ETV Bharat / bharat

Rajasthan Cabinet Reshuffled: রাজস্থানে গেহলত মন্ত্রিসভার ঠাঁই শচিন পাইলট ঘনিষ্ঠ 5 বিধায়কের - রাজস্থানে গেহলত মন্ত্রিসভার ঠাঁই শচিন পাইলট ঘনিষ্ঠ 5 বিধায়কের

রাজভবনে মোট 15 জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ৷

Rajasthan Cabinet Reshuffled
রাজস্থানে গেহলত মন্ত্রিসভার ঠাঁই শচিন পাইলট ঘনিষ্ঠ 5 বিধায়কের
author img

By

Published : Nov 21, 2021, 6:05 PM IST

Updated : Nov 21, 2021, 7:19 PM IST

জয়পুর, 21 নভেম্বর : রাজস্থানে অশোক গেহলত (Ashok Gehlot) মন্ত্রিসভার সম্প্রসারণ হল রবিবার ৷ নিজের মন্ত্রিসভায় শচিন পাইলট (Sachin Pilot) ঘনিষ্ঠ 5 জন বিধায়ককে জায়গা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷

এদিন রাজভবনে মোট 15 জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ৷ এই 15 জনের মধ্যে 11 জন ক্যাবিনেট (Cabinet Ministers) ও 4 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৷ এদের মধ্যে প্রতিমন্ত্রী থেকে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মমতা ভূপেশ, ভজনলাল জাঠব এবং টিকারাম জুলি ৷

আরও পড়ুন : Sachin Pilot on Rajasthan Congress : রাজস্থান কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই, দাবি শচীন পাইলটের

এছাড়াও নিজের মন্ত্রিসভায় প্রাক্তন দুই মন্ত্রী বিশবেন্দ্র সিং ও রমেশ মিনাকে ফিরিয়ে এনেছেন অশোক গেহলত ৷ এছাড়াও এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন হেমারাম চৌধুরী, মহেন্দ্র সিং মালব্য, রামলাল জাট, মহেশ যোশী, গোবিন্দরাম মেঘওয়াল ও শকুন্তলা রাওয়াত ৷ নতুন প্রতিমন্ত্রী হয়েছেন, জহিদা খান, বিজেন্দ্র সিং ওলা, রাজেন্দ্র গুধা ও মুরারীলাল মিনা ৷ এই সম্প্রসারণের ফলে রাজস্থান মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে মোট 30 জন মন্ত্রী হলেন ৷

জয়পুর, 21 নভেম্বর : রাজস্থানে অশোক গেহলত (Ashok Gehlot) মন্ত্রিসভার সম্প্রসারণ হল রবিবার ৷ নিজের মন্ত্রিসভায় শচিন পাইলট (Sachin Pilot) ঘনিষ্ঠ 5 জন বিধায়ককে জায়গা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷

এদিন রাজভবনে মোট 15 জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ৷ এই 15 জনের মধ্যে 11 জন ক্যাবিনেট (Cabinet Ministers) ও 4 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৷ এদের মধ্যে প্রতিমন্ত্রী থেকে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মমতা ভূপেশ, ভজনলাল জাঠব এবং টিকারাম জুলি ৷

আরও পড়ুন : Sachin Pilot on Rajasthan Congress : রাজস্থান কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই, দাবি শচীন পাইলটের

এছাড়াও নিজের মন্ত্রিসভায় প্রাক্তন দুই মন্ত্রী বিশবেন্দ্র সিং ও রমেশ মিনাকে ফিরিয়ে এনেছেন অশোক গেহলত ৷ এছাড়াও এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন হেমারাম চৌধুরী, মহেন্দ্র সিং মালব্য, রামলাল জাট, মহেশ যোশী, গোবিন্দরাম মেঘওয়াল ও শকুন্তলা রাওয়াত ৷ নতুন প্রতিমন্ত্রী হয়েছেন, জহিদা খান, বিজেন্দ্র সিং ওলা, রাজেন্দ্র গুধা ও মুরারীলাল মিনা ৷ এই সম্প্রসারণের ফলে রাজস্থান মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে মোট 30 জন মন্ত্রী হলেন ৷

Last Updated : Nov 21, 2021, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.