ETV Bharat / bharat

বাড়ি দেবেন মোদি, নিশ্চিন্তে একাধিক সন্তান নেওয়ার পরামর্শ রাজস্থানের মন্ত্রীর - Family Planning Remarks

Controversial Statement by Rajasthan Minister Babulal Kharadi: নিশ্চিন্তে একাধিক সন্তান নেওয়ার পরামর্শ দিলেন রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাডি ৷ কারণ কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন ৷ তিনিই নাকি বাড়ি দেবেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 10:26 AM IST

Updated : Jan 10, 2024, 10:36 AM IST

উদয়পুর (রাজস্থান), 10 জানুয়ারি: রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য মোটেই নতুন কোনও বিষয় নয় ৷ তবে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে এমনই কাণ্ড ঘটালেন রাজস্থানের বিজেপি সরকারের মন্ত্রী ৷ তিনি হলেন চারবারের বিধায়ক তথা ভজনলাল শর্মার সরকারের মন্ত্রী বাবুলাল খারাডি ৷ আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা নিশ্চিন্তে একাধিক সন্তান নিতে পারেন ৷ বাসস্থানের চিন্তা করতে হবে না ৷ কারণ, তাঁদের থাকার জন্য বাসস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবেন ৷

ঝাদোল বিধানসভা থেকে জয়ী এই মন্ত্রীর বিতর্কিত মন্তব্য এখন সোশাল মিডিয়া ভাইরাল। ঘুরছে লোকমুখেও ৷ বিরোধী কংগ্রেস বাবুলালের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজস্থানের শাসকদল বিজেপিকে নিশানা করতে ছাড়েনি ৷ এমনকী বিজেপি শিবিরেও মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে ৷ ঝাদোল বিধানসভার নাই গ্রামে 'বিকাশ ভারত সংকল্প যাত্রা'র মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় একথা বলেন বাবুলাল খারাডি ৷ উল্লেখ্য, তিনি রাজস্থান সরকারের 'আদিবাসী এলাকা উন্নয়ন' দফতরের মন্ত্রী ৷

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচার করতে গিয়ে বাবুলাল বলেন, "সন্তান নেওয়া নিয়ে এত ভাবছেন কেন ? কোনও চিন্তা করবেন না ৷ আমাদের প্রধানমন্ত্রী আপনাদের জন্য পর্যাপ্ত বাড়ি তৈরি করে দেবেন ৷ তিনি চান না, দেশে কেউ ক্ষুধার্ত থাকুন এবং রাস্তায় ঘুমোন ৷" তাঁর এই হাস্যকর মন্তব্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ রাজস্থানের প্রায় প্রতিটি মানুষের ফোনে সেই ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷

উল্লেখ্য, রাজস্থানের বিজেপি সরকারের এই মন্ত্রী বাবুলাল খারাডি নিজে দু’টি বিয়ে করেছেন ৷ আর দুই স্ত্রীর থেকে তাঁর আটটি সন্তান রয়েছে ৷ রাজস্থান মন্ত্রিসভার সদস্যের এই মন্তব্যকে সরকারের বিরুদ্ধে বিরোধী কংগ্রেস শিবির কীভাবে কাজে লাগায় সেটাই দেখার ৷ ইতিমধ্যে ঝাদোলে তাঁর মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস ৷ উল্লেখ্য, রাজস্থানের পূর্ববর্তী কংগ্রেস সরকারের প্রতি মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই ক্ষমতায় এসেছে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  2. সন্দেশখালির ঘটনা কি সংবিধানের পরিপন্থী নয়, প্রশ্ন তুললেন মোদির মন্ত্রী
  3. খোলা স্থানে মাংস বিক্রি-ধর্মীয় স্থানে লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ! নির্দেশ মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর

উদয়পুর (রাজস্থান), 10 জানুয়ারি: রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য মোটেই নতুন কোনও বিষয় নয় ৷ তবে এবার সরাসরি দেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে এমনই কাণ্ড ঘটালেন রাজস্থানের বিজেপি সরকারের মন্ত্রী ৷ তিনি হলেন চারবারের বিধায়ক তথা ভজনলাল শর্মার সরকারের মন্ত্রী বাবুলাল খারাডি ৷ আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা নিশ্চিন্তে একাধিক সন্তান নিতে পারেন ৷ বাসস্থানের চিন্তা করতে হবে না ৷ কারণ, তাঁদের থাকার জন্য বাসস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবেন ৷

ঝাদোল বিধানসভা থেকে জয়ী এই মন্ত্রীর বিতর্কিত মন্তব্য এখন সোশাল মিডিয়া ভাইরাল। ঘুরছে লোকমুখেও ৷ বিরোধী কংগ্রেস বাবুলালের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজস্থানের শাসকদল বিজেপিকে নিশানা করতে ছাড়েনি ৷ এমনকী বিজেপি শিবিরেও মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে ৷ ঝাদোল বিধানসভার নাই গ্রামে 'বিকাশ ভারত সংকল্প যাত্রা'র মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় একথা বলেন বাবুলাল খারাডি ৷ উল্লেখ্য, তিনি রাজস্থান সরকারের 'আদিবাসী এলাকা উন্নয়ন' দফতরের মন্ত্রী ৷

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচার করতে গিয়ে বাবুলাল বলেন, "সন্তান নেওয়া নিয়ে এত ভাবছেন কেন ? কোনও চিন্তা করবেন না ৷ আমাদের প্রধানমন্ত্রী আপনাদের জন্য পর্যাপ্ত বাড়ি তৈরি করে দেবেন ৷ তিনি চান না, দেশে কেউ ক্ষুধার্ত থাকুন এবং রাস্তায় ঘুমোন ৷" তাঁর এই হাস্যকর মন্তব্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ রাজস্থানের প্রায় প্রতিটি মানুষের ফোনে সেই ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ৷

উল্লেখ্য, রাজস্থানের বিজেপি সরকারের এই মন্ত্রী বাবুলাল খারাডি নিজে দু’টি বিয়ে করেছেন ৷ আর দুই স্ত্রীর থেকে তাঁর আটটি সন্তান রয়েছে ৷ রাজস্থান মন্ত্রিসভার সদস্যের এই মন্তব্যকে সরকারের বিরুদ্ধে বিরোধী কংগ্রেস শিবির কীভাবে কাজে লাগায় সেটাই দেখার ৷ ইতিমধ্যে ঝাদোলে তাঁর মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস ৷ উল্লেখ্য, রাজস্থানের পূর্ববর্তী কংগ্রেস সরকারের প্রতি মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই ক্ষমতায় এসেছে বিজেপি ৷

আরও পড়ুন:

  1. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  2. সন্দেশখালির ঘটনা কি সংবিধানের পরিপন্থী নয়, প্রশ্ন তুললেন মোদির মন্ত্রী
  3. খোলা স্থানে মাংস বিক্রি-ধর্মীয় স্থানে লাউড স্পিকার বাজানো নিষিদ্ধ! নির্দেশ মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর
Last Updated : Jan 10, 2024, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.