ETV Bharat / bharat

Coromandel Express Accident: রাতেই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা রেলমন্ত্রীর, ঘোষণা আর্থিক সাহায্যের - করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এদিন রাতেই তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Jun 2, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 2 জুন: শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ আশঙ্কা করা হচ্ছে, লাইনচ্যুত হওয়া ট্রেনগুলির কামরায় আটকে রয়েছেন কম করে 500 জন ৷ ফলে এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর এদিন রাতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

উল্লেখ্য, এদিন বালাসোর জেলার বাহাঙ্গা স্টেশনের কাছে শালিমার থেকে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয় এবং অন্যলাইনে উপর গিয়ে পড়ে ৷ সেই সময় যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল 12864 ডাউন হামসাফার এক্সপ্রেস ৷ সেটিও এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলিতে ৷ ফলে ওই সুপারফাস্ট এক্সপ্রেসটিরও 3-4টি কামরা লাইনচ্যুত হয় ৷

  • Rushing to the site in Odisha. My prayers for the speedy recovery of the injured and condolences to the bereaved families.
    Rescue teams mobilised from Bhubaneswar and Kolkata. NDRF, State govt. teams and Airforce also mobilised.
    Will take all hands required for the rescue ops.

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেলমন্ত্রক সূত্রে খবর, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানও ওড়িশায় যাচ্ছেন ৷ এদিন দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করে টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । টুইটে তিনি লেখেন,"আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছি । এদিন এই ভয়াবহ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" তিনি একই সঙ্গে শোককোস্তব্ধ পরিবারগুলির পাশে থাকার বার্তাও দিয়েছেন ৷ জানিয়েছেন দ্রুত ভুবনেশ্বর ও কলকাতা থেকে উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলে পাঠানো হয়েছে । এনডিআরএফ, রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলা দল এবং বিমানবাহিনীকেও উদ্ধারকাজে নামানো হচ্ছে ৷

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, মৃতের সংখ্যা বেড়ে 50

এদিন রেলমন্ত্রী দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন । রেল মন্ত্রকের তরফ থেকে মৃতদের জন্য 10 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন রেলমন্ত্রী । অল্প আঘাতপ্রাপ্তরা পাবেন 50 হাজার টাকা ৷ প্রসঙ্গত এদিনের দুর্ঘটনার পর এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলার মতো অবস্থায় নেই ওড়িশা সরকার । রাত দশটা নাগাদ ওড়িশার মুখ্যসচিব সাংবাদিকদের জানিয়েছেন,হতাহতের সংখ্যা আরও বাড়বে ৷

নয়াদিল্লি, 2 জুন: শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ আশঙ্কা করা হচ্ছে, লাইনচ্যুত হওয়া ট্রেনগুলির কামরায় আটকে রয়েছেন কম করে 500 জন ৷ ফলে এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর এদিন রাতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

উল্লেখ্য, এদিন বালাসোর জেলার বাহাঙ্গা স্টেশনের কাছে শালিমার থেকে চেন্নাইগামী 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের 10-12টি কামরা লাইনচ্যুত হয় এবং অন্যলাইনে উপর গিয়ে পড়ে ৷ সেই সময় যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল 12864 ডাউন হামসাফার এক্সপ্রেস ৷ সেটিও এসে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলিতে ৷ ফলে ওই সুপারফাস্ট এক্সপ্রেসটিরও 3-4টি কামরা লাইনচ্যুত হয় ৷

  • Rushing to the site in Odisha. My prayers for the speedy recovery of the injured and condolences to the bereaved families.
    Rescue teams mobilised from Bhubaneswar and Kolkata. NDRF, State govt. teams and Airforce also mobilised.
    Will take all hands required for the rescue ops.

    — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেলমন্ত্রক সূত্রে খবর, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানও ওড়িশায় যাচ্ছেন ৷ এদিন দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করে টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । টুইটে তিনি লেখেন,"আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছি । এদিন এই ভয়াবহ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" তিনি একই সঙ্গে শোককোস্তব্ধ পরিবারগুলির পাশে থাকার বার্তাও দিয়েছেন ৷ জানিয়েছেন দ্রুত ভুবনেশ্বর ও কলকাতা থেকে উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলে পাঠানো হয়েছে । এনডিআরএফ, রাজ্য সরকার বিপর্যয় মোকাবিলা দল এবং বিমানবাহিনীকেও উদ্ধারকাজে নামানো হচ্ছে ৷

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেস, দুমড়ে-মুচড়ে গেল একাধিক বগি, মৃতের সংখ্যা বেড়ে 50

এদিন রেলমন্ত্রী দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন । রেল মন্ত্রকের তরফ থেকে মৃতদের জন্য 10 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন রেলমন্ত্রী । অল্প আঘাতপ্রাপ্তরা পাবেন 50 হাজার টাকা ৷ প্রসঙ্গত এদিনের দুর্ঘটনার পর এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলার মতো অবস্থায় নেই ওড়িশা সরকার । রাত দশটা নাগাদ ওড়িশার মুখ্যসচিব সাংবাদিকদের জানিয়েছেন,হতাহতের সংখ্যা আরও বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.