ভরতপুর (রাজস্থান), 25 অক্টোবর: ট্রাক্টর দিয়ে পিষে মারা হচ্ছে এক যুবককে ৷ মৃত্যু নিশ্চিত করতে বারবার ট্রাক্টরের চাকা তুলে দেওয়া মাটিতে পড়ে থাকা ওই যুবকের দেহের উপরে ৷ বুধবার সকালে নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরের বায়ানা এলাকার আদ্দা গ্রামে ৷ মৃত যুবকের নাম নির্পত ৷ জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে ৷ ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷
জানা গিয়েছে, কম করে 6 বার ওই যুবকের দেহের উপর এদিন ট্রাক্টর চালিয়েছে অভিযুক্ত ৷ ভাইরাল হওয়া ভিডিয়োতেই সেই নৃশংসতা স্পষ্ট ৷ ভিডিয়োতে স্পষ্ট ঘটনার সময় সেখানে আরও বেশ কয়েকজন মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন, তাঁদের চোখের সামনেই ঘটনাটি ঘটে ৷ কেউ কেউ ট্রাক্টরটিকে থামানোর চেষ্টা করলেও, চালক কথা শোনেননি ৷ ঘটনাস্থলটি বায়ানা এলাকার সদর পুলিশ স্টেশনের অন্তর্গত ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামের বাহাদুর সিং ও অতর সিং গুর্জর নামে দুই ব্যক্তির পরিবারের মধ্যে ৷ চারদিন আগে দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে সদর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে বলেও খবর ৷ কিন্তু বুধবার সকালে ফের দু'পক্ষের মধ্যে অশান্তি বাঁধে, আর তা থেকেই ঘটে যায় স্তম্ভিত করে দেওয়ার মতো এই ঘটনা ৷
আরও পড়ুন: ডান্ডিয়া নাইটে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার যুবকদের, প্রতিবাদ করে প্রাণ গেল বাবার !
বুধবারের ঘটনাক্রম অনুযায়ী, এদিন সকালে বাহাদুর সিংয়ের পরিবার ওই জমিতে যায় ৷ সেখানে পৌঁছয় অতর সিং গুর্জরের পরিবারের সদস্যরাও ৷ মহিলারাও ছিলেন সেখানে ৷ পুলিশ জানিয়েছে, অতর সিং গুর্জরের পরিবারে সদস্য নির্পত নামে এক যুবক প্রতিবাদ জানাতে গিয়ে ওই জমির উপরেই শুয়ে পড়েন ৷ সকলকে অবাক করে সেই অবস্থায় নির্পতের উপরেই ট্রাক্টর চালিয়ে দেয় বাহাদুর সিংয়ের পরিবার সদস্য এক যুবক ৷ মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার তাঁর দেহের উপর ট্রাক্টরের চাকা তুলে দেওয়া হয় ৷
ঘটনার খবর পেয়েই এলাকায় যায় সদর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ থানার আইসি জয়প্রকাশ জানিয়েছেন, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তদন্ত চলছে ৷ ঘটনার সময় বাহাদুর সিংয়ের পরিবার শূন্যে গুলি চালায় বলেও অভিযোগ ৷