ETV Bharat / bharat

Rajnath at UP Poll Campaign : পদ্মাসনেই মা লক্ষ্মী আসেন, সাইকেল বা হাতিতে নয় ; লখনউয়ে বললেন রাজনাথ - rajnath says goddess lakshmi arrives on a lotus but not on a cycle or an elephant

উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিজেপির হেভিওয়েট নেতারা ৷ শুক্র ও শনিবার লখনউয়ে প্রচার করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ সেখানে তিনি বলেন, ‘‘পদ্মাসনেই মা লক্ষ্মী আসেন, সাইকেল বা হাতিতে নয় ৷’’

UP Poll Campaign News
Rajnath at UP Poll Campaign : পদ্মাসনেই মা লক্ষ্মী আসেন, সাইকেল বা হাতিতে নয় ; লখনউয়ে বললেন রাজনাথ
author img

By

Published : Feb 19, 2022, 1:50 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি : মা লক্ষ্মী পদ্মাসনেই আসেন ৷ তিনি সাইকেলেও আসনে না ৷ আবার হাতিতেও আসেন না ৷ শুক্রবার এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh at Uttar Pradesh Assembly Poll Campaign) ৷ তাই তাঁর মতে, পদ্মফুল ফুটলেই সমৃদ্ধি আসে ৷

উত্তরপ্রদেশের লখনউয়ের সরোজিনী নগরে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷ কৌশলে তিনি জনতাকে বুঝিয়েছেন যে বিজেপির পদ্ম-প্রতীকে ছাপ দিলেই উত্তরপ্রদেশের মানুষ সমৃদ্ধ হবেন ৷ আর সমাজবাদী পার্টির সাইকেল বা বহুজন সমাজ পার্টির হাতিতে ভোট দিলে উত্তর প্রদেশের লক্ষ্মীলাভ হবে না ৷

উত্তরপ্রদেশে এবার সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ আগামিকাল তৃতীয় দফার ভোট ৷ এর পর আরও চার দফা বাকি রয়েছে ৷ ফলে উত্তর প্রদেশের ভূমিপুত্র রাজনাথ সিং বিভিন্ন জায়গায় প্রচার করছেন ৷ শুক্রবারের পর শনিবারও তিনি প্রচারে সামিল হয়েছিলেন ৷

এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন (Rajnath Praises Modi Government) ৷ বিজেপির সরকারের আমলে আন্তর্জাতিকস্তরে ভারতের সুনাম বেড়েছে বলেও লখনউয়ের সাংসদ দাবি করেন ৷ তাঁর কথায়, ‘‘আমরা সব সময় চোখে চোখ রেখে রাজনীতি করেছি ৷ চোখে ধুলো দিইনি ৷ সরকার তৈরির জন্য বিজেপি রাজনীতি করে না ৷ আমরা দেশ গঠনের জন্য রাজনীতি করি ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্মান বেড়েছে ৷ মানুষও বিশ্বাস করছেন যে ভারত এখন একটা শক্তিশালী দেশ ৷’’

কয়েকদিন আগে পুলওয়ামা জঙ্গি হামলার তৃতীয় বর্ষপূর্তি গিয়েছে ৷ ওই হামলার পর ভারত সরকার পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে বিমান হামলা করে ৷ তার আগে উরি হামলার বদলা নিতেও জঙ্গিদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত ৷ এদিন সেই প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ (Rajnath Singh Comment on Surgical Strike) ৷ তিনি বলেন, ‘‘যেখানে সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন ছিল, সেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি ৷ যেখানে বিমান হানার দরকার ছিল, সেখানে আমরা বিমান হানা করেছি ৷ আমরা সারা বিশ্বকে বোঝাতে পেরেছি যে কেউ আমাদের দিকে খারাপ চোখে দেখলে, আমরা তাদের সীমান্তের এপারে হোক বা ওপারে, নিকেশ করবই ৷’’

উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ সমাজবাদী পার্টি (BJPs Main Opponent Samajwadi Party) ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির ছোট বড় সব নেতাই টার্গেট করছে অখিলেশ যাদবের দলকে ৷ শুক্রবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও সপার সমালোচনা করেন ৷

আরও পড়ুন : Yogi Adityanath on Karnataka hijab row: শরিয়ত নয়, সংবিধান অনুযায়ী চলবে দেশ: হিজাব বিতর্কে যোগী

লখনউ (উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি : মা লক্ষ্মী পদ্মাসনেই আসেন ৷ তিনি সাইকেলেও আসনে না ৷ আবার হাতিতেও আসেন না ৷ শুক্রবার এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh at Uttar Pradesh Assembly Poll Campaign) ৷ তাই তাঁর মতে, পদ্মফুল ফুটলেই সমৃদ্ধি আসে ৷

উত্তরপ্রদেশের লখনউয়ের সরোজিনী নগরে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷ কৌশলে তিনি জনতাকে বুঝিয়েছেন যে বিজেপির পদ্ম-প্রতীকে ছাপ দিলেই উত্তরপ্রদেশের মানুষ সমৃদ্ধ হবেন ৷ আর সমাজবাদী পার্টির সাইকেল বা বহুজন সমাজ পার্টির হাতিতে ভোট দিলে উত্তর প্রদেশের লক্ষ্মীলাভ হবে না ৷

উত্তরপ্রদেশে এবার সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ প্রথম দুই দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ আগামিকাল তৃতীয় দফার ভোট ৷ এর পর আরও চার দফা বাকি রয়েছে ৷ ফলে উত্তর প্রদেশের ভূমিপুত্র রাজনাথ সিং বিভিন্ন জায়গায় প্রচার করছেন ৷ শুক্রবারের পর শনিবারও তিনি প্রচারে সামিল হয়েছিলেন ৷

এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন (Rajnath Praises Modi Government) ৷ বিজেপির সরকারের আমলে আন্তর্জাতিকস্তরে ভারতের সুনাম বেড়েছে বলেও লখনউয়ের সাংসদ দাবি করেন ৷ তাঁর কথায়, ‘‘আমরা সব সময় চোখে চোখ রেখে রাজনীতি করেছি ৷ চোখে ধুলো দিইনি ৷ সরকার তৈরির জন্য বিজেপি রাজনীতি করে না ৷ আমরা দেশ গঠনের জন্য রাজনীতি করি ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্মান বেড়েছে ৷ মানুষও বিশ্বাস করছেন যে ভারত এখন একটা শক্তিশালী দেশ ৷’’

কয়েকদিন আগে পুলওয়ামা জঙ্গি হামলার তৃতীয় বর্ষপূর্তি গিয়েছে ৷ ওই হামলার পর ভারত সরকার পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিতে বিমান হামলা করে ৷ তার আগে উরি হামলার বদলা নিতেও জঙ্গিদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত ৷ এদিন সেই প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ (Rajnath Singh Comment on Surgical Strike) ৷ তিনি বলেন, ‘‘যেখানে সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন ছিল, সেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি ৷ যেখানে বিমান হানার দরকার ছিল, সেখানে আমরা বিমান হানা করেছি ৷ আমরা সারা বিশ্বকে বোঝাতে পেরেছি যে কেউ আমাদের দিকে খারাপ চোখে দেখলে, আমরা তাদের সীমান্তের এপারে হোক বা ওপারে, নিকেশ করবই ৷’’

উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ সমাজবাদী পার্টি (BJPs Main Opponent Samajwadi Party) ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির ছোট বড় সব নেতাই টার্গেট করছে অখিলেশ যাদবের দলকে ৷ শুক্রবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও সপার সমালোচনা করেন ৷

আরও পড়ুন : Yogi Adityanath on Karnataka hijab row: শরিয়ত নয়, সংবিধান অনুযায়ী চলবে দেশ: হিজাব বিতর্কে যোগী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.