জয়পুর, 19 মে : এবার ব্ল্য়াক ফাঙ্গাসকেও মহামারির স্বীকৃতি দেওয়া হল রাজস্থানে ৷ বুধবার সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকদের তরফে এমনই জানানো হয়েছে ৷ যাঁরা কোভিড থেকে সেরে উঠছেন, মূলত তাঁরাই আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে ৷ এর ফলে আমজনতার মধ্যে এই রোগ নিয়ে আতঙ্কও বাড়ছে ৷
তথ্য বলছে, রাজস্থানে ইতিমধ্যেই অন্তত 100 জন ব্ল্য়াক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৷ সরকারের তরফে অন্তত এমনই দাবি করা হয়েছে ৷ এই রোগীদের জন্য আলাদা এবং বিশেষ ওয়ার্ডের ব্য়বস্থা করা হয়েছে জয়পুরের সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে ৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের ৷
এই প্রেক্ষাপটে রাজস্থান মহামারি আইন 2020-এর আওতায় ব্ল্যাক ফাঙ্গাসকেও এবার মহামারির স্বীকৃতি দেওয়া হল ৷ পাশাপাশি, একে লক্ষ্যণীয় রোগ হিসাবেও গণ্য করা হয়েছে ৷ বুধবার এই মর্মেই একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য়ের প্রধান স্বাস্থ্য সচিব অখিল অরোরা ৷
আরও পড়ুন : কীভাবে বুঝবেন আপনার মিউকরমাইকোসিস হয়েছে ?
স্বাস্থ্য সচিব এই প্রসঙ্গে জানিয়েছেন, ব্ল্য়াক ফাঙ্গাস ও করোনার চিকিৎসা যাতে আলাদাভাবে এবং সঠিক নিয়ম মেনে করা যায়, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে ৷ বিশেষজ্ঞদের একাংশের দাবি, যাঁরা ডায়াবেটিসের রোগী, তাঁদেরই করোনার পর ব্ল্য়াক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি ৷