशकों से भाजपा तथा RSS की विभाजनकारी विचारधारा से, उनके नेताओं से, मेरा विरोध हमेशा से रहा है।
मेरी राजनीतिक लड़ाई उनकी राजनीति के ख़िलाफ़ थी, है और हमेशा रहेगी।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইও কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করাটা দেশের প্রাচীনতম দলটির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ৷ তাঁরা পিছিয়ে পড়া শ্রেণি ওবিসিদেরও অসম্মান করে থাকে ৷ শুক্রবারই তেলেঙ্গানার বিজেপি ইন-চার্জ তরুণ চুঘ নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানান ৷ আসন্ন কর্ণাটক নির্বাচনের প্রচারে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করুক জাতীয় নির্বাচন কমিশন ৷ 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ 224 টি আসনের এই নির্বাচন ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোরদার লড়াই হবে বলে মনে করা হচ্ছে ৷ ফলাফল ঘোষণা 13 মে ৷
আরও পড়ুন: মাছে হাত দেওয়ায় মন্দিরের বাইরে দাঁড়িয়েই প্রার্থনা সারলেন রাহুল গান্ধি